দ্রব কাকে বলে: যে পদার্থ অন্য পদার্থের মধ্যে দ্রবীভূত হয় তাকে দ্রব বলে, দ্রব মূলত দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়। দ্রব দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয় এবং দ্রব দ্রাবকের মধ্যে দ্রবীভূত হওয়ার মাধ্যমে একটি দ্রবণ প্রস্তুত করে, এবং এটি রাসায়নিক প্রক্রিয়া।
অর্থাৎ দ্রাবক এবং দ্রব একত্রিত হয়ে যে দ্রবণ প্রস্তুত করে সেই দ্রবণ প্রস্তুতের পেছনে মূলত রসায়ন প্রক্রিয়া কাজ করে। তাই অবশ্যই রাসানিক প্রক্রিয়া বোঝার ক্ষেত্রে এবং দ্রাবণ প্রস্তুত করার ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় বিষয় হলো দ্রাবক এবং দ্রব।
আপনারা যদি ইতিপূর্বে দ্রাবক বিষয়টি বলতে কী বোঝানো হয় এ বিষয়টি না জানেন তাহলে আপনাকে জানতে হবে? আপনি যদি জানতে চান দ্রাবক কাকে বলে তাহলে অবশ্যই আমি নিচে ওই পোষ্টের লিংক দিব আপনি সেখান থেকে জানতে পারবেন।
যাইহোক আমরা ইতিমধ্যে দ্রব এর সংজ্ঞা সম্পর্কে জানতে পেরেছি, কিন্তু অনেকে সংজ্ঞা থেকে বিষয়টি স্পষ্ট করতে পারেনি।
আপনিও যদি দ্রব বিষয়টি সম্পর্কে স্পষ্ট না হতে পারেন তাহলে, চলুন উদাহরণ জানার মাধ্যমে দ্রব বিষয়ে স্পষ্ট হয়।
দ্রব উদাহরণ দাও?
আমরা হয়তোবা ইতিমধ্যে অনেকেই বিভিন্ন ধরনের শরবত এবং বিশেষ করে চিনি দিয়ে প্রস্তুত করার শরবত খেয়েছি। মূলত এটি একটি উদাহরণের অন্তর্ভুক্ত যেখান থেকে আমরা খুব সহজে দ্রব বিষয়টি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারব বা জানতে পারবো।
আসলে চিনির শরবতের মধ্যে পানি প্রথমে দেওয়া হয় এবং পানির মধ্যে চিনি মিশ্রণ করা হয়, পানির মধ্যে চিনি মিশ্রিত হয়।
যেহেতু চিনি পানির মধ্যে মিশ্রিত হয়েছে তাই খুবই স্বাভাবিকভাবে বলা যায় যে চিনি হলো একটি দ্রব পদার্থ।
আরও পড়ুন: দ্রাবক নিষ্কাশন কি?
আরও পড়ুন: দ্রাবক কাকে বলে?