টেবিলের বাংলা কি: ব্যাকরণ অনুযায়ী টেবিলের বাংলা হচ্ছে ছক, কিন্তু আমরা দৈনন্দিন জীবনে যে টেবিল ব্যবহার করে তার বাংলা হচ্ছে চৌপায়া। অর্থাৎ টেবিল বলতে বাংলা ব্যাকরণ আমাদেরকে যে বিষয়টি বুঝায় তা হলো ছক।
আমরা লেখা সুবিধা জন্য বা সহজে বুঝার জন্য বা লেখা সুন্দর করার জন্য অনেক সময় খাতার মধ্যে টেবিল তৈরি করি। আমরা আমাদের খাতার মধ্যে আমাদের সুবিধার জন্য যে টেবিল তৈরি করে লিখি তাকে বাংলা ব্যাকরণের ভাষায় বলা হয় ছক।
শুধুমাত্র কাগজে আমরা অঙ্কন করি তাকেই যে আমরা টেবিল বলি তা কিন্তু নয় টেবিল বলতে আমরা আরেকটি জিনিসও বুঝাই।
আর এই জিনিসটি আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় একটি জিনিস এবং এটি কাগজে-কলমে নয় বাস্তবেই রয়েছে।
এই সকল টেবিলের ওপর আমরা খাওয়া দাওয়া লেখা পড়া কোন আসবাবপত্র রাখা সহ আরো বিভিন্ন কাজ করে থাকি। আর বাস্তবিক অর্থেই বাংলা ভাষায় এই টেবিলের অর্থ আলাদা এই সকল টেবিলকে বাংলা ভাষায় বলা হয়ে থাকে চৌপায়া।
টেবিল শব্দটি সম্পর্কে
টেবিল শব্দটি হচ্ছে একটি বিশেষ্য পদ অর্থাৎ টেবিল কোন কিছুর নাম কে বুঝায় আর এটি একটি জড় বস্তু।
এই টেবিল শব্দটির পূর্ববর্তী শব্দ হচ্ছে টেপারি আর টেবিল শব্দটির পরবর্তী শব্দ হচ্ছে টেবো এই দুইটি মিলেই হয়েছে টেবিল।
উপরে আমরা টেবিলের দুটি ব্যবহার এবং টেবিল সম্পর্কে দুটি উত্তর জানলাম যেখানে দেখলাম যে টেবিল দুই জায়গায় দুইটি অর্থ আলাদা। অর্থাৎ আমরা এই দুই জায়গায় টেবিল নামক একটি ইংরেজি শব্দ ব্যবহার করলেও বাংলায় এই দুই জায়গা রয়েছে টেবিলে দুইটি অর্থ রয়েছে।
আর আজকে এই পোস্টটি সম্পূর্ণভাবে পড়ার মাধ্যমে আপনারা এই বিষয়টি সম্পর্কে জানতে পারলেন বা বুঝতে পারলেন।
কালের পরিবর্তনের সাথে সাথে ভাষার ও পরিবর্তন হয় এবং ভাষাতেও হয় নতুন সংযোজন ও বিয়োজন।
ঠিক তেমনি ভাবেই এই শব্দ দুটি বাংলা ভাষায় এসেছে টেবিল রুপে যার অর্থ কিন্তু বাংলায় দুটি আলাদা। ভাষা যেহেতু পরিবর্তনশীল ধীরে ধীরে ভাষা পরিবর্তিত হয় সেই সাথে অন্য প্রচলিত ভাষায় এসে এই সকল ভাষার মধ্যে প্রবেশ করে।
শেষ কথা:
আশা করি আপনি আমার লেখা এই পোস্টটি সম্পূর্ণভাবে পড়েছেন এবং পড়ার মাধ্যমে বুঝতে পেরেছেন টেবিলের বাংলা কি? আমাদের ওয়েবসাইটে আমরা এরকম আরো নিত্য নতুন জ্ঞানের বিষয় সম্পর্কে উপস্থাপন করে থাকি।
এই সকল বিষয়ে আপনার জ্ঞানকে বাড়িয়ে তুলে এবং আপনাকে নতুন জ্ঞান প্রদান করে থাকে ও বুঝিয়ে থাকে।
এই প্রশ্নটি অনেক সময় বিভিন্ন চাকরির ভাইবা পরীক্ষার মধ্যে আসে আবার অনেক সময় এমনিতেও কেউ করে থাকেন।
আপনি এই প্রশ্নটির উত্তর জানার মাধ্যমে আপনার ভাইবা পরীক্ষায় এই প্রশ্নটির সঠিক উত্তর প্রদান করতে পারবেন।
আর সঠিক উত্তর প্রদান করার কারণে আপনার চাকরিটি হয়ে যেতে পারে বা আপনি এগিয়ে যেতে পারেন।
আরো পড়ুন: বাংলা ভাষা।