ডেসিমোলার দ্রবণ কাকে বলে: 1 লিটার দ্রবণের মধ্যে যদি 0.1 মোল দ্রব দ্রবীভূত থাকে তবে ঐ দ্রবণকে ডেসিমোলার দরবার বলে। আবার, এক লিটার দ্রবণের মধ্যে এক দশমাংশ মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে ডেসিমোলার দ্রবণ বলা হয়।
তাহলে বোঝা গেল যে আমরা সংজ্ঞা দিতে চাইলে ডেসিমোলার দ্রবণের বেশ কয়েকটি সঠিক সংজ্ঞা দিতে পারি।
তবে আমি উপরের যতটুকু জ্ঞান প্রদান করেছি ডেসিমোলার দ্রবণ এর সংজ্ঞা নিয়ে ঠিক এতটুকু জ্ঞান আপনার জন্য যথেষ্ট হবে।
মূলত ডেসিমোলার দ্রবণ হচ্ছে মোলারিটির একটি আলাদা অংশ, যার দ্বারা এক কথায় কোন দ্রবণের দ্রব্যের পরিমাণ জানা যায়। মূলত সহজে ভাষায় এবং এক কথায় কোন দ্রবণে উপস্থিত দ্রব্যের পরিমাণ জানার জন্য বা বোঝানোর জন্য এটি ব্যবহার হয়।
আমরা ইতিমধ্যে ডেসিমোলার দরবারের সংজ্ঞা জানতে পেরেছি,কিন্তু ডেসিমোলার দ্রবণের মোলারিটির পরিমাণ কত? আপনারা কি এ বিষয়টি সম্পর্কে জানেন এবং যদি না জানেন তাহলে আজকে এখন আপনারা এ বিষয়টি সম্পর্কে জানতে পারবেন।
ডেসিমোলার দ্রবণের মোলারিটি কত?
আমরা ইতিমধ্যেই কিন্তু আপনাকে ডেসিমোলার দ্রবণের সংজ্ঞা সম্পর্কে অবগত করেছি এবং এটি মনে রাখবেন। যারা একটু বুদ্ধিমান ছাত্র তারা ইতিমধ্যে হয়তোবা সংজ্ঞা থেকে বুঝতে পেরেছেন যে ডেসিমোলার দরবারে মোলারিটির পরিমাণ কত?
আসলে ডেসিমোলার দরবারে মোলারিটি হচ্ছে 0.1 মোল এবং এই বিষয়টি সংজ্ঞা এবং অন্যান্য তথ্য থেকে স্পষ্ট ভাবে বোঝা যায়।
ধন্যবাদ আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য এবং ডেসিমোলার দ্রবণের মোলারিটি ও সংজ্ঞা সম্পর্কে জানার জন্য।
আরও পড়ুন: সেমি মোলার দ্রবণ কাকে বলে?