জিম্যান প্রভাব কি? স্টার্ক প্রভাব কি?

জিম্যান প্রভাব কি: চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ার প্রক্রিয়া হচ্ছে জিম্যান প্রভাব।

পরমাণুতে বিদ্যমান প্রোটনের চার্জ ধনাত্মক এবং ইলেকট্রনের চার্জ ঋণাত্মক উপস্থিত, এই দুই চার্জার সমন্বয় স্থির চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আর এই চুম্বকক্ষেত্র সৃষ্টির মাধ্যমে জিম্যান প্রভাব এর আবির্ভাব ঘটে।

একটি পরমাণুতে বিদ্যমান ইলেকট্রন গুলো যখন তার শক্তি স্তরের পরিবর্তন ঘটায় তখন বিভিন্ন প্রকার বর্ণালীর সৃষ্টি করে থাকে। আর এ বর্ণালী সৃষ্টি করার মাঝে যে বিষয়টি আমাদের মাঝে প্রাধান্য পায় রসায়ন গবেষণা করার ক্ষেত্রে সেটি হচ্ছে জিম্যান প্রভাব এবং স্টার্ক প্রভাব।

জিম্যান প্রভাব কি? স্টার্ক প্রভাব কি?
জিম্যান প্রভাব কি? স্টার্ক প্রভাব কি?

শুধুমাত্র যখন চৌম্বক প্রভাবের দ্বারা প্রভাবিত হয় পরমাণুতে বর্ণালীর সৃষ্টি হয় তখন এই প্রভাবকে জিম্যান প্রভাব বলা হয়। বর্ণালী সৃষ্টি করার সময় অর্থাৎ ইলেকট্রন শক্তি স্তর পরিবর্তনের সময় যে বর্ণালী সৃষ্টি হয় শেষ সময় এটি অনেক সূক্ষ্ম ভাগে ভাগ হয়ে যায় চৌম্বক প্রভাবের জন্য।

বর্ণালীগুলো যখন সুক্ষ অবস্থায় রূপান্তরিত হতে থাকে চৌম্বক প্রভাবের কারণে তখন এই চৌম্বক প্রভাবককে রসায়নের ভাষায় জিম্যান প্রভাব বলে।

আমরা জিম্যান প্রভাব সম্পর্কে জানলাম, এই স্টার্ক প্রভাব ঠিক এর বিপরীত একটি বিষয় তবে বর্ণালীর বিষয়টি উভয় স্থানে প্রাধান্য পেয়েছে।

স্টার্ক প্রভাব কি?

স্টার্ক প্রভাব কি: তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখা আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ার প্রক্রিয়া হচ্ছে স্টার্ক প্রভাব।

তড়িৎ দ্বারা প্রভাবিত হয় কোন পরমাণুতে বিদ্যমান ইলেকট্রন সমূহের বর্ণালী আরো বেশি ভাঙতে থাকে তখন এই প্রক্রিয়াকে স্টার্ট প্রভাব বলে।

ইলেকট্রন যখন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে ফেরত আসে তখন বিভিন্ন প্রকার বর্ণালীর সৃষ্টি করে থাকে বা শক্তি নির্গত করে।

আর ইলেকট্রন গুলো যখন এই শক্তি নির্গত করে তখন আমারা এটিকে বর্ণালি হিসেবে বিবেচনা করে থাকি রসায়নে।

যখন ইলেকট্রন থেকে নির্গত বর্ণালি আরও বেশী সূক্ষ্ম ভাগে ভাগ হয়ে যায় শুধুমাত্র তড়িৎ প্রভাবিত হয় তখন স্টার্ক প্রভাব হয়।

অর্থাৎ জিম্যান প্রভাবে চৌম্বক ক্ষেত্রে প্রভাবিত হয় ঠিক অনুরূপভাবে স্টার্ক প্রভাবে বর্ণালি তড়িৎ দ্বারা প্রভাবিত হয় সূক্ষ্ম ভাগে ভাগ হয়।

আপনি যদি কোয়ান্টাম সংখ্যার সম্পর্কে অর্জন করতে চান জ্ঞান তাহলে অবশ্যই আপনাকে এই স্টার্ক প্রভাব এবং জিম্যান প্রভাব সম্পর্কে জানতে হবে। কেননা, শক্তিস্তরের ধারণা আমরা কোয়ান্টাম সংখ্যা থেকে পাই এবং এই উপরোক্ত প্রভাবক দুটি শক্তিস্তর কমানোর উপর কাজ করে।

যখন একটি ইলেকট্রন উচ্চ শক্তিস্তর হতে নিম্ন শক্তিস্তরে গমন করে তখন ইলেকট্রন শক্তি নির্গত করতে থাকে তার অপ্রয়োজনীয় শক্তিগুলো।

আর অপ্রয়োজনীয় শক্তিগুলো যখন নির্গত করে তখন বিভিন্ন বর্ণালী সৃষ্টি হয় যা জিম্যান ও স্টার্ক প্রভাবের ফলের সূক্ষ্মভাবে ভাগ হয়।

শেষ কথা:

জিম্যান প্রভাব কি এবং স্টার্ক প্রভাব কি এই বিষয়টি সম্পর্কে আজকের এই পোস্টটিতে সংজ্ঞা ও বর্ণালীর বিষয় ধারণা দেওয়া হয়েছে। বর্ণালী কি এ বিষয় সম্পর্কে আমরা পরে জানব তবে আমাদেরকে প্রথমে জানতে হবে যে কোন কোন কারনে ইলেকট্রনের নির্গত বর্ণালী সূক্ষ্মভাবে ভাগ হয়।

ইলেকট্রন স্থানান্তরে নির্গত শক্তি বর্ণালীতে রূপান্তরিত হয় এবং এর বর্ণালীকে আরো সূক্ষ্ম রূপ প্রদান করে থাকে জিম্যান এবং স্টার্ক প্রভাব।

জিম্যান ও স্টার্ক প্রভাব কোন প্রকার বিশেষ জ্ঞান নয় এমনটি ধারণা করা উচিত হবে না কেননা এটি কোয়ান্টাম সংক্রান্ত বিষয়।

কোয়ান্টাম সংক্রান্ত বিষয় বলার মূল কারণ হলো জিম্যান এবং স্টার্ক তখনি কাজ করে যখন ইলেকট্রনের শক্তিস্তরের পরিবর্তন ঘটে। কোন ইলেকট্রনের শক্তিস্তর পরিবর্তনের বিষয়টি অবশ্যই কোয়ান্টাম সংখ্যার অন্তর্ভুক্ত হবে, কেননা কোয়ান্টাম সংখ্যায় রয়েছে ইলেকট্রনের শক্তিস্তর ধারণা।

জিম্যান এবং স্টার্ক প্রভাব বলতেই কোন ইলেকট্রন থেকে নির্গত বর্ণালিকে সূক্ষ্ম রেখায় বিভক্ত করার বিষয়টি বোঝানো হয় থাকে।

কেননা জিম্যান ও স্টার্ক প্রভাব এদের কাজই হলো বর্ণালিকে সূক্ষ্ম রেখায় বিভক্ত করা যা ইলেকট্রন হতে নির্গত হয় স্থানান্তরের সময়।

আরও পড়ুন: রাদারফোর্ডের পরমাণু মডেল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top