দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি? দোয়েল পাখির শ্রেণীবিন্যাস

দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি এ বিষয়টি একজন বিজ্ঞান বিভাগে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য জানা অনেক বেশি দরকার। আবার সেই সাথে শুধুমাত্র দোয়েল নয়, এমন অনেক প্রাণী ও উদ্ভিদের বৈজ্ঞানিক নাম সম্পর্কে প্রত্যেকটি বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীর জানা দরকার।

এই দোয়েল পাখির বিজ্ঞানসম্মত নাম নিয়ে বিভিন্ন সময় মেডিকেল পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং উত্তর না জানার কারণে অনেকেই ভুল করেছে।

আর যেন ভুল না করেন এবং দোয়েলের বিজ্ঞানসম্মত নাম লিখতে বা দাগাতে পারেন তাই আমাদের দেওয়া নাম মুখস্ত করুন।

দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম হলো: Copsychus saularis (কপ্সিকাস স্যালারিস)। দোয়েল পাখির বিজ্ঞানসম্মত নামটি যেহেতু তার গণ এবং প্রজাতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তাই এখানে দোয়েলের গণ হলো Copsychus।

দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম
দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম।

প্রত্যেকটি মেডিকেল পরীক্ষার্থীর জন্য দোয়েল পাখির বৈজ্ঞানিক নামটি অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে বিবেচনা করা যেতে পারে।

কেননা লক্ষ্য করলে দেখতে পারবেন দয়াল হচ্ছে আমাদের জাতীয় পাখি এবং সকল পরীক্ষায় গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে প্রশ্ন থাকে।

আর দোয়েল জাতীয় পাখি হয় এটি গুরুত্বপূর্ণ একটি প্রাণী এবং তাই এর বিজ্ঞানসম্মত নাম আমাদেরকে মুখস্ত করে যেতে হবে।

দোয়েল হচ্ছে saularis প্রজাতির অন্তর্ভুক্ত একটি প্রাণী এবং শ্রেণীবিন্যাসের উপর ভিত্তি করে এর আরও তথ্য পাওয়া সম্ভব হবে।

আমরা যদি দোয়েল পাখি সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে চায় তাহলে অবশ্যই দোয়েল পাখির শ্রেণীবিন্যাস বা বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস সম্পর্কে জানতে হবে। কেননা সেখানে আমরা দোয়েল পাখির গণ, প্রজাতি, জগত, পর্ব এবং শ্রেণীর সহ নানা বিষয়ে সম্পর্কে ধারণা লাভ করতে পারব।

দোয়েল পাখির বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস

আপনি আমি যদি দোয়েল পাখির সম্পূর্ণ তথ্য জগৎ থেকে শুরু করে প্রজাতি পর্যন্ত জানতে চায় তাহলে এর শ্রেণীবিন্যাস জানতে হবে। আর দোয়েল পাখির শ্রেণীবিন্যাস সম্পর্কে জানার মাধ্যমে আমরা আরও অনেক কিছু ক্ষেত্রে সাহায্য পেতে পারি।

কেননা, আমরা যখন বোর্ড পরীক্ষা শেষ করি তখন আমাদের ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয় যেকোন প্রাণীর কথা উল্লেখ থাকতে পারে।

যদি দোয়েল পাখি লিখতে বলে তাহলে অবশ্যই শ্রেণীবিন্যাস সেখানে উল্লেখ করতে হবে এবং সেই সাথে বৈজ্ঞানিক নাম উল্লেখ করতে হবে।

নিচে দোয়েল পাখির বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস বিশেষভাবে উল্লেখ করা হলো:

  • জগৎ: Animalia
  • পর্ব: Cordata{ কর্ডাটা}
  • শ্রেণী: Aves{পক্ষী}
  • বর্গ: Passeriformes
  • গোত্র: Muscicapidae
  • গণ: Copsychus
  • প্রজাতি: C. saularis

এগুলো হলো দোয়েল পাখির শ্রেণীবিন্যাস যেখান থেকে আমরা দোয়েল পাখি সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে পারে প্রজাতিগত। আর অবশ্যই আমাদেরকে এই শ্রেণীবিন্যাস জানা প্রয়োজন ছিল কেননা ইহার মাধ্যমে আমরা দোয়েল পাখির সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পেরেছি।

বাংলাদেশে দোয়েল পাখি পাওয়া যায় এবং জাতীয় পাখি হিসেবে পরিচিতি লাভ করেছে তাই অবশ্যই এর সকল তথ্য আমাদের জানা দরকার।

আর দোয়েল পাখির সকল তথ্য বলতে এর শ্রেণীবিন্যাস এবং বৈজ্ঞানিক নাম কে বেশি প্রাধান্য দেওয়া হবে বিভিন্ন পরীক্ষার জন্য।

শেষ কথা:

দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি বা দোয়েল পাখির বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস নিয়ে আজকের আলোচনাটি সম্পূর্ণ করা হয়েছে। আপনি হয়তোবা এ দোয়েল পাখির বিজ্ঞানসম্মত নাম নিয়ে জানার জন্য জ্ঞান ক্ষুধায় অনেক বেশি ক্ষুধার্ত ছিলেন এবং জানার আগ্রহ ছিল প্রচুর।

আশা করা যায় আমাদের এই পোস্টটি পড়ার মাধ্যমে আপনার দোয়েল পাখির বিজ্ঞানসম্মত নাম সম্পর্কে জ্ঞান ক্ষুধা নিবারণ হয়েছে।

আর দোয়েল পাখির বিজ্ঞানসম্মত নাম সম্পর্কে জানার সময় অবশ্যই আমাদেরকে এর বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস সম্পর্কে জানতে হয়।

তাই আমি আমাদের এই পোস্টটিতে আপনার উপকারের জন্য দোয়েল পাখির বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস উল্লেখ করেছি। দোয়েল পাখির নিয়ে নবম শ্রেণী থেকে শুরু করে মেডিকেল পর্যন্ত বৈজ্ঞানিক নাম সম্পর্কে তথ্য জানতে হয় এবং সেই সাথে তথ্য প্রদান করতে হয়।

আর আপনি যেন দোয়েল পাখির বিজ্ঞানসম্মত নামটি সঠিকভাবে উপস্থাপন করতে পারেন তাই আপনাকে আমাদের দেওয়া নামটি মুখস্ত করতে হবে।

এই দোয়েল হচ্ছে আমাদের দেশের একটি জাতীয় পাখি এবং এই পাখিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দাঁড়াতে পারে আপনার পরীক্ষা।

ধন্যবাদ, দোয়েল পাখির বিজ্ঞানসম্মত নাম নিয়ে আজকের এই পোস্টটির মধ্যে শেষ পর্যন্ত আপনার আগ্রহ দেখানোর জন্য। দোয়েল পাখি নিয়ে আপনার আর অন্য কারো মতামত থাকলে বা জানার আগ্রহ বা জ্ঞান ক্ষুধা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।

আরও পড়ুন: তেলাপোকার বৈজ্ঞানিক নাম?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!