বর্তমানে জিহ্বা কালো হয় কেন এ বিষয়টি নিয়ে অনেকে দুশ্চিন্তায় পড়ে থাকেন। আসলে দুশ্চিন্তায় পড়ার কারণ রয়েছে কেননা জিহ্বা আমাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
জিহ্বা কালো হওয়ার পেছনে রয়েছে নানা প্রকার কারণ যেগুলো প্রাকৃতিক ও কৃত্রিম উভয় হতে পারে।
তবে বর্তমান পৃথিবীতে এসে সর্ব প্রধান কারণ দাঁড়িয়ে আছে কৃত্রিম যা মানুষ নিজেই সৃষ্টি করে থাকে।
এমন অনেক ধরনের কারণ পরিলক্ষিত হয়েছে যেগুলোর কারণে বর্তমানে জিহ্বা কালো হয়ে যাচ্ছে মানুষের। অনেক ক্ষেত্রে দেখা যায় যে জিহ্বা কালো হওয়ার কারণে কোন ধরনের সমস্যা থাকে না তবে কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দেয়।

আপনার জিহ্বা কালো হয়ে গেছে বা হালকা কালো দেখাচ্ছে এর কারণ কি অবশ্যই আপনাকে জানতে হবে। কেননা অনেক ক্ষেত্রে খারাপ কিছু কাল দাগের কারণে আপনার জিহ্বা পচে যেতে পারে বা ইনফেকশন দেখা দিতে পারে।
জিহ্বার দিকে নজর রেখে কেউ চিকিৎসা করার চেষ্টা করবেন না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল।
তবে অযথা চিকিৎসা বা চিকিৎসকের সন্নিকটে না যাওয়ার পূর্বে অবশ্যই আপনাকে কারণ উন্মেষ করতে হবে।
আপনি যদি আপনার যে হক বা কালো হয়ে যাচ্ছে কেন এ বিষয়ে উপযুক্ত কারণ নির্ধারণ করতে পারেন তাহলে ডাক্তারের কাছে যাওয়া আপনার প্রয়োজন হবে না। কেননা কারণ উল্লেখ বা কারণ জানার মাধ্যমে আপনি খুব সহজে চিকিৎসা পেতে পারেন।
তাহলে অযথা না করে বেশি দেরি সরাসরি জিহ্বা কালো হওয়ার বিষয় সম্পর্কে ধারণা অর্জন করি।
জিহ্বা কালো হয় কেন? ব্যাখ্যা কর
বিভিন্ন কারণে আমাদের জিহ্বা কালো হয়ে যেতে পারে এবং সেই সাথে আমাদেরকে বিচ্ছিরি দেখতে লাগে। তাই আমাদেরকে কারণ জানতে হবে যে কি কারণে আমাদের জিহ্বা কালো হয়ে যায় এবং এর জন্য আমরা কি কোন পদক্ষেপ গ্রহণ করব।
জিহ্বা কালো হয় এমন সমস্যা যে প্রায় অধিকাংশ মানুষের মধ্যে দেখা যায় এবং এটি অবশ্যই দুশ্চিন্তার কারণ হতে পারে।
এই দুশ্চিন্তা দূর করতে আমাদেরকে অবশ্যই জিহ্বা কালো হওয়ার কারণ সম্পর্কে জানতে হবে এবং পরে জিহবার পদক্ষেপ নিতে হবে।
৫টি উল্লেখযোগ্য জিহ্বা কালো হয় কেন তার কারণ নিচে উল্লেখ করা হলো:
- মূলত ব্যাকটেরিয়াল বংশবৃদ্ধির মাধ্যমে জিহ্বায় কালো দাগ দেখা দিতে পারে।
- জিহ্বা ছত্রাক সংক্রমণের কারণে মূলত জিহ্বায় কালো দাগ দেখা দিতে পারে।
- সিলভার এমালগাম ফিলিম সরিয়ে ফেলার ফলে জিহ্বায় কালো দাগ চলে যায়।
- কিছু প্রকার ঔষধ গ্রহণ করার ফলে জিহ্বায় কালো দাগ দেখা দিতে পারে।
- কলা, পেয়ারা অথবা জাম এ জাতীয় ফল খাওয়ার ফলে দাঁত ও জিহ্বা কালো হয়।
এগুলো হলো কিছু কারণ যে কারণগুলোর জন্য আমরা প্রায় নিজেদের জিহ্বা বা কালো রঙের দেখতে পায় এবং দুশ্চিন্তায় পড়ি।
তবে এই ক্ষেত্রে দুশ্চিন্তা করার কারণ নেই কেননা কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে এবং পূর্বের মতো হালকা লাল হয়ে উঠবে।
তবে ফলমূল বাদে অন্যান্য ব্যাকটেরিয়া বা ছত্রাক সংক্রমণে জিহ্বা কালো হলে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে কালো দাগ দূর করতে।
উপসংহার:
জিহ্বা কালো হয় কেন এবং জিহ্বা কালো হলে আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে কিনা সে সকল বিষয়ে এখানে উল্লেখ করা। আর অবশ্যই বলতে চাই যে জিহ্বা কালো হলে আপনার কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন নাই কেননা এগুলো জটিল বিষয় নয়।
অর্থাৎ জিহ্বা যেহেতু ফলমূল খাওয়ার ফলে হয় এবং ফলমূলের রস গুলো লাগানোর ফলে হয় তাই সমস্যা নয়।
কেননা ফলমূলের রস যখন জিহ্বা থেকে সরে যাবে কয়েকদিন পর তখন পুনরায় জিহ্বা ঠিক হবে অর্থাৎ স্বাভাবিক রঙ্গে চলে আসবে।
তবে যদি আপনি দ্রুত আপনার জিহ্বার কালো দাগ দূর করতে চান তাহলে অবশ্যই আপনাকে পদক্ষেপ নিতে হবে। পদক্ষেপ হিসেবে আপনি ব্রাশ দিয়ে দাঁত মাজার পাশাপাশি উক্ত ব্রাশ দিয়ে জিহ্বায় কয়েকবার ঘষা দিতে হবে এবং এভাবে কালো দাগ দূর হবে।
আর জিহ্বায় কালো দাগ যেহেতু জটিল করার সমস্যা নয় তাহলে এটি নিয়ে বেশি মাথাব্যথা ও নাড়াচড়া করা উচিত নয়।
বরং এটা কয়েকদিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে এবং নিজে নিজে ঠিক হওয়ার বিষয়টি অনেক বেশি কার্যকর তাই অপেক্ষা করুন।
আরও পড়ুন: জিহ্বায় ঘা এর ঔষধ এর নাম।