ছাগল মোটাতাজাকরণ পদ্ধতি: বর্তমানে ব্যবসা দ্বারা কর্মসংস্থান ব্যবস্থা নির্ধারণের জন্য ছাগল এর ব্যবসা বা খামার তৈরি করার বিষয়টি অনেক জায়গায় পরিলক্ষিত হয়েছে। আর সেইসাথে পরিলক্ষিত হয়েছে ছাগল মোটাতাজা কিভাবে করবেন এ প্রশ্নটি।
আপনি কি ছাগলের খামার করে লাভবান হতে চান, ছাগলের উৎপাদন বৃদ্ধি এবং মোটাতাজাকরণ করতে চান। নিচে কিছু ছাগল মোটাতাজাকরণ পদ্ধতি উল্লেখ করা হলো:

- দ্রুত মোটা তাজা করার জন্য আপনার ছাগলকে সাধারণ খাবারের পাশাপাশি সম্পূরক খাদ্য প্রদান করুন।
- সম্পরক খাদ্য হচ্ছে ছাগলের সেই খাবার যাতে কম পরিমাণ আজ থাকে কিন্তু বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হয়।
- ছাগলের সম্পূরখাদের উদাহরণ হলোঃ ফিট, খুদে ভাত, ব্রান, চক্কর বা খোদ্দা, ভুট্টার গুঁড়া বা আটা এবং তেলের খৈল।
- ছাগলকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিন যাতে করে সে দৌড়াদৌড়ি করার মাধ্যমে ব্যায়াম করতে পারে।
- ছাগলকে অত্যাধিক হারে পানি পান করাবেন না, শুধুমাত্র পরিমাণ মতো পানি পান করাবেন।
- আপনার ছাগলের কৃমি দূর করার জন্য কৃমিনাশক ঔষধ প্রদান করুন।
- ভিটামিন সম্মিলিত খাবার খাওয়ান বা ঔষধ খাওয়ান।
- দ্রুত বেশি উৎপাদন লাভ এর উদ্দেশ্যে আপনাদের ছাগলকে প্রতিনিয়তই ছোলা বুট খাওয়ান।
- দ্রুত ওজন বৃদ্ধি করার জন্য ছাগলকে ভুষি দিতে পারেন।
ছাগল যেহেতু প্রায় সকল প্রকারে খাবার খায়, তাই ছাগল মোটাতাজা করতে গিয়ে আমাদের অনেক বড় কোন ঝামেলায় পড়তে হয় না। ছাগলকে আপনি যাই খাওয়াবেন তাড়াতাড়ি এসে দ্রুত মোটাতাজা হতে পারে তবে, তার প্রথমে আপনাকে কৃমি ধ্বংসকারী ঔষধ দিতে হবে।
ছাগল মোটাতাজাকরণ এর উপকারিতা বা লাভ
এই ছাগল মোটাতাজা করে আমরা বিভিন্নভাবে লাভবান হই এবং সেই সাথে উন্নতি ঘটাতে পারে। আর আপনি যদি ছাগল পালতে চান এবং মোটা তাজা করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথমে জানতে হবে এর উপকারের দিক সম্পর্কে।
নিচে কথা গুরুত্বপূর্ণ ছাগল মোটাতাজাকরণ এর উপকারিতা ও লাভ উল্লেখ করা হলো:
- মাংস উৎপাদন বৃদ্ধির করতে পারে।
- আর্থিকভাবে লাভবান হতে পারে ব্যবসা করার মাধ্যমে।
- হালাল উপার্জন করতে পারে।
- খুব কম পরিশ্রমে এবং বাসায় বসে থেকে উপার্জন করতে পারি।
- জীবন পরিচালনা করার তাগিদ খুব সহজ হয়ে পড়ে।
- কর্মসংস্থান ব্যবস্থার একটি অবকাঠামো তৈরি হয়।
- দেশ বা রাষ্ট্রের উন্নতি ঘটে।
- ছাগলের দুধ বৃদ্ধি পায়।
- ছাগল সুস্থ এবং সবার থাকে।
- ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
- দ্রুত মোটাতাজাকরণের মাধ্যমে দ্রুত লাভবান হওয়া যায় ইত্যাদি।
আসলে বলতে গেলে ছাগল মোটাতাজাকরণের লাভ বা উপকারিতা রয়েছে অনেক। তবে সবসময় মনে রাখবেন যে কখনও একটি ছাগলকে ঔষধ বা ইনজেকশন এর মাধ্যমে মোটাতাজাকরণ না করতে। কেননা ইহার মাধ্যমে ছাগল হয়তো বা মোটাতাজা তাড়াতাড়ি হয়, কিন্তু ছাগলের শরীরে চর্বির পরিমাণ বেড়ে যায়।
চর্বির পরিমাণ বেড়ে যাওয়ার ফলে ছাগলের হৃদ রোগ এবং অন্যান্য যেকোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে।
শেষ কথা:
আপনি যদি ছাগলের খামার করে লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনাকে ছাগল মোটাতাজা সম্পর্কে জানতে হবে। আর আপনি যেন ছাগল পালন করে লাভবান হতে পারেন এবং উপকৃত হন তাই এই পোস্টটি তৈরি করা। গৃহপালিত পশু হিসেবে ছাগলের নাম আলাদা ভাবে উল্লেখ করা যায় এবং প্রতিটি অঞ্চলের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।
প্রত্যেকটি ছোট এবং বড় খামারীরা ন্যূনতম একটি হলেও ছাগল শখের বসে পালন করে থাকেন ও যত্ন নেন।
ছাগল আপনার একটি থাকে কিংবা একাধিক থাক উভয় ক্ষেত্রে আপনাকে ছাগল মোটাতাজাকরণ সম্পর্কে জানতে হবে। উন্নত লাভ এবং উৎপাদন লাভের উদ্দেশ্যে অবশ্যই ছাগল মোটাতাজা করুন একটি বিশেষ প্রক্রিয়া লাভবান হওয়ার জন্য।
গৃহপালিত পশু হিসেবে ছাগল পালন করে উৎপাদন বৃদ্ধির জন্য আপনি উপরের পদ্ধতি গুলো অবলম্বন করতে পারেন। ছাগল বর্তমানে অনেক বেশি পালিত হয়েছে কেননা, এদের মাত্র ছয় মাসের মত সময় লাগে বাচ্চা প্রসব করতে।
আরও পড়ুন: কুকুর কামড়ালে কত দিনের মধ্যে টিকা দিতে হয়?