গরুর রক্তের গ্রুপ কি?

গরুর রক্তের গ্রুপ কি: গরুর রক্তে রয়েছে ১১ টি প্রধান রক্তের গ্রুপ এগুলো হলো, গ্রুপ এ/(A), গ্রুপ বি/(B), গ্রুপ সি/(C), গ্রুপ এফ/(F), গ্রুপ যে/(J), গ্রুপ এল/(L), গ্রুপ এম/(M), গ্রুপ আর/(R), গ্রুপ এস/(S), গ্রুপ টি/(T) এবং গ্রুপ জেট/(Z).

এই  গরুর ১১টি রক্তের গ্রুপের মধ্যে শুধুমাত্র বি গ্রুপের রক্তের মধ্যেই রয়েছে প্রায় ৬০ ভাগের মতো এন্টিজেন।

এর বাইরে ও রয়েছে আরো অনেক রক্তের গ্রুপ যেগুলো সচরাচর পাওয়া যায় না। অর্থাৎ এটি দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যে, রক্তের গ্রুপ বি পজেটিভ হওয়া সত্ত্বেও গরুর রক্ত মানুষের দেহে প্রবেশ করাতো দূরের কথা এক গরু থেকে অন্য গরুর দেহে তা প্রবেশ করানো সম্ভব নয়।

গরুর রক্তের গ্রুপ কি
গরুর রক্তের গ্রুপ কি?

এখন আমাদের মাঝে অনেকের প্রশ্ন একটি, যে আসলে গরুর রক্তের গ্রুপ মোট 11 টি রয়েছে। তবুও কেন মানুষ বি পজেটিভ রক্তের গ্রুপ শুনলে গরুর রক্ত বলে আখ্যায়িত করে থাকে সবসময়।

এই প্রশ্নের উত্তরের পিছনে কাজ করে একটি লজিক এবং লজিকের কারণে মূলত বি পজেটিভকে গরুর রক্ত গ্রুপ আখ্যায়িত করা হয়।

পুরো এশিয়া মহাদেশ জুড়ে যত সকল মানুষ আছে তাদের মধ্যে অধিকাংশ মানুষের রক্তের গ্রুপ হচ্ছে বি পজেটিভ।

আর এই রক্তের গ্রুপ অত্যাধিক পরিমাণে মানুষের মধ্যে বিরাজমান থাকার কারণে এটিকে একটি সচরাচর বা সাধারণ রক্তের গ্রুপ বলা হয়।

আর এই সাধারণ রক্তের গ্রুপটিকে হাস্যকর ভাবে উপস্থাপন করার জন্য মানুষ এটিকে গরুর রক্তের গ্রুপ বলে আখ্যায়িত করে থাকে।

“বি পজেটিভ” রক্তকে কেন গরুর রক্ত বলা হয়?

সহজ ভাষায় বলতে গেলে, আমাদের পুরো এশিয়া মহাদেশে বি (B+) গ্রুপ রক্তের মানুষের সংখ্যা অনেক বেশি, প্রায় ৩০ শতাংশ।

অর্থাৎ প্রতি ১০০জন মানুষের মধ্যে প্রায় তিনজন মানুষের বি (B+) গ্রুপ রক্ত ধারণ করে থাকে এবং এটি অবশ্যই অনেক কম।

আর বি (B+) পজেটিভ রক্তের এই সহজলভ্যতা বোঝাতে বি+ রক্তকে গরুর রক্ত বলা হয়, তবে এটি শুধু এশিয়া মহাদেশের জন্য প্রযোজ্য একটি তথাকথিত ভাষা। তবে সত্য তো এটাই যে গরুর বি (B+) পজেটিভ রক্তের সঙ্গে মানুষের রক্তের কোন মিল নেই।

কিন্তু ইউরোপ বা আমেরিকায় কখনো B+ রক্তকে গরুর রক্ত বলা হবে না কেননা, এসব দেশের B+ রক্তের সহজলভ্যতা বেশী নয়।

এর কারণ হলো এই সকল মহাদেশের কেবলমাত্র ৮.৫ শতাংশ মানুষই B+ রক্ত বহন করে এবং সেখানে এই রক্ত রেয়ার হবে।

আমেরিকার সবচেয়ে সহজলভ্য রক্তের গ্রুপের নাম হলো A+ প্রায় ৩৫.৫% মানুষ সেখানকার এ রক্ত বহন করে। আর এক্ষেত্রে আমেরিকা ও ইউরোপ এস সকল মহাদেশে গরুর রক্ত হিসেবে A+ রক্তটি বিবেচনা হতে পারে। “বি পজেটিভ” রক্তকে কেন গরুর রক্ত বলা হয় এর সহজ উত্তর হলো: “বি পজেটিভ” রক্তের গ্রুপের সহজলভ্যতা বোঝাতে এশিয়া মহাদেশে এই রক্তকে গরুর রক্ত বলা হয়।

শেষ কথা:

আশা করি গরুর রক্তের গ্রুপ কি এবং বি পজেটিভ কি সত্যি গরুর রক্ত এ বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিতে পেরেছি।

একটি কথা মনে রাখবেন বি পজেটিভ কখনোই গরুর রক্তের গ্রুপ নয় বা নির্ধারিত রক্তের গ্রুপ না, মনে রাখার চেষ্টা করুন।

গরু হচ্ছে পালিত পশু এবং প্রত্যেকটি অঞ্চলে এই প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, আবার এশিয়া মহাদেশে বি পজেটিভ রক্তের গ্রুপের ব্যক্তিকে প্রতিটি অঞ্চলে খুঁজে পাওয়া অতি সাধারণ। আর এই একটি লজিকের কারণে মূলত গরুর রক্ত কে বি পজেটিভ রক্তের গ্রুপ হিসেবে আখ্যায়িত করা হয়েছে হাস্যকর হিসেবে।

আপনার রক্তের গ্রুপ যদি বি পজেটিভ হয়, তাহলে কখনো ভুল ধারণা পেশ করবেন না যে আপনি গরুর রক্ত বহন করে।

গরুর রক্তের গ্রুপ এবং আপনার রক্তের গ্রুপ মিল থাকলেও এদের মধ্যে উপস্থিত উপাদান সমূহ কখন নয় একই হতে পারে না।

আবার রক্তের মাঝে ঘনত্ব বিষয় সম্পর্কে একটি কথা রয়েছে, যেখানে রয়েছে বিরাট পার্থক্য মানুষ এবং গরুর রক্তের মধ্যে।

মানুষ অথবা গরু রক্ত যার হোক না কেন এই বিষয় নিয়ে কোন কথা বলে সময় নষ্ট করার কোন দরকার নেই।

আরও পড়ুন: গরুর ওজন মাপার সূত্র

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top