নরমাল দ্রবণ কাকে বলে: 1L দ্রবণে 1 গ্রাম তুল্য ভরের কোন দ্রব দ্রবীভূত থাকলে তাকে নরমাল দরবার বলে। অর্থাৎ কোন দ্রবণে থাকা দ্রাবকের তুলনায় দ্রব্যের পরিমাণ যদি সামান্য বা ১ থেকে ১০% এর মধ্যে হয় তাহলে সেটি নরমাল দ্রবণ।
আমরা এই নরমাল দরবারকে মূলত লঘু দ্রবণের সঙ্গে তুলনা করতে পারি যেখানে খুব কম পরিমাণ দ্রব্য বিদ্যমান থাকে। অর্থাৎ এমন একটি দ্রবণ যে দ্রবনের মধ্যে প্রায় ৯০% দ্রাবক বিদ্যমান থাকে এবং সর্বোচ্চ ১০ শতাংশ দ্রব্য বিদ্যমান থাকে।

তাহলে বোঝা গেল নরমাল দরবার হচ্ছে এমন একটি দ্রবণ যে দ্রবণের মধ্যে দ্রাব্য কম থাকে এবং এর ক্ষমতাও কম।
অর্থাৎ এর ক্ষমতা কম হওয়ার পেছনে মূল কারণ এই দ্রবণটি অনেক বেশি পাতলা হয়ে থাকে এবং দ্রাবকের পরিমাণ বেশি থাকে।
আমরা ইতিমধ্যে নরমাল দ্রবণের সংখ্যা সম্পর্কে জানতে পারলাম কিন্তু আপনারা কি জানেন নরমাল দ্রবণের প্রতীক কি? আসলে আপনি যদি এ বিষয়টি সম্পর্কে না জেনে থাকেন তাহলে কোন সমস্যা নেই কারণ আমরা এখন নরমাল দ্রবণের প্রতীক বলবো।
নরমাল দ্রবণের প্রতীক কি?
রাসায়নিকভাবে বিভিন্ন বিষয়বস্তুকে সূচিত করার জন্য বিভিন্ন প্রতীক ব্যবহার করা হয় এবং এগুলো সহজ হয়ে থাকে। এগুলোকে শুধুমাত্র একটি সংখ্যা বা প্রতিক দ্বারা ব্যবহার করা চিহ্নিত করা হয় যেন খুব সহজে বিষয়টিকে বোঝানো সম্ভব হয়।
নরমাল দ্রবণের প্রতীক হলো N এবং এই N ধারায় মূলত নরমাল দ্রবনকে বিশেষভাবে সূচিত করা সম্ভব হয়।
তা আপনাকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের এই পথটা শেষ পর্যন্ত পড়েছেন এবং নরমাল দ্রবণের বিশেষ তথ্যগুলো আহরণ করেছেন।
আরও পড়ুন: নেসলার দ্রবণ কাকে বলে?