জাজিরাতুল আরব অর্থ কী? জাজিরাতুল আরব বলতে কি বুঝায়?

জাজিরাতুল আরব অর্থ কী: জাজিরাতুল আরব শব্দের অর্থ হলো আরবের উপদ্বীপ বা আরবের ক্ষুদ্র দ্বীপ সমূহ।যেখানে, জাজিরাতুল শব্দের অর্থ হলো উপদ্বীপ বা ক্ষুদ্র দ্বীপ এবং আরব হচ্ছে দেশের নাম।

যেহেতু আরব দেশটি হচ্ছে একটি প্রাচীন উপদ্বীপ তাই এই দেশকে আরবি ভাষায় জাজিরাতুল আরব বলে ডাকা হয়ে থাকে।

আর এই জারিজাতুল আরবের অর্থ দ্বারা এটি স্পষ্টভাবে বোঝা যায় যে কেন আরব দেশকে এই নামে ডাকা হয়ে থাকে।

জাজিরাতুল আরব অর্থ কী
জাজিরাতুল আরব অর্থ কী?

ইসলামের মূল স্থান হিসেবে আরব দেশকে চিহ্নিত করা হয়ে থাকে এবং ওই ভাষা সকল কিছু লিখিত আছে।

অর্থাৎ আরব দেশের আরবি ভাষায় ইসলামের যাবতীয় বিধি-বিধান ও আদেশ নিষেধ উল্লেখ করা হয়েছে হেদায়েতের জন্য।

তবে আমরা যে আরব দেশকে দেখতে পাচ্ছি সেটি আসলে একটি দ্বীপ যা প্রাচীনকাল থেকেই স্থাপিত হয়েছে। যেমন আমাদের এই বাংলাদেশ একটি বৃহৎ উপদ্বীপ এবং এই উপদ্বীপটি বর্তমানে একটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

জাজিরাতুল আরব বলতে কি বুঝায়?

আমরা উপরে উল্লেখিত জাজিরাতুল আরবের অর্থ দ্বারা এটি স্পষ্টভাবে বুঝতে পারে যে জাজিরাতুল আরব বলতে কী বোঝায়। জাজিরাতুল আরব বলতে আরব উপদ্বীপকে বোঝানো হয় অর্থাৎ আরব যে একটি উপদ্বীপ ছিল সেটিকে বোঝানো হয়।

আমরা বর্তমানে যে আরব দেশকে দেখতে পাচ্ছি সেটি প্রাচীন কাল থেকেই একটি দ্বীপ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং বিস্তৃত লাভ করেছে।

আর বিস্তৃত লাভ করার মাধ্যমে বসবাসযোগ্য স্থানে পরিণত হয়ে বসতি স্থাপন ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে।

আরে যেহেতু এটি একটি প্রাচীন উপদেশ তাই এটিকে জারিজাতুল আরব বা আরব উপদ্বীপ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তবে আরব দেশকে জারিজাতুল আরব বা আরব উপদেব হিসেবে আখ্যায়িত করার আরো বেশ কিছু কারণ রয়েছে।

আপনি যদি জাজিরাতুল আরব কি কারনে বলা হয়ে থাকে তার কিছু কারণ জানতে চান তাহলে অবশ্যই পুরো পোস্টটি পড়ুন।

ইসলামের মূল ভূখণ্ড হিসেবে এই আরব দেশকে চিহ্নিত করা হয় কেননা এখান থেকে আমরা যাবতীয় ইসলামিক তথ্য পেয়েছিলাম রিসালাতের মাধ্যমে।

আরব দেশকে জাজিরাতুল আরব বলার কারণ

ইসলামের জন্মভূমি হচ্ছে আরব দেশ এবং এটি এশিয়ার দক্ষিণ-পশ্চিমবঙ্গে অবস্থিত একটি প্রাচীন উপদ্বীপ। জাজিরাতুল আরব হলো আরব উপদ্বীপ কেননা, আরব দেশটি হলো একটি প্রাচীনতম উপদ্বীপ।

আরব দেশকে জাজিরাতুল আরব বলার কারণ:

  • আরব দেশের তিন দিক দিয়ে সাগর দাঁড়ায় খেলা বলে একে আরব উপদ্বীপ বলে।
  • আরব দেশের নাগরিকরা এই উপদ্বীপকে নাম দিয়েছে জাজিরাতুল আরব।
  • জাজিরাতুল আরব যার অর্থ উপদ্বীপ বা উপকূল এবং আরব দেশটি একটি উপদ্বীপ।
  • জনবসতি, অবস্থান এবং সমুদ্র তারা ঘেরা থাকার কারণে এটিকে জাজিরাতুল বলে।
  • অর্থগত দিকের উপর বিবেচনা করে আরব উপদ্বীপকে জাজিরাতুল আরব বলা হয়।

এগুলো হলো কিছু কারণ এবং এ কারণগুলোর জন্য আমরা মূলত আরব দেশকে জাজিরাতুল আরব বলে দেখে থাকি।

আর এই কারণগুলো দ্বারা এটি স্পষ্টভাবে বোঝা যায় যে কেন আমরা আরব দেশকে জাজিরাতুল আরব বলে আখ্যায়িত করে থাকি।

আরব দেশ যেহেতু আমাদের ইসলামের একটি মূল স্থান হিসেবে বিবেচিত হয় তাই অবশ্যই এ জাজিরাতুল আরব সম্পর্কে জ্ঞান রাখা দরকার। কেননা ইসলাম ধর্মের অনুসারী হয়ে যদি আরবের বিভিন্ন নাম সম্পর্কে না জানতে পারে তাহলে অবশ্যই এটি লজ্জাজনক হতে পারে।

আরও পড়ুন: মুবাহ অর্থ কি?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top