রসায়নের ক্ষেত্রে দুই এর নিয়ম কাকে বলে এ বিষয় সম্পর্কে জ্ঞান মাথায় রাখা অনেক বেশি দরকার। কেননা রসায়ন গবেষণার ক্ষেত্রে প্রথমে বন্ধন সম্পর্কে কিছু না কিছু জ্ঞান অর্জন করতে হয়। আর বন্ধন সম্পর্কে যে কোন জ্ঞান অর্জন করার ক্ষেত্রে অবশ্যই অষ্টক এবং দুই এ দুইটি নিয়ম সম্পর্কে জ্ঞান রাখা দরকার।
অষ্টন নিয়ম সম্পর্কে জ্ঞান বা অষ্টক নিয়ম কাকে বলে এ বিষয় সম্পর্কে ইতিপূর্বে একটি পোস্ট প্রদান করা হয়েছে।
আপনি যদি শেষ সম্পর্কে জানতে চান তাহলে উপরে থাকা লিংক এর মাধ্যমে প্রবেশ করে তার সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন।
তবে আজকের এই পোস্টটিতে আমরা শুধুমাত্র 2 এর নিয়ম সম্পর্কে জ্ঞান অর্জন করব।
দুই এর নিয়ম বলতে আমাদের মাথায় দুই সংখ্যাটি চলে আসে যা আসা স্বাভাবিক। তবে এই দুই সংখ্যাটি কেন আসছে এর সঠিক ব্যাখ্যা পাওয়ার জন্য এর সংজ্ঞা প্রথমে জানতে হবে। কোন কিছু সম্পর্কে সুষ্ঠু জ্ঞান ও স্পষ্ট জ্ঞান অর্জন করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে তার সংজ্ঞা জানতে হয়।
যেকোনো বিষয়ে সংজ্ঞা প্রদান করার পর লক্ষ্য করবেন যে, সে সম্পর্কে বর্ণনা করা হয়েছে পাঠ্য বইয়ে।
আসলে সংজ্ঞা জানার পর ওই বিষয়ে বিস্তারিত বর্ণনা সহজেই মুখস্ত হয়, মুখস্থ হওয়ার পাশাপাশি বিষয়ে সহজে বর্ণনা ধারণ করা যায়।
তাহলে চলুন জেনে নেই ২ এর নিয়ম সম্পর্কে সাধারণ কিছু জ্ঞান এবং সংজ্ঞা।
দুই এর নিয়ম কাকে বলে?
দুই এর নিয়ম কাকে বলে: অনু গঠনকালে কোন পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকলে তাকে দুই এর নিয়ম বলে। অর্থাৎ দুই এর নিয়ম বলতে সর্বশেষ শক্তিস্তরে একজোড়া বা একাধিক জোড়া ইলেকট্রন সংখ্যা বোঝায়।
উদা: অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস: 1s2 2s2 2p4, উক্ত ইলেকট্রন বিন্যাসে পাই অক্সিজেনের সর্বশেষ শক্তিস্তরে ছয়টি ইলেকট্রন রয়েছে।
মোট ছয়টি ইলেকট্রন রয়েছে অর্থাৎ মোট তিন জোড়া ইলেকট্রন বিদ্যমান রয়েছে অক্সিজেন সর্বশেষ শক্তিস্তরে মধ্যে উপস্থিত। আর এই তিন জোড়া ইলেকট্রনকে বলা হয় ২ এর নিয়ম যেখানে একজোড়া করে ইলেকট্রন বিদ্যমান রয়েছে মোট তিন জোড়া।
এগুলো ছিল দুইয়ের নিয়ম কাকে বলে এবং উদাহরণসহ ব্যাখ্যা নিয়ে সাধারণ কিছু তথ্য যেগুলো আপনাকে প্রয়োজন হবে।
আর অবশ্যই ইলেকট্রন বিন্যাসের সময় এই নিয়মটি লক্ষ্য রাখবেন কেননা এটি একটি মৌলকে স্থিতি প্রদান করতে পারে নিয়মাবলম্বনে।
উপসংহার:
দুই এর নিয়ম কাকে বলে এবং দুইয়ের নিয়ম উদাহরণসহ ব্যাখ্যা নিয়ে আজকের পোস্টটিতে তথ্য দেওয়া হয়েছে। আর অবশ্যই আপনাকে এ সকল তথ্য জানতে হবে কেননা এটি ইলেকট্রন বিন্যাসের অন্তর্ভুক্ত প্রশ্নের জ্ঞান ও ইলেকট্রন বিন্যাসের অন্তর্গত ধারনা।
আরো হয়তোবা আপনারা সকলে জানেন, রসায়নে ইলেকট্রন বিন্যাস ছাড়া কোন কিছু করা সম্ভব হয় না।
আর এই ইলেকট্রন বিন্যাসের অন্তর্ভুক্ত যেহেতু বিষয় হচ্ছে দুইয়ের নিয়ম তাই এটি অনেক গুরুত্বপূর্ণ হবে প্রশ্ন হিসেবে এবং ধারণা হিসেবে।
তাই আপনাকে সর্বদা ইলেকট্রন বিন্যাসের সম্পূর্ণ তথ্য ধারণ করতে হবে এবং সম্পূর্ণ তথ্য ধারণ করার পূর্বে দুই এর নিয়ম জানতে হবে।
আর আপনি যেন দুই এর নিয়ম সহজে জানতে পারেন সেজন্য আমরা এখানে দুইয়ের নিয়ম উল্লেখ করেছি উদাহরণসহ।
আমরা দুই এর নিয়মটি উদাহরণসহ উপস্থাপন করেছি যেন বুঝতে সুবিধা হয় আপনার এবং দুইএ নিয়ম ব্যবহার করতে পারেন।
অনেকে মনে করে শুধুমাত্র দুটি ইলেকট্রন থাকবে সর্বশেষ শক্তিশালী এমন না বরং জোড়া জোড়া ইলেকট্রন থাকতে পারে দুই এর নিয়মে।
আরও পড়ুন: অষ্টক নিয়ম কাকে বলে?