ছাগলের খাদ্য তালিকা (সঠিক অনুপাতে)

ছাগলের খাদ্য তালিকা হচ্ছে একটি অতি প্রয়োজনীয় বিষয় যা আমাদের সকলেরই জেনে রাখা উচিত। মূলত ছাগলের খাদ্য হচ্ছে প্রধান উপাদান ছাগলের লাভজনকভাবে উৎপাদন বৃদ্ধির জন্য। বয়সভেদে ছাগলকে একেক সময় একেক রকম খাদ্য তালিকা অবলম্বন করে খাদ্য পরিবহন করতে হয়।

আর এর ফলে আমরা কম খরচে বেশি লাভজনকভাবে উৎপাদন বৃদ্ধি করতে পারি আমাদের ছাগলের। এবং এজন্য আমাদেরকে অবশ্যই ছাগলের খাদ্য তালিকা সম্পর্কে জানতে হবে এবং সে অনুযায়ী খাদ্য সরবরাহ করতে হবে ছাগলকে।

আর বয়সবেদে যখন আমরা সঠিক অনুপাতে একটি ছাগলকে তার খাদ্য সরবরাহ করব তখন সে দ্রুত উৎপাদন বৃদ্ধি করতে পারবে।

ছাগলের খাদ্য তালিকা
ছাগলের খাদ্য তালিকা

ছাগলের খাদ্য তালিকা: বয়স অনুযায়ী আমরা ছাগলের কয়েকটি খাদ্য তালিকা তৈরি করতে পারি, এগুলো হলো:

  • ছাগল ছানা জন্ম নেওয়ার পর মায়ের দুধ ছাড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
  • মায়ের দুধ ছাড়ার পর পরিপূর্ণভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য খাদ্য তালিকা।
  • প্রজননকালীন সময় খাদ্য তালিকা।
  • গর্ভাবস্থায় থাকাকালীন খাদ্য তালিকা।
  • ছাগল ছানা জন্ম নেওয়ার সময় মাতৃ ছাগলের খাদ্য।
  • মাংস উৎপাদন করার জন্য খাদ্য তালিকা।

এগুলো হলো ছাগলের বয়স অনুযায়ী খাদ্য কিভাবে প্রদান করবেন তার একটি নমুনা এবং সেই সাথে বয়সের ধারণা। বয়স অনুযায়ী আপনার ছাগলকে উপযুক্ত খাদ্য প্রদানের মাধ্যমে আপনি বেশি লাভবান হতে পারবেন।

আপনি যদি ছাগল পালন করে লাভবান হতে চান তাহলে অবশ্যই বয়স অনুযায়ী সঠিক খাদ্য প্রদান করুন আপনার ছাগলকে।

এটা তো ছিল বয়সের নমুনা চলুন এবার দেখে নেই প্রত্যেকটি বয়সের জন্য আমরা ছাগলের খাদ্যের পরিবর্তন কিভাবে আনব।

ছাগল ছানার বয়স অনুযায়ী সঠিক খাদ্য তালিকা

ছাগল ছানার বয়স অনুযায়ী খাদ্য তালিকা দুইটি স্তরে বিভক্ত করা যায় এবং সেটি হবে ছাগল ছানার বয়স অনুযায়ী। চলুন তাহলে দেখে নেওয়া যাক ছাগল ছানার দুইটি বয়স অনুযায়ী ভিন্ন দুটি খাদ্য তালিকা:

১.) ছাগল ছানা জন্ম নেওয়ার পর মায়ের দুধ ছাড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত: ছাগল ছানার বয়স যখন এরকম অবস্থায় বিরাজমান করে তখন খাদ্য তালিকা হিসেবে তেমন কোন কিছুর প্রয়োজন হয় না।

তবে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়ে যায় ছাগল ছানার খাদ্য তালিকা সম্পর্কে যা নিচে উল্লেখ করা হলো:

  • ছাগল ছাড়া কে প্রথম তিন মাস বহিরাগত কোন খাদ্য না দিয়ে শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করানো।
  • ছাগল ছানার বয়স তিন মাস অতিবাহিত হওয়ার পর বাহ্যিক খাদ্য হিসেবে সবুজ ঘাস ও পাতা খাওয়ানোর অভ্যাস গড়ে তোলা।
  • চার মাস হওয়ার পর দৈনিক তিন মুঠ করে সবুজ ঘাস খাওয়ানো, পাঁচ মাস পর সবুজ ঘাসের পরিমাণ কিছুটা বাড়িয়ে দেওয়া।

উপরে উল্লেখিত বয়স অনুযায়ী আপনার ছাগলছানার বয়স যদি মিল থাকে তাহলে এই খাদ্য তালিকা অবলম্বন করুন। এই খাদ্য তালিকায় তেমন কোনো বহিরাগত খাদ্যের উল্লেখ করা নেই কেননা এ সময় ছাগলের অতিরিক্ত খাদ্যের প্রয়োজন হয় না।

ছাগল মায়ের দুধ ছাড়ার পর খাদ্য তালিকা

২.) মায়ের দুধ ছাড়ার পর পরিপূর্ণভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য খাদ্য তালিকা: মায়ের দুধ ছাড়ার পর ছাগলকে পরিপূর্ণরূপে স্বাবলম্বী করার জন্য কিছু খাদ্য তালিকা অবলম্বন করতে হবে।

মায়ের দুধে ছাড়ার পর ছাগলকে স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রয়োজনীয় খাদ্য নিয়ে তৈরি করা তালিকা নিচে উল্লেখ করা হলো:

  • সম্পূর্ণরূপে মায়ের দুধ ছাড়ার পর প্রথমে ছাগলকে ছয় মুঠো সবুজ ঘাস দিতে হবে, অবশ্যই ছাগলের বয়স ৬ মাস হতে হবে।
  • দৈনিক  খাদ্য তালিকার মধ্যে ভুট্টার আটা বা গুড়া ৪৭% দিতে হবে।
  • সরিষা কিংবা সয়াবিন তেলের খৈল দৈনিক ৩০% দিলে ভালো হয়।
  • চিটাগুড়, গমের ভুসি, লবণ এগুলো মোট মিলে ১৮% দিতে হবে। আর পাঁচ ভাগ সবুজ ঘাস দ্বারা পূরণ করে দিতে হবে।

আপনার ছাগল মায়ের দুধে ছাড়া মাত্র আপনি এই খাদ্য তালিকা অবলম্বন করতে পারেন ছাগল স্বাবলম্বী করার জন্য।

আপনি যদি লক্ষ্য করেন আপনার ছাগলের দুধ ছাড়ার বয়স হয়ে আসছে কিন্তু এখনো ছাড়েনি তবুও আপনি এটি অবলম্বন করতে পারেন।

ছাগল প্রজনন ও গর্ভাবস্থায় সঠিক খাদ্য তালিকা

আপনার ছাগল যখন গর্ভাবস্থায় অথবা প্রজননকালীন সময় পৌঁছায় তখন সঠিক খাদ্য তালিকা অনুযায়ী খাদ্য দিতে হবে। সঠিক অনুপাতে খাদ্য প্রদানের মাধ্যমে আপনি আপনার ছাগলকে স্বাবলম্বী করে তুলতে পারবেন। আর প্রজনন বা গর্ভাবস্থায় আপনার ছাগলকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারলে, ছাগল ছানাও স্বাবলম্বী হবে।

চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রজনন ও গর্ভাবস্থায় ছাগলের জন্য কি কি খাদ্য তালিকা রয়েছে।

৩.) প্রজননকালীন সময় খাদ্য তালিকা: প্রজননকালীন সময় আপনার ছাগলকে সাবলম্বী করে তুলতে কিছু খাদ্য তালিকা অবলম্বন করতে হবে। প্রজননের সময় আপনার ছাগলকে স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রয়োজনীয় খাদ্য অনুযায়ী তৈরি করা তালিকা নিচে উল্লেখ করা হলো:

  • প্রজননকালীন সময় আমাদেরকে বহিরাগত কোন সম্পূরক খাদ্য অর্থাৎ ভোটার আটা গমের ভুষি ইত্যাদি পরিবহন করা যাবে না।
  • এর ফলে শরীরের মধ্যে অধিক পরিমাণ কোলেস্টেরল বৃদ্ধি পায়, আর এর ফলস্বরূপ ছাগলের জরায়ু চর্বি দ্বারা পরিপূর্ণ হয়ে যেতে পারে।
  • এ সময় বেশি বেশি করে পানিও সবুজ ঘাস পরিবহন করতে হবে। প্রয়োজন অনুসারে খড়কুটা পরিবহন করাতে হবে।

প্রজননকালীন সময় আপনি যদি আপনার ছাগলকে এই কয়েকটি খাদ্য প্রদান করে যত্ন নিতে পারেন। তাহলে অবশ্যই আপনার ছাগল অনেক বেশি স্বাবলম্বী হয়ে উঠবে এবং শক্তিশালী থাকবে। ছাগলের প্রজননের সময় আপনি যদি যত্ন না নেন তাহলে অবশ্যই এটি আপনার ছাগলের জন্য বিপদেজনক হয়ে দাঁড়াতে পারে।

তাই অবশ্যই উল্লেখিত খাদ্য তালিকা অনুসরণ করুন এবং ছাগলকে স্বাবলম্বী করে তুলতে অনুপ্রেরিত হন।

গর্ভাবস্থায় থাকাকালীন খাদ্য তালিকা

৪.) গর্ভাবস্থায় থাকাকালীন খাদ্য তালিকা: গর্ভাবস্থায় থাকাকালীন আপনার ছাগলের খাদ্যের তালিকা পরিবর্তন করতে হবে, এবং নিচে গর্ভাবস্থায় থাকাকালীন আপনার ছাগলের খাদ্য তালিকা উল্লেখ করা হলো:

  • গর্ভাবস্থা থাকাকালীন সময় অতিরিক্ত কোন খাদ্য বেশি করে না দেওয়া।
  • সবুজ ঘাসের পরিমাণ বেশি করে রাখা।
  • ভুট্টার আটা বা গুড়া শুধুমাত্র ৩০% দেওয়া।
  • অন্যান্য সম্পূরক খাদ্য না দেওয়াই বেশি উত্তম।

আপনার ছাগল যদি গর্ভাবস্থায় থাকে তাহলে এই কয়েকটি খাদ্য প্রদান করুন এবং অতিরিক্ত কিছু দিবেন না।

কেননা দেখা যাবে অতিরিক্ত খাবার দেওয়ার ফলে বদহজম সমস্যার কারণে আপনার ছাগলের বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে।

৫.) ছাগল ছানা জন্ম নেওয়ার সময় মাতৃ ছাগলের খাদ্য: ছাগল ছাড়া জন্ম নেওয়ার সময় মাত্র ছাগলকে প্রয়োজনে কিছু খাদ্য দিয়ে সুস্থ রাখতে হবে, এর জন্য খাদ্য তালিকা হলো:

  • গরম পানি বা হালকা কুসুম গরম পানি দেওয়া।
  • সবুজ ঘাস বা সবুজ কোন উপাদান না দেওয়া, অন্ততপক্ষ দুই দিন।
  • শুকনো খাবার হিসেবে খড়কুটা দেওয়া।
  • ঠান্ডা কোন পানি বা ঠান্ডা কোন খাদ্য না দেওয়া। 

মাতৃ ছাগলের খাদ্য তালিকা হিসেবে আপনি এই তালিকায় অন্তর্ভুক্ত খাদ্যগুলো প্রদান করতে পারেন। মাতৃ অবস্থায় ছাগলের দিকে অবশ্যই আপনাকে নজর রাখতে হবে যেন ছাগলটি সুস্থ থাকতে পারে। কেননা ছাগল সুস্থ থাকলেই ছাগলের ছানা সুস্থ থাকতে পারবে এবং এজন্য আপনি খাদ্য তালিকা অনুসরণ করুন।

মাংস উৎপাদন করার জন্য ছাগলের খাদ্য তালিকা

মূলত বর্তমান সময়ে আমরা সকলে ছাগল পালন করে থাকি মাংস উৎপাদন করে লাভবান হওয়ার জন্য। তবে মাংস উৎপাদন করে ছাগল থেকে মুনাফা অর্জনের জন্য কিছু খাদ্য আপনার ছাগলকে সঠিক মত প্রদান করতে হবে।

সঠিক মত খাদ্য প্রদান করার জন্য আপনাকে ছাগলের মাংস উৎপাদনের খাদ্য তালিকা অনুসরণ করতে হবে।

মাংস উৎপাদনের জন্য ছাগলের খাদ্য তালিকা নিচে উল্লেখ করা হলো:

  • খড়কুটার সঙ্গে ভুট্টার গুঁড়া প্রায় ৮৭%,
  • খড়কুটার সঙ্গে যে কোন তেলের খৈল প্রায় ৩০%,
  • খড়কুটার সঙ্গে  চিটাগুড় প্রায় ৭%,
  • খরকুটার সঙ্গে গমের ভুসি ও অন্যান্য ভুসি ১০%,
  • সবুজ ঘাস দিনে ২০ মুঠো করে দেওয়া।

বয়স অনুযায়ী ছাগলের খাদ্য তালিকা আমরা সঠিকভাবে এই পোস্টের মাধ্যমে আপনাকে জানানোর চেষ্টা করেছি। ছাগলের জন্য খাদ্য তালিকা হচ্ছে ছাগলকে সঠিক অনুপাতে সকল খাদ্য প্রদান করার একটি সঠিক মাধ্যম। আপনি যখন আপনার ছাগলকে সঠিক তালিকা অনুযায়ী খাদ্য প্রদান করবেন তখন আপনার ছাগল সঠিক পুষ্টি পাবে।

অর্থাৎ ইহার মাধ্যমে সুষম খাদ্যের মতো একটি বিষয় দাঁড়াবে যার ফলে সকল পুষ্টি উপাদান আপনার ছাগল পাবে। তাই আপনি যদি আপনার ছাগলকে সুস্থ ও সফল করে রাখতে চান এবং উৎপাদন বৃদ্ধি করাতে চান তাহলে ছাগলের খাদ্য তালিকা অবলম্বন করুন।

আরও পড়ুন: ছাগল পালন পদ্ধতি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top