জাতীয় পরিচয় পত্র চেক | Nid Card Online Check 2023

মোবাইল ফোন দিয়ে জাতীয় পরিচয় পত্র চেক করার মাধ্যমে আপনার আইডি কার্ড আসল নাকি নকল তা বুঝতে পারবেন। তবে কোন সমস্যা নেই যদি আপনার কাছে স্মার্টফোন না থাকে, তাহলে আপনি আপনার বাটন মোবাইল দিয়ে এটি চেক করতে পারেন।

এই Nid কার্ড বা জাতীয় পরিচয় পত্র কার্ড বৈধতা চেক করার জন্য রয়েছে তিনটি নিয়ম যথা:

  • নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে
  • https://porichoy.gov.bd/ এই সরকারি সাইটের মাধ্যমে
  • ফোন দিয়ে এসএমএস করার মাধ্যমে

আপনার কাছে যদি স্মার্ট ফোন থাকে এবং যদি পর্যাপ্ত পরিমাণে ডাটা ব্যালেন্স থাকে। তাহলে আপনি অফিসিয়াল ওয়েবসাইট বা সরকারি ওয়েবসাইটে প্রবেশ করে চেক করতে পারেন।

জাতীয় পরিচয় পত্র চেক
জাতীয় পরিচয় পত্র চেক

আর যদি আপনার কাছে কোন প্রকার স্মার্টফোন না থাকে তাহলে আপনি বাটন ফোন দিয়ে শুধুমাত্র এসএমএস করার মাধ্যমে আপনার ভোটার আইডি কার্ড যাচাই করতে পারেন।

নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে Nid পরিচয় পত্র চেক

নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র চেক করা যায়। এক্ষেত্রে আপনার এনআইডি যাচাই করার প্রক্রিয়া একটু জটিল হয়ে থাকে। কেননা এক্ষেত্রে Nid চেক করার জন্য আপনাকে নির্বাচন কমিশন অফিসের হয়ে কাজ করতে হবে।

তাই এই সকল বিষয়ে যদি আপনি জরাতে না চান তাহলে আপনি অবশ্যই দ্বিতীয় নম্বরে দেওয়া ওয়েবসাইটের লিংক ব্যবহার করে সরাসরি আপনার এনআইডি চেক করতে পারেন।

porichoy.gov.bd এই সরকারি সাইটের মাধ্যমে Nid পরিচয় পত্র চেক

আপনার ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র যাচাই করার ক্ষেত্রে সবচেয়ে সহজ প্রক্রিয়া হল এটি।

অথবা আপনি আমাদের উপরে থাকা লিংকটি কপি করুন বা লিংকে ক্লিক করে ওয়েবসাইটিতে প্রবেশ করুন।

এরপর ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে আপনার এনআইডি কার্ডের নম্বর এবং জন্ম তারিখ প্রদান করার মাধ্যমে আপনার জাতীয় পরিচয় পত্র বা Nid চেক করা হবে।

এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে সকল তথ্য আপনার ভোটের আইডি কার্ডের জানতে পারবেন, তা হলো:

  • ভোটার আইডি কার্ডের অধিকারী ব্যক্তির নাম।
  • জাতীয় পরিচয় পত্রের মালিকের পিতার নাম।
  • ভোটার আইডি কার্ড অধিকারী ব্যক্তির মাতার নাম।
  • ডিনার বয়স, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা।
  • তবে পূর্বের সময় স্ত্রী ভোটারের স্বামীর নাম উল্লেখ করা হতো যা বর্তমানে নেই।

ফোন দিয়ে এসএমএস করার মাধ্যমে Nid পরিচয় পত্র চেক

ফোন দিয়ে এসএমএস করার মাধ্যমে আপনার Nid চেক করার জন্য আপনাকে একটি এসএমএস ফরমেট জানতে হবে। ফোন দিয়ে এসএমএস এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র যাচাই করার এসএমএস ফরম্যাট নিচে উল্লেখ করা হলো:

  • NID<Space বা ফাঁকা>FORM NO<Space বা ফাঁকা>DD-MM-YYYY

এই এসএমএস ফরমেট লিখার পর আপনাকে এই এসএমএসটি একটি নম্বরে প্রেরণ করতে হবে।

যে নম্বরে প্রেরণ করবেন সেই নম্বরটি হলো: 105 বা ১০৫।

আপনি এসএমএস করার সাথে সাথে আপনার ফোনে উক্ত নাম্বার হতে এসএমএস এর মাধ্যমে আপনার জাতীয় পরিচয় পত্রের তথ্য পাবেন।

আপনার জাতীয় পরিচয় পত্রের তথ্য পাওয়ার মাধ্যমে আপনার এনআইডি কার্ড ভেরিফিকেশন বা চেক করা হয়ে যাবে।

আরও পড়ুন: মোবাইলে ভোটার আইডি চেক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top