তড়িৎ চুম্বকীয় বর্ণালী কি: যে বর্ণালী তড়িৎ চুম্বকীয় বিকিরণ অঞ্চলে অর্থাৎ অতিবেগুনি অঞ্চল থেকে শুরু করে অবলোহিত অঞ্চল পর্যন্ত উৎপন্ন হয় তাই তড়িৎ চুম্বকীয় বর্ণালী।
তড়িৎ চুম্বকীয় বর্ণালী কাকে বলে: যে বর্ণালী তড়িৎ চুম্বকীয় বিকিরণ অঞ্চলে যথা, অতিবেগুনি অঞ্চল থেকে শুরু করে অবলোহিত অঞ্চল পর্যন্ত উৎপন্ন হয় তাকে তড়িৎ চুম্বকীয় বর্ণালী বলে।
তাহলে বোঝা গেল যে তড়িৎ চুম্বকীয় বর্ণালী মূলত তড়িৎ চুম্বকীয় বিষয়টির সঙ্গে সম্পর্কিত আলো বা তরঙ্গ বিশেষ। আর তড়িৎ চুম্বকীয় বর্ণালির মধ্যে তড়িৎ বিষয়টি যেভাবে প্রাধান্য পায় ঠিক সেইভাবে বিকিরিত আলো বা তরঙ্গের বিষয়টিও প্রাধান্য পায়।
তড়িৎ চুম্বকীয় বর্ণালী উদাহরণ দাও?
আমরা তো ইতিমধ্যে তড়িৎ চুম্বকীয় বর্ণালী কাকে বলে এর উত্তর পেয়েছি কিন্তু এখন আমাদেরকে উদাহরণ গুলো দেখে নিতে হবে। উদাহরণ জানার মাধ্যমে আমরা খুব সহজে তড়িৎ চুম্বকীয় বর্ণালীর সম্পর্কে জ্ঞান অনেকদিন ধরে মনে রাখতে পারব।
উদাহরণ: বেতার তরঙ্গ, মাইক্রোওভেন, ইনফ্রারেড তরঙ্গ, দৃশ্যমান আলো, অতিবেগুনি তরঙ্গ, এক্সরে তরঙ্গ, গামা রশ্মি ইত্যাদি। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এবং তড়িৎ চুম্বকীয় বর্ণালী সম্পর্কে তথ্য পাওয়ার জন্য।
আরও পড়ুন: আউফবাউ নীতি কি?