টনসিল এর ঔষধ | টনসিল ব্যথার ঔষধের নাম শিশু ও বড়দের

হ্যালো বন্ধুরা বর্তমানে আমরা অনেকেই আছে যারা টনসিল সমস্যা নিয়ে অনেক বেশি ভুগান্তির শিকার হয়ে পড়েছি। যাদের যাদের টনসিল হয়েছে তারা প্রত্যেকেই জানে যে এই টনসিলের ব্যথা কতটুকু এবং এটি কত বেশি বেদনাদায়ক আমাদের খাদ্য গ্রহণের জন্য।

টনসিল এর ঔষধ
টনসিল এর ঔষধ

তাই আপনারা কিভাবে আপনাদের টনসিলের ব্যথা দূর করবেন এবং সঠিক ঔষধ গ্রহণ করতে পারবেন। এ বিষয়ের উপর সঠিক টিপস এবং টিপস দেওয়ার জন্য আজকের পোস্টটিতে আমরা টনসিলের ঔষধের নাম অথবা টনসিল ব্যাথার ঔষধের নাম বলবো।

পাঁচটি উল্লেখযোগ্য টনসিল এর ঔষধ এর নাম:

  • Azithromycin Tablet 500mg,
  • Clavam 625 Tablet,
  • Monocef-o CV 200/125,
  • Rofuclav 250/62.5
  • Zerodol SP Tablet.

এগুলো ছিল টনসিল ব্যথার কিছু ঔষধের নাম এবং এই ঔষধগুলো গ্রহণ করার মাধ্যমে আপনি খুবই সহজে আপনার টনসিল কমাতে পারেন।

মূলত টনসিল হচ্ছে এমন এক ধরনের অসুখ যা একবারের জন্য সুস্থ হয়ে যায় না বরং স্বাভাবিক অবস্থায় স্থির রাখা যায়।

আর টনসিলকে স্বাভাবিক অবস্থায় স্থির রাখার জন্য, সামান্য ব্যথা অনুভূতি হওয়া মাত্রা আপনাকে এন্টিবায়োটিক নিতে হবে। কেননা ব্যথার ঔষধ গ্রহণ করার ফলে ব্যথা কমে যায় টনসিলের কিন্তু পরবর্তীতে খুব তাড়াতাড়ি এটি আবার বেদনা দিতে শুরু করে।

শিশুর টনসিল ব্যাথার ঔষধের নাম

মূলত ঔষধ বিভিন্ন ধরনের শক্তি সম্পন্ন হয়ে থাকে এবং এই হিসাবে বয়স অনুযায়ী নির্দিষ্ট ঔষধ প্রদান করা হয়।

যেহেতু শিশুদের ধারণ ক্ষমতা একটু কম, সেই জন্য শিশুদের ব্যথা কমানোর জন্য একটু কম শক্তি সম্পন্ন ঔষধ প্রদান করা হয়।

শিশুদের টনসিলের চিকিৎসা করার জন্য মূলত অ্যামক্সিসিলিন নামক একটি এন্টিবায়োটিক ঔষধ প্রয়োগ করা হয়। আর এই ওর সাথে অনেক বেশি ব্যবহৃত হয় মূলত শিশুদের টনসিলের ব্যথা দূর করার জন্য এবং টনসিলের সমস্যা সমাধান করার জন্য।

আর এই ঔষধের শক্তি নির্দিষ্ট মাত্রায় হওয়ার কারণে এটির পার্শ্ব প্রতিক্রিয়া তেমন বেশি হয় না এবং শিশুর সমস্যা দেখা দেয়না।

তাই আপনি যদি আপনার শিশুর টনসিলার ব্যথা দূর করতে চান তাহলে অবশ্যই ডাক্তার পরামর্শ অনুযায়ী এই ঔষধটি প্রয়োগ করতে পারেন।

বড়দের টনসিল ব্যথার ঔষধ

টনসিলের ব্যথা যেমন এভাবে একজন শিশুর হয়ে থাকে ঠিক তেমনি প্রাপ্ত বয়স্ক মানুষেরও এমন সমস্যা হয়ে থাকে। আর এই সকল সমস্যার ক্ষেত্রে টনসিল ব্যথা দূর করার জন্য মূলত বড়দেরকে একটু আলাদা রকম এন্টিবায়োটিক ঔষধ প্রদান করা হয়।

মূলত বড়দের টনসিলের ব্যথা দূর করার জন্য আজিথ্রমাইসিন নামক এন্টিবায়োটিক ব্যবহার করা হয় এবং এটি বিখ্যাত ঔষধ।

অর্থাৎ বড়দের টনসিলের ব্যথা দূর করার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সবচেয়ে বেশি প্রচলিত ঔষধটির নাম হলো আজিথ্রমাইসিন।

আরও পড়ুন: দাউদ এর ঔষধ এর নাম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top