জীববৈচিত্র্য কাকে বলে: পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক বাসস্থানে বসবাসকারী জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বিভিন্নতার সমৃদ্ধ সমস্ত প্রাণী, উদ্ভিদ ও অনুজীবের সমাহারকে জীববৈচিত্র বলে। ১৮৮৬ খ্রি. ওয়ালটার জি রোজেন প্রথম জীববৈচিত্র্য শব্দটি ব্যবহার করেন।
আবার, একটি নির্দিষ্ট স্থানে ও নির্দিষ্ট সময়ে জিন, প্রজাতি এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের মধ্যে সমন্বয় ও মিথস্ক্রিয়াকে জীববৈচিত্র্য বলে। অর্থাৎ বিজ্ঞানীদের দ্বারা প্রদান করার সংজ্ঞা অনুযায়ী বলা যায় জীববৈচিত্র্যের অনেকগুলো সংজ্ঞা রয়েছে যার প্রত্যেকটি সঠিক।
আমরা মানুষ বসবাস করে থাকি এবং আমাদের এই পরিবেশে মানুষ ছাড়াও আরো অনেক জীব অণুজীব ও উদ্ভিদ আছে। আর দেখা গেলে বোঝা যায়, মানুষ এবং এই সকল অন্যান্য জীব অনুজীব ও উদ্ভিদের মধ্যে বেশ কয়েকটি পার্থক্য রয়েছে।
তাই বোঝা যায় যে, জীববৈচিত্র্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় যার দ্বারা পরিবেশের জীব গুলোর বৈচিত্র্য নির্ধারণ হয়। মূলত জীববৈচিত্র হচ্ছে বিজ্ঞানের একটি অধ্যায়নের বিশেষ শাখা যেখানে বিভিন্ন জীবের সমাহার নিয়ে আলোচনা হয়।
জীববৈচিত্র্যের বৈশিষ্ট্য গুলো কি কি?
আমরা ইতিপূর্বে জীববৈচিত্র্যের সংজ্ঞা সম্পর্কে জেনেছি এবং এখন আমরা জানার চেষ্টা করব যে জীববৈচিত্র্যের বৈশিষ্ট্য কি? আপনিও যদি জীববৈচিত্র্যের বৈশিষ্ট্যগুলোর সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে এখানে থাকুন।
নিচে জীববৈচিত্র্যের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো:
- বাস্তুতন্ত্রের বহুরূপতা জীববৈচিত্র্য থাকে,
- জীব প্রজাতির বিপুল সম্ভার জীববৈচিত্র্য থাকে,
- জীব বৈচিত্রের ক্রমবিবর্তন জীববৈচিত্র্য থাকে,
- জীববৈচিত্রের মধ্যে অবলুপ্তি বিষয়টি বিদ্যমান থাকে,
- জীববৈচিত্রের মধ্যে অসম বন্টন বিদ্যমান থাকে।
এগুলো ছিল জীববৈচিত্রের কিছু বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্য গুলো অবশ্যই আপনার জ্ঞান বৃদ্ধিতে সহায়ক।
আরও পড়ুন: ঋতু পরিবর্তন কাকে বলে?