ক্যালসিয়াম ট্যাবলেট এর নাম, দাম, ছবি, কার্যকারিতা ও খাওয়ার নিয়ম

ক্যালসিয়াম ট্যাবলেট এর নাম বর্তমানে অধিকাংশ ক্যালসিয়ামের অভাবজনিত রোগীরা আমাদের কাছে সহজে জানতে পারে। আর আপনারা যেন ক্যালসিয়াম ট্যাবলেট এর জন্য যে সকল কার্যকরী ঔষধ রয়েছে সেগুলোর নাম জানতে পারেন সেজন্য এই পোস্টটি বানানো।

আজকের আমাদের এই পোস্টটিতে আমরা দেখতে চলেছে কিছু কার্য করি ও ক্যালসিয়াম পূরণকারী ঔষধের নাম। যে ঔষধ গুলো গ্রহণের মাধ্যমে আপনি আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারেন এবং অভাবজনিত সমস্যা ক্যালসিয়ামের দূর করতে পারেন।

ক্যালসিয়াম ট্যাবলেট এর নাম
ক্যালসিয়াম ট্যাবলেট এর নাম

৯টি ক্যালসিয়াম ট্যাবলেট এর নাম নিচে উল্লেখ করা হলো:

  • Calbo-D Tablet [ক্যালব-ডি ট্যাবলেট]
  • Calbo 500 Tablet [ক্যালব-৫০০ ট্যাবলেট]
  • Calboral-D Tablet [ক্যালবরাল-ডি ট্যাবলেট]
  • Calboral-DX Tablet [ক্যালবরাল-ডিএক্স ট্যাবলেট]
  • Calbo Jr Tablet [ক্যালব যোআর ট্যাবলেট]
  • G-Calbo Tablet [জি-ক্যালব ট্যাবলেট]
  • Calboplex Tablet [ক্যালবপ্লেক্স ট্যাবলেট]
  • Calbo-D Vita Tablet [ক্যালব-ডি ভিটা ট্যাবলেট]
  • Calbo-C Tablet [ক্যালব-সি ট্যাবলেট]

এগুলো হলো ক্যালসিয়াম ট্যাবলেট এর নাম এবং আশা করে আপনারা ক্যালসিয়াম ট্যাবলেট সম্পর্কে জানতে পেরেছেন।

এবার চলুন আমরা এই ট্যাবলেট গুলোর দাম, ছবি, কার্যকারিতা এবং খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নেই।

ক্যালসিয়াম ট্যাবলেটের দাম, ছবি, কার্যকারিতা এবং খাওয়ার নিয়ম

Calbo-D Tablet [ক্যালব-ডি ট্যাবলেট]

কার্যকারিতা:

আমাদের শরীরের হাড় মজবুত করতে, মুখের দাঁত, হৃদপিণ্ড, পেশি এবং স্নায়ু ভালো রাখতে Calbo-D Tablet কাজ করে। আমাদের শারীরিক বিকাশের জন্য হাড়ের বিকাশ প্রয়োজন হয় এবং এ হারের বিকাশ করতে ও ক্ষয় পূরণ করতে কার্যকর হবে Calbo-D Tablet।

খাওয়ার নিয়ম:

সকালে এবং বিকালে এই দুই সময় একটি করে মোট দুইটি ট্যাবলেট আপনার ক্যালসিয়াম পূরণের জন্য Calbo-D Tablet নিতে হবে।

মূল্য:

Calbo-D ট্যাবলেট আপনি ৩০ পিস ২০০ টাকা পেয়ে যাবেন বাজারে।

ছবি:

Calbo-D Tablet
Calbo-D Tablet

Calbo 500 Tablet [ক্যালব-৫০০ ট্যাবলেট]

কার্যকারিতা:

শারীরিক পরিশ্রম অনুযায়ী প্রয়োজনীয় খাবার গ্রহণের পর অধিকাংশ মানুষ নিজের চাহিদা পূরণে ক্যালসিয়াম এর যোগান দিতে পারে না। আর এই অপূর্ণ ক্যালসিয়ামের সমস্যাটি পূর্ণ করতে এবং শরীরের মধ্যে ক্যালসিয়ামের সমতা ঠিক রাখতে Calbo 500 রোগীকে প্রদান করা হয়।

খাওয়ার নিয়ম:

আপনার ক্যালসিয়ামের মাত্রা কিরূপ হয়েছে সে অনুযায়ী দিনে সর্বনিম্ন একবার এবং অধিক ক্যালসিয়াম প্রয়োজন হলে তিনবার নিতে পারেন।

মূল্য:

এই ক্যালসিয়াম ট্যাবলেটটি আপনি বাজারে প্রত্যেকটি ট্যাবলেট এর দাম বাজারে ৫ টাকার মত খরচ করলে পেয়ে যাবেন।

ছবি:

ক্যালসিয়াম ট্যাবলেট এর নাম
Calbo 500 Tablet

Calboral-D Tablet [ক্যালবরাল-ডি ট্যাবলেট]

কার্যকারিতা:

Calbo-D Tablet এর সাথে এই ট্যাবলেটের কোন তুলনা হয় না কেননা এই দুইটি ট্যাবলেট এর কার্যকারিতা একই রকম ক্যালসিয়াম পূরণে। তাই আপনাকে অবশ্যই উপরে দেওয়া ট্যাবলেটের কার্যকারিতা প্রথমে জেনে নিতে হবে তাহলেই এই ট্যাবলেট এর কার্যকারিতা জানতে পারবেন ক্যালসিয়ামের।

খাওয়ার নিয়ম:

ঠিক অনুরূপভাবে আপনি ক্যালসিয়ামের এই ট্যাবলেট সকালে এবং বিকালে মিলে একটি করে দুইটি নিবেন ক্যালসিয়াম পূরণে।

মূল্য:

এই ক্যালসিয়াম ট্যাবলেট আপনি ৩০ পিস মোট ৩৩০ টাকায় বাজারের মধ্যে খরচ করলে পেয়ে যাবেন।

ছবি:

Calboral-D Tablet
Calboral-D Tablet

Calboral-DX Tablet [ক্যালবরাল-ডিএক্স ট্যাবলেট]

কার্যকারিতা:

এই ঔষধের কাজ ঠিক আমাদের প্রথমে দেওয়া ঔষধ Calbo-D এর মত এবং এটি সম্পূর্ণ ক্যালসিয়াম পূরণে সহায়ক।

খাওয়ার নিয়ম:

এই ট্যাবলেটটি আপনি আপনার ক্যালসিয়ামের চাহিদা অনুযায়ী সর্বনিম্ন একবার এবং সর্বোচ্চ তিন বার অনায়াসে নিতে পারেন।

মূল্য:

এই ট্যাবলেটের দাম বাজারে গেলে আপনার পড়বে ৩০ পিসের ৪৫০ টাকা।

ছবি:

ক্যালসিয়াম ট্যাবলেট এর নাম
Calboral-DX Tablet

Calbo Jr Tablet [ক্যালব যোআর ট্যাবলেট]

কার্যকারিতা:

এই ক্যালসিয়াম ট্যাবলেট শিশু এবং যুবকদের জন্য হয় যারা নিজেদেরকে ক্যালসিয়ামের চাহিদা খাদ্য দ্বারা পূরণ করতে পারে না।

খাওয়ার নিয়ম:

এই ট্যাবলেটটি আপনি দিনের তিন বেলা তিনবার খেতে পারেন তবে ঝুঁকিমুক্ত থাকতে দুই বেলা খাওয়া ভালো হবে।

মূল্য:

শিশু যুবকের জন্য ক্যালসিয়ামের এই ট্যাবলেটের বাজারজাত মূল্য প্রতি পিচ মাত্র তিন টাকা।

ছবি:

Calbo Jr Tablet
Calbo Jr Tablet

G-Calbo Tablet [জি-ক্যালব ট্যাবলেট]

কার্যকারিতা:

  • বিভিন্ন চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন: অস্টিওপোরেসিস, রিকেটস, অস্টিওম্যালেসিয়া, ইত্যাদি।
  • একটি মা গর্ভাবস্থায় নিজের ও সন্তানের ক্যালসিয়াম চাহিদা পূরণ করতে পারে এই ট্যাবলেটে।
  • সবচেয়ে কার্যকর ভাবে আমাদের খিচুনি রোগ নিরাময়ের জন্য এই ট্যাবলেট ব্যবহার হয়।

খাওয়ার নিয়ম:

আপনাকে সকালে এবং বিকালে দুই বেলা দুইটি ট্যাবলেট গ্রহণ করতে হবে এই ক্যালসিয়ামের।

ছবি:

ক্যালসিয়াম ট্যাবলেট এর নাম
G-Calbo Tablet

শেষ কথা

ক্যালসিয়াম ট্যাবলেট এর নাম, দাম, ছবি, কার্যকারিতা ও খাওয়ার নিয়ম ইত্যাদি নিয়ে প্রায় প্রত্যেকটি বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি আজকের এই পোস্টটিতে। আপনি যদি ক্যালসিয়ামের কোন সমস্যায় ভুগে থাকেন তাহলে অবশ্যই স্কয়ার কোম্পানির এ ঔষধ গুলোর মধ্যে যেকোনো একটি আপনি সেবন করতে পারেন।

ক্যালসিয়াম জড়িত সমস্যার বিভিন্ন ধরনের রোগ নিরাময়ের ক্ষেত্রে আমরা ক্যালসিয়াম ব্যবহার করে থাকে এবং এর চিকিৎসা পদ্ধতি অনেক বেশি উন্নত। বর্তমানে বিভিন্ন প্রকার ক্যালসিয়াম ট্যাবলেট রয়েছে এবং এদের প্রত্যেকের মধ্যে রয়েছে ভিন্ন রকমের উপাদান।

আরও পড়ুন: কোমরের ব্যথা কমানোর ট্যাবলেট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top