তাপহারী বিক্রিয়া কাকে বলে: যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তির শোষণ ঘটে সেই রাসায়নিক বিক্রিয়াকে তাপহারী বিক্রিয়া বা তাপশোষী বিক্রিয়া বলে। অর্থাৎ তাপহারী বিক্রিয়ার মধ্যে বিক্রিয়া সংঘটিত করতে তাপ শক্তি শোষিত হয় বা কমে যায়।

অনেক সময় দেখা যায় যে তাপহারী বিক্রিয়ার মধ্যে বিক্রিয়ার সংঘটিত করার জন্য বহিরাগত তাপ প্রদান করতে হয়। তবে সর্বক্ষেত্রে না সামান্য কিছু বা বেশ কয়েকটি বিক্রিয়া রয়েছে যে বিক্রিয়া গুলোর মধ্যে বিক্রিয়া সংঘটিত করতে তাপ প্রদান করতে হয়।
তাপহারী বিক্রিয়া এর উদাহরণ বলে দাও?
তাপহারী বিক্রিয়ার উদাহরণ: ১ মোল নাইট্রোজেন ও ১ মোল অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে ২ মোল নাইট্রিক অক্সাইড উৎপন্ন করার সময় ১৮০ কিলোজুল তাপ শোষিত করে। যেহেতু এই বিক্রিয়া তাপের শোষণ ঘটেছে তাই এটি তাপহারী বিক্রিয়ার উদাহরণ।
ধন্যবাদ আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য এবং তাপহারী বিক্রিয়া সম্পর্কে বিশেষ জ্ঞান আমাদের পোস্ট থেকে নেওয়ার জন্য। আমরা পরবর্তীতে আপনার জন্য আরও সহজ ভাবে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আসব এবং তাই আমাদের সাথে আপনি থাকুন।
আরও পড়ুন: তাপোৎপাদী বিক্রিয়া কাকে বলে?