গো খাদ্য কাকে বলে: গবাদি পশু যে সকল খাদ্য তার আহার নিবারণের জন্য গ্রহণ করে থাকে তাকে গো খাদ্য বলে।
আবার, যে সকল খাদ্য গবাদি পশু তার দেহের জন্য আহার্যরূপে গ্রহণ করে, এবং তা পরিপাক, শোষণ এবং বিপাক প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহারযোগ্য করে তোলে এবং সেই সাথে শক্তি উৎপাদন করে তাকে গো খাদ্য বলে।

গো খাদ্য তালিকা বলতে মূলত গবাদি পশুদের খাদ্য বোঝানো হয় এবং এই খাদ্য তালিকা তাদের প্রত্যেকটি খাদ্যের নাম উল্লেখ রয়েছে।
খাদ্য ছাড়া জীবন অতিবাহিত করা মোটেই সম্ভব না, কেননা খাদ্য এমন একটি উপাদান যার দ্বারা প্রাণী শক্তি উৎপাদন করে এবং কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে জীবন পরিচালনা করে। খাদ্যের অনেক প্রকার ভাগ রয়েছে এবং গো-খাদ্য হচ্ছে সেই সকল খাদ্য গুলোর মধ্যে অন্যতম।
গো খাদ্যের তালিকা
প্রত্যেকটি গবাদি পশু খাদ্য হিসেবে যে সকল খাদ্য গ্রহণ করে তার ওপর ভিত্তি করে একটি তালিকা রয়েছে। যে তালিকা অনুযায়ী গবাদি পশুকে খাদ্য প্রদান করলেন উক্ত পশু লাভজনকভাবে উৎপাদন বৃদ্ধি করতে পারে খুব অল্প সময়ের মধ্যে।
আর আপনি যেন এই তালিকা অবলম্বন করে আপনার পশুর উৎপাদন সীমিত সময়ের মধ্যে উন্নত করতে পারেন। সেজন্য আমরা এখানে গো খাদ্যের তালিকা উল্লেখ করবো আপনার গবাদি পশুর উন্নত উৎপাদন লাভ করার বিষয়ের দিকে লক্ষ্য রেখে।
নিচে গবাদি পশুর গো খাদ্যের তালিকা বিশেষভাবে উল্লেখ করা হলো:
- গবাদিপশুকে খোর, খোর কুটা নিয়মিত দেওয়া
- চালের গুড়া, খুদির ভাত (ব্রন)
- কাঁচা ঘাস, পানি, ভুট্টার পাতা, কচুরিপানা, গাছের পাতা এবং শাকসবজির বাতিলকৃত অংশ ইত্যাদি
- গমের আঠা, সরিষার খৈল, তেলের খৈল এবং কাঁচা খোর পশুকে দেওয়া
- বাসায় নষ্ট কৃত খাবার, পচে যাওয়ার মত তরকারি গবাদিপশুকে খাদ্য হিসেবে গ্রহণ করার জন্য দেওয়া।
এগুলো হলো কিছু খাদ্যের নাম যেগুলো দিয়ে তৈরি করা হয়েছে একটি তালিকা গবাদি পশুর খাদ্যের জন্য।
এই তালিকা অনুযায়ী প্রতিনিয়ত যদি পশুকে খাবার দেওয়া হয় তাহলে অধিক উৎপাদন লাভ করা সহজ হবে।
গবাদি পশুর প্রত্যেকটি খাদ্য চাহিদা পূরণ করার জন্য আপনি শুধুমাত্র উপরের তালিকা অনুযায়ী খাদ্য প্রদান করলেই হয়ে যাবে। অধিক উৎপাদন লাভের উদ্দেশ্যে কেউ যদি তালিকা অবলম্বন করে তাহলে উৎপাদন লাভ করা তার পক্ষে সহজ হবে।
গো খাদ্যের প্রয়োজনীয়তা
আমরা গবাদি পশুকে খাদ্য দিয়ে থাকি তবে এই খাদ্যের কিছু প্রয়োজনীয়তা রয়েছে যা অনেকেই আছি আমরা জানিনা।
যে প্রয়োজনীয়তা গুলো জানার মাধ্যমে আপনারা আপনার পশুকে গো খাদ্য দিতে অনেক বেশি চেষ্টা করবেন।
আর যেহেতু এই প্রয়োজনীয়তা গুলো আমাদের গরু বা গবাদিপশুকে উন্নত করে উৎপাদনে তাই প্রয়োজনীয়তা জানা দরকার। প্রয়োজনেতা জানার মাধ্যমে আমরা খুবই সহজে আমাদের গরুকে মোটাতাজা করতে পারব গো খাদ্য সরবরাহ করার মাধ্যমে।
গো খাদ্যের প্রয়োজনীয়তা কি কি বা গো খাদ্যের কাজ কি তা নিচে উল্লেখ করা হলো:
- গবাদিপশুর উৎপাদন বৃদ্ধিতে গো খাদ্যের প্রয়োজন রয়েছে।
- গবাদিপশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে গো খাদ্যের প্রয়োজন।
- গবাদি পশুর সুস্থ ও সফলতা রক্ষায় গো খাদ্যের প্রয়োজন।
- গবাদি পশুর দৈহিক বৃদ্ধি খাটাতে গো খাদ্যের প্রয়োজন।
- গো খাদ্য এর মাধ্যমে গবাদি পশুর রুচি বৃদ্ধি পায়।
- গবাদি পশুর কর্ম দক্ষতা বৃদ্ধিতে গো খাদ্যের প্রয়োজন অতুলনীয়।
- গবাদিপশুর দ্রুত রোগ নিরাময়ের ক্ষেত্রে গো খাদ্যের প্রয়োজন রয়েছে। গবাদি পশুর ক্ষত স্থান পূরণ এবং ভেঙে যাওয়া অংশ ঠিক হওয়ার ক্ষেত্রেও গো খাদ্যের প্রয়োজন অধিক।
গবাদি পশুর খাদ্য হচ্ছে গো খাদ্য এবং এই সকল বিষয়ের উপর ভিত্তি করে আজকের এই পোস্টটিতে সাজানো হয়েছে।
গবাদিপশুর যাবতীয় খাদ্য পূরণের জন্য অবশ্যই আপনাকে গো খাদ্যের তালিকা অবলম্বন করা প্রয়োজন যা ইতিমধ্যে উল্লেখ হয়েছে।
আপনি যদি গো খাদ্যের তালিকা অবলম্বন করতে চান তাহলে অবশ্যই উপরে উল্লেখ করেছে সেখান থেকে জেনে নিন। আপনার পক্ষে অধিক সুবিধাজনক হবে যদি আপনি গো খাদ্য তালিকা অবলম্বন করে আপনার গবাদি পশুকে খাদ্য দেন।
আরও পড়ুন: খাদ্য সংরক্ষণ কাকে বলে?