দূর্বা ঘাস | দূর্বা ঘাসের উপকারিতা

দূর্বা ঘাস: দূর্বা ঘাস হচ্ছে Plantae জগতের, Angiosperms শ্রেণির, Poales বর্গ এবং Poaceae পরিবারের একটি উদ্ভিদ বা ঘাস।

Cynodon dactylon হলো দূর্বা ঘাসের বৈজ্ঞানিক নাম, যার সংক্ষিপ্ত রুপ হলোঃ C. dactylon. এই ঘাস হলো Cynodon গণ এর অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ বা ঘাস।

দূর্বা ঘাসের রং হয় বেশ সবুজ তবে পাতা ও ডাল হয় অন্যান্য ঘাসের তুলনায় অনেক বেশি চিকন। এটি এমন একটি ঘাস যা প্রতিকূল পরিবেশেও নিজেকে টিকিয়ে রাখতে পারে।

দূর্বা ঘাস
দূর্বা ঘাস।

আমাদের গ্রামীন পরিবেশে দুর্বা ঘাস বেশি দেখা যায় এবং এই ঘাসে রয়েছে অনেক বেশি পুষ্টি গুনাগুন যা আমাদের জন্য উপকারী।

আমরা সবচেয়ে বেশি দুর্বা ঘাসকে ব্যবহার করে থাকে রক্ত বন্ধ করার জন্য তবে, এই ঘাসের আরো কিছু উপকারিতা রয়েছে।

অনেকে আছে যারা দুর্বা ঘাস খেয়ে থাকেন এবং এটি অবশ্যই অনেক বেশি উপকারী বলে প্রমাণিত হয়েছে মানব দেহের জন্য। চাইলে আপনিও দুর্বা ঘাসের রস করে পান করতে পারেন এবং ইহার মাধ্যমে কোন পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিবে না।

চলুন তাহলে এবার গ্রামীণ পরিবেশে পাওয়া উপকারী এ ঘাস অর্থাৎ দুর্বা ঘাসের উপকারিতা সম্পর্কে জেনে নিন।

দূর্বা ঘাসের উপকারিতা

আমরা অনেকেই আছি যারা ইতিমধ্যে দূর্বা ঘাস চোখ দিয়ে দেখেছে এবং সেই সাথে গৃহপালিত পশু গরু ও ছাগলকে খেতে দেখেছি। তবে এই ঘাস যে শুধুমাত্র গরু আর ছাগলের জন্য এমনটি না বরং মানুষের ক্ষেত্রেও এই ঘাস অনেক বেশি উপকারিতা বলে প্রমাণিত।

দূর্বা ঘাসের উপকারিতা সমূহ বিশেষভাবে আপনার জন্য নিচে উপস্থাপন করা হলো:

  • দেহে যে কোন রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে দুর্বা ঘাস।
  • ক্ষতস্থানে রক্তপাত বন্ধ করার জন্য দুর্বা ঘাস অনেক বেশি উপকারী।
  • খুব দ্রুত ক্ষতস্থান নির্মূল হওয়ার ক্ষেত্রে দুর্বা ঘাস অনেক বেশি উপকারী।
  • আমাশয় রোগ নির্মূল করার জন্য দুর্বা ঘাসের রস অনেক বেশি উপকারী।
  • খাওয়ার রুচি কমে গেলে এই ঘাসের রস খাওয়ার মধ্যে রুচি বৃদ্ধি পায়।
  • বমি বমি ভাব দূর করার ক্ষেত্রে দুর্বা ঘাসের রস অনেক বেশি উপকারী।
  • চুল পড়া রোগ নিরাময়ের ক্ষেত্রে দুর্বা ঘাস অনেক বেশি উপকারী।
  • মেয়েদের অনিয়মিত ঋতুস্রাব দূর করার ক্ষেত্রে এই ঘাস উপকারী।
  • প্রস্রাবের জ্বালাপোড়া ও সমস্যা দূর করার জন্য দুর্বা ঘাস উপকারী।
  • শরীরের কোন অংশের অধিক চুলকানি নিবারণের জন্য দুর্বা ঘাস উপকারী।

এগুলো হলো দুর্বা ঘাসের উপকারিতা এবং আপনি যদি এই উপকারিতা গ্রহণ করতে চান তাহলে অবশ্যই দুর্বা ঘাস গ্রহণ করতে হবে।

আমরা সকলেই হাতে আঘাত আসলে বা অন্য কোথাও আঘাত আসলে দুর্বাস ব্যবহার করে রক্ত বন্ধ করার চেষ্টা করে থাকি।

এর মূল কারণ হলো দুর্বা ঘাস আমাদের রক্ত বন্ধ করতে অনেক বেশি উপকারে আসে এবং ক্ষতস্থান দ্রুত পূরণ করতে সাহায্য করে। দুর্বা ঘাস অবশ্যই একটি ঔষধি ঘাস কেননা এই ঘাস এর মাধ্যমে মানব শরীরে নানা প্রকার পরিবর্তন আসে যা অবশ্যই মানুষের জন্য উপকারী।

শেষ কথা:

আজকের এই পোস্টটি আমরা সম্পূর্ণরূপে দুর্বাগ হাঁসের উপকারিতা নিয়ে বিশেষভাবে উল্লেখ করার চেষ্টা করেছি তবে দূর্বা ঘাস সম্পর্কে জ্ঞান প্রদান করেছি। দুর্বা ঘাসে আসলে আমাদের জন্য অনেক বেশি উপকারিতা উপরে উল্লেখিত উপকারী গুণ গুলো দ্বারা প্রমাণ করা সম্ভব হয়।

আমরা সকলেই প্রায় দুর্বা ঘাসকে গরু-ছাগলকে খেতে দেখেছি এবং এটা লক্ষ্য করেছি যে গরু এই ঘাসকে অনেক বেশি মোটাতাজা হয়।

ঠিক অনুরূপভাবে আপনি দুর্বা ঘাস গ্রহণ করেন তাহলে শারীরিকভাবে অনেক বেশি সবল, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে রোগ মুক্ত থাকবেন।

আবার দুর্বা ঘাসে শুধু যে উপকার করে এমনটি না বরং ইহার মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার পুষ্টি গুনাগুন পেতে পারি যা শরীরের জন্য ভালো। আবার বিভিন্ন প্রকার রোগ নিরাময়ের ক্ষেত্রে দুর্বা ঘাস অনেক বেশি উপকারী হয়ে থাকে এবং সেই সাথে শারীরিক বিভিন্ন ক্ষত নিরাময় করতে পারে।

আমাদের শারীরিক যে ক্ষয় হয় সেই ক্ষয় পূরণ করার ক্ষেত্রে দুর্ভাগ হাঁস অনেক বেশি সাহায্য করে থাকে। মোট কথায় বলতে গেলে দুর্বা ঘাসের পুষ্টি গুণাগুন আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী এবং এর কোন পার্শ্ববর্তী ক্রিয়া নেই।

ঘরোয়া চিকিৎসা পদ্ধতি হিসেবে আপনি খুব সহজে দুর্বা ঘাসকে একটি বিশেষ ঔষধ হিসেবে চিহ্নিত করতে পারেন।

আরও পড়ুন: মানসিক রোগ থেকে মুক্তির উপায়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top