দেশি শব্দ কাকে বলে: বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলা ভাষায় রক্ষিত হয়েছে, এসব শব্দকে দেশি শব্দ বলা হয়। দেশি শব্দ হচ্ছে এমন একটি শব্দ যার মুল বেশিরভাগ সময় নির্ধারণ করা যায় না।
তবে শব্দটি কোন ভাষা থেকে দেশি ভাষায় বা বাংলা ভাষায় এসেছে তার হাদিস খুঁজে পাওয়া এখন পর্যন্ত যায়।
বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা বলতে আদিম অধিবাসীদেরকে বোঝানো হয় যেমন কোল ও মুন্ডা ইত্যাদি।
দেশি শব্দ বলতে বাংলা ভাষার নিজস্ব শব্দকে বোঝানো হয় যা বাংলাদেশের আদিম অধিবাসীদের থেকে নেওয়া। বাংলাদেশের আদিম অধিবাসীরা যে সকল ভাষা ব্যবহার করত মনের ভাব প্রকাশের ক্ষেত্রে সেগুলোর মূলকে দেশী শব্দ বলে।
সহজ ভাষায় বলতে গেলে দেশি শব্দ হচ্ছে বাংলা ভাষায় নিজস্ব শব্দ যা প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে।
বর্তমানে এর কোন অধিবাসিক খোঁজ নেই বলে এটি বাংলা ভাষায় হিসেবে অভিহিত হয়েছে।
এ সকল শব্দের কোন মূল নির্ধারণ করা যায় না এবং তারা কোথা থেকে এর ভাষা উদ্ধার করেছিল তাও জানা যায় না। তবে ভাষাতে কোন শব্দ থেকে এসেছে তার ইতিহাস বা হাদিস খুঁজে পাওয়া যায় এবং এই হাদিস অনুযায়ী সুস্পষ্ট কোন সিদ্ধান্তে পৌঁছানো যায় না।
দেশি শব্দ হচ্ছে আমাদের নিজস্ব শব্দ এবং এই শব্দগুলো আমাদের আদি বাসীদের হতে এসেছে অর্থাৎ আদিবাসীদের ব্যবহৃত ভাষা হচ্ছে এটি।
পূর্বে যেহেতু বাংলাদেশের সকল মানুষে আদিবাসী ছিল সে ক্ষেত্রে এটিকে আদিবাসী রূপ দেওয়া হয়েছে ভাষার দিক বিবেচনায়।
আদিবাসী বলতে যে আদিবাসীকে বোঝানো হয় এমনটা না বরং সে সময়কার মানুষ আদি অবস্থায় জীবন যাপন করতো এটাকে বোঝানো হয়।
দেশি শব্দের উদাহরণ
আমরা তো দেশি শব্দ সম্পর্কে জানলাম তবে উদাহরণ জানলে একটু ভালো হবে এবং আমাদের সুবিধা হবে জানতে। তাই বেশি সত্য সম্পর্কে জানতে যেন সুবিধা হয় এবং আমরা সহজে বুঝতে পারে সেজন্য আমরা এখানে বেশি শব্দের কিছু উদাহরণ দিব।
দেশি শব্দ বলতে আমাদের পুরনো বা পূর্বের মহাপুরুষদের ব্যবহৃত ভাষার কথা বলা হয় যাদেরকে আদিবাসী বলি।
আদিবাসী বলতে তারা পূর্বে যুগের মানুষ ছিল এবং তারা আদিবাসীদের মত জীবন যাপন করতেছিল তাই তিনাদেরকে আদিবাসী বলা হয়েছে।
নিচে কতিপয় দেশি শব্দের উদাহরণ দেওয়া হলো:
- কুড়ি হচ্ছে কোলভাষা যা একটি দেশি শব্দ (বিশ)।
- পেট হচ্ছে তামিল ভাষা যা একটি দেশি শব্দ (উদর)।
- চুলা হচ্ছে মুন্ডারী ভাষা যা একটি দেশি শব্দ (উনুন)।
এগুলো ছিল দেশী শব্দের কিছু উদাহরণ এবং এই শব্দগুলো দ্বারা দেশের শব্দ সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়। আর অবশ্যই কিভাবে দেশের সাথে আমরা ব্যবহার করে থাকি এবং অন্যকে বুঝাতে পারে তার স্পষ্ট ব্যাখ্যা হচ্ছে এই উদাহরণগুলো দেশি শব্দের।
উপসংহার:
দেশির শব্দ কাকে বলে এবং উদাহরণসহ এর সম্পূর্ণ ব্যাখ্যা আশা করি আমরা এই পোস্টের মাধ্যমে আপনাকে দিতে পেরেছি। মূলত আপনাকে উপকৃত করতে পেরে আমরা অনেক বেশি শান্তি অনুভব করছে এবং আপনাকে মতামত বিনিময় করার সুযোগ দিচ্ছে।
আপনি যদি দেশি শব্দ থেকে আর অন্য কিছু জ্ঞান অর্জন করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন।
আর অবশ্যই মনে রাখবেন যে দেশে শব্দ বলতে আমাদের পূর্বপুরুষদের ব্যবহৃত আদি শব্দ গুলোকে বোঝায়।
আমাদের দেশে আমাদের পূর্বে আমাদের বীরপুরুষগন এই জমিনে বিচরণ করে গিয়েছেন এবং যোগাযোগ করেছেন কোথা দিয়ে। আর যোগাযোগী স্থাপনের জন্য আমাদের পূর্বপুরুষরা যে কথাবার্তা ব্যবহার করত সেই কথাবার্তাগুলো হচ্ছে দেশি শব্দের অন্তর্ভুক্ত।
যদিও বা আমরা বর্তমানে দেশে শব্দ কম ব্যবহার করে কিন্তু আমাদের আদিবাসী গুলো এগুলো সর্বদা ব্যবহার করত।
তিনাদের ভাষাগুলো দিন দিন পরিবর্তন এসেছে এবং আস্তে আস্তে বর্তমানে আমরা সাধু এবং চলিত উভয় ভাষায় কথা বলতে পারি।
আরও পড়ুন: তদ্ভব শব্দ কাকে বলে?