নন রেডক্স বিক্রিয়া কাকে বলে: যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের আদান-প্রদান ঘটেনা তাকে নন রেডক্স বিক্রিয়া বলে। অর্থাৎ এই নন রেডক্স বিক্রিয়ার মধ্যে ইলেকট্রন আদান-প্রদান না হওয়ার কারণে এখানে জারণ বিজারণ প্রক্রিয়া ঘটে না।
রেডক্স বিক্রিয়া হচ্ছে জারণ বিজারণের অন্তর্ভুক্ত এবং পক্ষান্তরে নন রেডক্স বিক্রিয়া জারণ বিজারণের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ এই বিক্রিয়ার মধ্যে ইলেকট্রনের আদান-প্রদান ঘটে না এবং এই কারণে নন রেডক্স বিক্রিয়ায় জারণ সংখ্যার পরিবর্তন আসে না।
নন রেডক্স বিক্রিয়া উদাহরণ দাও?
এমন অনেক ধরনের বিক্রিয়া রয়েছে যে বিক্রিয়াগুলো আমরা বলতে পারে নন রেডক্স বিক্রিয়ার অন্তর্ভুক্ত হবে। আর আমরা আজকে এমনই আপনাদের কাছে পরিচিত কয়েকটি বিক্রিয়ার নাম বলবো যেগুলো নন রেডক্স বিক্রিয়ার অন্তর্ভুক্ত বা উদাহরণ হবে।
নন রেডক্স বিক্রিয়া উদাহরণ: প্রশমন বিক্রিয়া এবং অধঃক্ষেপণ বিক্রিয়া, এগুলো হচ্ছে নন রেডক্স বিক্রিয়ার পরিচিত কিছু উদাহরণ। প্রিয় বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ আমাদের পোস্টটি পড়ার জন্য এবং নন রেডক্স বিক্রিয়া সম্পর্কে তথ্য নেওয়ার জন্য।
আরও পড়ুন: রেডক্স বিক্রিয়া কাকে বলে?