জারণ সংখ্যা কাকে বলে: কোন যৌগে একটি মৌলের ইলেকট্রন বিন্যাসের পরিবর্তন নির্দেশ করে এমন সংখ্যাকে জারণ সংখ্যা বলে। আবার অন্যভাবে, যৌগ গঠনের সময় যতগুলো ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় অথবা যতগুলো ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, তাকে ঐ যৌগের ওই মৌলের জারণ সংখ্যা বলে।
অর্থাৎ যৌগ গঠনের সময় কোন একটি মৌল কতগুলো ইলেকট্রন গ্রহণ করছে বা বর্জন করছে তার সংখ্যায় জারণ সংখ্যা। জারণ সংখ্যা মূলত কোন একটি মৌলকে ইঙ্গিত করে থাকে বা নির্দেশ করে থাকে যে এই মৌলটি কতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করেছে।
মুক্ত অবস্থায় মৌলের জারণ সংখ্যা কত বলে দাও?
একটি মৌল যখন মুক্ত অবস্থায় থাকে অর্থাৎ মুক্ত অবস্থায় মৌলের জারণ সংখ্যা কত এই বিষয়টি আমরা অনেকেই জানিনা। আসলে যেহেতু মুক্ত অবস্থায় একটি মৌল স্বাধীনভাবে থাকে এবং এক্ষেত্রে কোন ধরনের ইলেকট্রন ভাগাভাগি করার প্রয়োজন হয় না।
তাই মুক্ত অবস্থায় মৌলের জারণ সংখ্যা দাঁড়ায় শুন্য অর্থাৎ মুক্ত অবস্থায় মৌলের জারণ সংখ্যা হচ্ছে ০। ধন্যবাদ মুক্ত অবস্থায় মনের জারণ সংখ্যা কত এবং জারণ সংজ্ঞা সম্পর্কে জানার আগ্রহ নিয়ে আমাদের পোস্টে আসার জন্য।
আরও পড়ুন: নন রেডক্স বিক্রিয়া কাকে বলে?