ঘুমের ঔষধের নাম কি: ঘুমের ঔষধ এর জন্য সবচেয়ে কার্যকরী ঔষধ হলো ডায়াজিপাম (Diazepam)। কিন্তু ঘুমের ট্যাবলেট বা ঔষধ খাওয়ার পর ঘুম আসার এ প্রক্রিয়াটি স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে থাকে।
আপাতত দৃষ্টিতে লক্ষ্য করা যায় ব্যক্তি বেশি ঘুমানোর ফলে শরীর স্বাস্থ্য ফুলে উঠে কিন্তু অভ্যন্তরীণ কাঠামো নষ্ট হয়ে যায়।
তাই আমি আপনাদের নিকট বলব প্রাকৃতিকভাবে ঘুম না আসলে কয়েকদিন না ঘুমিয়ে থাকুন এবং পরবর্তীতে দেখবেন নিজে নিজে ঘুম আসবে।
৫টি কার্যকরী ঘুমের ঔষধের নাম নিচে উল্লেখ করা হলো:
- ডায়াজিপাম (Diazepam)
- ডিসোপ্যান 2 মিলিগ্রাম (Disopan 2 mg Tablet)
- রিভোট্রিল 0.5 মিলিগ্রাম (Rivotril 0.5 mg Tablet)
- মিলাম 7.5 মিলিগ্রাম (Milam 7.5 mg Tablet)
- ক্লোন 0.5 মিলিগ্রাম (Clon 0.5 mg Tablet)
- ট্রিপটিন 25 মিলিগ্রাম ট্যাবলেট (Tryptin 25 mg tablet)
এগুলো হলো কিছু ঘুমের ঔষধের নাম তবে, আমি আপনাদেরকে অবশ্যই অনুরোধ করবো যে সুস্থ শরীরে এবং বেশি ঘুম হওয়ার জন্য এই ঔষধ গুলো আপনি খাবেন না। কেননা এই ঔষধ গুলো একবার খাওয়ার ফলে আপনার ঘুম কখনো আর প্রাকৃতিকভাবে হবে না।
ফলস্বরূপ আপনাকে প্রতিনিয়ত এই ঔষধ গুলো খেতে হবে এবং এটি একটি নেশার মত হয়ে যাবে যা অবশ্যই ক্ষতিকর। প্রাকৃতিক উপায়ে যেকোনো ধরনের সমস্যার সমাধান করা অনেক বেশি ভালো এবং শারীরিকভাবে অনেক বেশি উপকারে।
তবে আপনি যদি চিন্তা করেন এবং ডাক্তারের পরামর্শ নেন তাহলে অবশ্যই ঔষধ গ্রহণ করার দিক দিয়ে অনেক বেশি ভালো মনে হবে।
তবে প্রকৃতপক্ষে এমনটি কখনো ঘটে না কেননা প্রত্যেকটি ঔষধের কিছু না কিছু সাইড ইফেক্ট থাকে যা পরবর্তীতে সমস্যা সৃষ্টি করে। দেখা যাবে আপনার পরবর্তীতে ঔষধ ছাড়া আর কোন ভাবে ঘুম আসবে না এবং এটি একটি অনেক বড় সমস্যা।
আমি অবশ্যই বলব আপনারা এ সকল ঔষধ থেকে বিরত থাকুন এবং নিজেকে সুস্থ রাখুন, তবে ডাক্তার পরামর্শ অনুযায়ী আপনি দুই-একদিনের মতো সেবন করতে পারেন তবে অত্যাধিক পরিমাণে না। চলুন এবার জেনে নেই এই ঔষধগুলোর দাম এবং ছবিসহ পরিপূর্ণ ব্যাখ্যা।
ছবি এবং দাম সহ প্রত্যেকটি ঔষধ বা ট্যাবলেট এর ব্যাখ্যা
ডায়াজিপাম (Diazepam)
ডায়াজিপাম ঔষধ এর প্রতি পিসের মূল্য হচ্ছে বাজারজাত হিসেবে ০.৬৯ টাকা এবং অনেক ক্ষেত্রেই অনেক দোকানদার একেক রকম দাম করে থাকে।
ওর সাথে আপনি সর্বোচ্চ 15 থেকে 30 দিন পর্যন্ত ব্যবহার করবেন কেননা এর বেশি ব্যবহার করলে আপনার স্বাস্থানে দেখা দিতে পারে। ডায়াজিপাম ঔষধের ছবি:
ডিসোপ্যান 2 মিলিগ্রাম (Disopan 2 mg Tablet)
এই ডিসোপ্যান 2 মিলিগ্রাম ট্যাবলেটের বর্তমান বাজারজাত মূল্য হচ্ছে ১১.৫ টাকা এবং আপনি এটিকে সর্বোচ্চ ১২ টাকা কিনতে পারেন।
ডিসোপ্যান 2 মিলিগ্রাম ট্যাবলেটের ছবি নিচে উল্লেখ করা হলো:
রিভোট্রিল 0.5 মিলিগ্রাম (Rivotril 0.5 mg Tablet)
এই রিভোট্রিল 0.5 মিলিগ্রাম ট্যাবলেটের বর্তমান বাজারজাত মূল্য হচ্ছে ৮ টাকা।
রিভোট্রিল 0.5 মিলিগ্রাম ট্যাবলেটের ছবি নিচে উল্লেখ করা হলো:
মিলাম 7.5 মিলিগ্রাম (Milam 7.5 mg Tablet)
এই মিলাম 7.5 মিলিগ্রাম ট্যাবলেটের বর্তমান বাজারজাত মূল্য হচ্ছে ১২ টাকা।
মিলাম 7.5 মিলিগ্রাম ট্যাবলেটের ছবি নিচে উল্লেখ করা হলো:
ক্লোন 0.5 মিলিগ্রাম (Clon 0.5 mg Tablet)
এই ক্লোন 0.5 মিলিগ্রাম ট্যাবলেটের বর্তমান বাজারজাত মূল্য হচ্ছে ৫.৫০ টাকা এবং আপনি এটিকে সর্বোচ্চ ৬ টাকা কিনতে পারেন।
ক্লোন 0.5 মিলিগ্রাম ট্যাবলেটের ছবি নিচে উল্লেখ করা হলো:
ট্রিপটিন 25 মিলিগ্রাম ট্যাবলেট (Tryptin 25 mg tablet)
এই ট্রিপটিন 25 মিলিগ্রাম ট্যাবলেটের বর্তমান বাজারজাত মূল্য হচ্ছে ১.৭৬ টাকা এবং আপনি এটিকে সর্বোচ্চ ২ টাকা কিনতে পারেন।
ট্রিপটিন 25 মিলিগ্রাম ট্যাবলেটের ছবি নিচে উল্লেখ করা হলো:
এইগুলো হলো ঘুমের ট্যাবলেট বা ঔষধের নাম যাদের দাম এবং ছবি সহ বর্ণনা করা হয়েছে। আশা করি আপনারা এই ঔষধের দাম এবং সকল তথ্য মোটামুটি পেয়ে গিয়েছেন। তবে এই ট্যাবলেট গুলো গ্রহণ করার পূর্বে আপনাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে।
যা আমি আপনাদেরকে নিচে বিশদভাবে উল্লখ করব, তবে তার আগে আপনি জানুন কেন আপনি এই ট্যাবলেট গুলো গ্রহণ করবেন। কেননা অযথা কোন প্রকার খাদ্য এবং ট্যাবলেট বা ঔষধ গ্রহণ করা আমদের স্বাস্থ্যের জন্য অনেক বেশী ঝুঁকিপূর্ণ হয়ে থাকে।
কেন আপনি ঘুমের ঔষধ গ্রহণ করবেন
ঘুমের ঔষধ গ্রহণ করার কতিপয় কারণ নিচে উল্লেখ করা হলো:
- আপনি অনেক দুশ্চিন্তায় আছেন এবং ঘুম পাচ্ছেনা সেই ক্ষেত্রে গ্রহণ করবেন।
- আপনার ঘুম গভীর রাতে গিয়েও আসতেছেনা সেই ক্ষেত্রে গ্রহণ করবেন।
- ঘুমাতে গিয়ে অনেক বেশী চিন্তা-ভাবনা আশার ফলে গ্রহণ করবেন ঘুমের ট্যাবলেট।
ঘুমের ঔষধ গ্রহণ করার নিয়ম
- ডাক্তার পরামর্শ ছাড়া অযথা যে কোনো ধরনের ঘুমের ঔষধ বা ট্যাবলেট গ্রহণ করবেন না।
- ডাক্তার পরামর্শ অনুযায়ী উচিত পরিমাণে ঔষধ গ্রহণ করুন এবং ব্যতিক্রম করবেন না।
- ঢাকায় পরামর্শ এবং প্রেসক্রিপশন ছাড়াই আপনি কখনো এই ধরনের ঔষধ কিনতে পারবেন না।
এই শিকল বিষয়ে অবলম্বন করে এবং ডাক্তার পরামর্শ গ্রহণ করার মাধ্যমে আপনাকে আর কোন বিষয় চিন্তা ভাবনা করতে হবে না।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী উচিত নিয়মে যে কোন প্রকার ঔষধ গ্রহণ করলে আপনার কোন ধরনের সমস্যা হবে না।
আপনি যদি ঘুম যদি তার সমস্যা অনেক বেশি সম্মুখীন হয়ে যান তাহলে অবশ্যই আপনাকে ঔষধ গ্রহণ করতে হবে ট্যাবলেট গ্রহণ করতে হবে। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন আপনার ঘুম হচ্ছে কিন্তু খুব স্বল্প পরিমাণে ঠিক এক্ষেত্রে বেশি ওষুধ গ্রহণ করা উচিত নয়।
আবার আপনি দেখতেছেন আপনার শরীর অনেক বেশি অসুস্থ হয়ে পড়তেছে ঘুমের ঔষধ খাওয়ার ফলে, তাহলে এক্ষেত্রেও ঔষধ গ্রহণ করবেন না।
পরিমাণ মতো ঘুমের ঔষধ গ্রহণ না করার ফলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে যেমন: চোখে ঝাপসা দেখা, শরীরের অসুস্থ হয়ে পড়া, কর্মদক্ষতা কমে যাওয়া এবং মানসিক রোগ দেখা দেওয়া।
শেষ কথা:
ঘুমের ঔষধের নাম কি এবং দাম সহ এদের ছবি আমি এই পোস্টটিতে উল্লেখ করেছি যা অবশ্যই আপনাকে অনেক বেশি সাহায্য করবে। আবার পরিপূর্ণ নিয়ম বলে দিয়েছি যে কিভাবে আপনারা সঠিক নিয়মে ঘুমের ঔষধ গ্রহণ করবেন যাতে আপনাদের কোন সমস্যা না হয়।
দাম এবং কাজের ওপর ভিত্তি করে সবচেয়ে উপকারী এবং কার্যকরে ঔষধের নাম হল যেটি আমি প্রথমে লিখেছে সেটি। তাই অবশ্যই আপনাকে পুরো পোস্টে পড়তে হবে পুরো ইনফরমেশন পেতে পারেন কিভাবে ঘুমের ঔষধ গ্রহণ করবেন এবং ঘুমের ওষুধ গুলো কি কি।
এখন পর্যন্ত প্যারায় অনেক প্রকার ঘুমের ঔষধ আবিষ্কৃত হয়েছে এবং এই প্রত্যেকটি ঔষধ ঘুমের জন্য অনেক বেশি উপকারী হয়ে থাকে। ঘুম হয় না এবং চিন্তা ভাবনা অনেক বেশি এটি একটি সাধারণ সমস্যা এবং এটি কোন ধরনের চাপের কারণে সৃষ্টি হয়ে থাকে।
ঘরোয়া উপায় অবলম্বন করে আপনারা খুব সহজে নিজের ঘুম বা নিদ্রা পূর্ণ করতে পারেন ওর সাথে ছাড়াই।
এক্ষেত্রে আপনাকে ঘুমানোর সময় দীর্ঘশ্বাস নিতে হবে এবং নিজের প্রভুর নাম করে ঘুমাতে যেতে হবে।
ঘুমানোর সময় অন্য কোন চিন্তাভাবনা না করা পরকালীন জীবন নিয়ে চিন্তাভাবনা করলে অবশ্যই আপনার ঘুম দ্রুত হয়ে যাবে। আবার ঘুম যদি না আসে তাহলে অবশ্যই আপনি আপনার চোখের পাতা দুটো একবার করে টান দিয়ে ছেড়ে দিন।
এই কাজটি করার ফলে দেখবেন আপনি আপনার চোখ আর সহজে খুলতে পারবেন না ফলে ঘুম সহজে চলে আসবে।
আরও পড়ুন: পেটে ব্যথা কমানোর ওষুধ।