ক্যাটায়ন কাকে বলে? ক্যাটায়ন বলতে কি বুঝায়?

ক্যাটায়ন কাকে বলে: ধনাত্মক আধান বা পজেটিভ চার্জ বিশিষ্ট আয়নকে ক্যাটায়ন বলে। আমরা জানি যে, সাধারণ অবস্থায় একটি পরমাণুর নিউক্লিয়াসের যতটি ধনাত্মক আধান বা পজেটিভ চার্জ বিশিষ্ট প্রোটন থাকে ঠিক তার বাহিরে ততটি ঋণাত্মক আধান বা নেগেটিভ চার্জ যুক্ত ইলেকট্রন থাকে।

আর এই কারণেই পরমাণু সামগ্রিকভাবে আধান নিরপেক্ষ হয়ে থাকে, আর আধান নিরপেক্ষ হওয়ার কারণে এরা চার্জ মুক্ত থাকে।

আর এসব আধা নিরপেক্ষ পরমাণু থেকে যদি একটি ইলেকট্রন কে সরিয়ে নেওয়া যায় তাহলে পরমাণুটি আর আধান নিরপেক্ষ থাকবে না।

একটি ইলেকট্রন সরিয়ে নেওয়ার কারণে তখন সেই পরমাণুটি ধনাত্মক আয়নে পরিণত হবে।

ক্যাটায়ন কাকে বলে
ক্যাটায়ন কাকে বলে?

সাধারণভাবে পর্যায় সারণির বাম দিকে অবস্থিত মৌল কিংবা ধাতু সমূহ তাদের সর্বশেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে ক্যাটায়ন সৃষ্টি করে থাকে। 

উদাহরণস্বরূপ: লিথিয়াম (Li) পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরের একটি ইলেকট্রন কে ছেড়ে দিয়ে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের (He) ইলেকট্রন বিন্যাস অর্জনের মাধ্যমে লিথিয়াম ক্যাটায়ন (Li+) আয়ন তৈরি করে থাকে।

ক্যাটায়ন কাকে বলে?  এই সংজ্ঞাটি আমি আপনাকে এখানে ভালোভাবে উপস্থাপন করে দিয়েছি। 

ক্যাটায়ন বলতে কি বুঝায়?

ক্যাটায়ন বলতে বুঝায় ইলেকট্রন ত্যাগের মাধ্যমে ধনাত্মক আধানে পরিণত হওয়া। আমরা জানি যে, প্রতিটি পরমাণু চায় একটি নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করতে। আর এর জন্য দুইটি নিয়ম রয়েছে। একটি হলো অষ্টকের নিয়ম আর অপরটি হল দুই এর নিয়ম।

কোন পরমাণু ইলেকট্রন গ্রহণ কিংবা বর্জন করার মাধ্যমে সর্বশেষ শক্তিস্তরে আটটি ইলেকট্রন পূর্ণ করতে পারে এবং এটি পরমাণু করতে চায়।

কিংবা আটিটি ইলেকট্রন ধারণ করতে পারে তাহলে ঐ পরমাণুটি নিষ্ক্রিয় অবস্থা বিরাজ করবে।

আর নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করার মাধ্যমে প্ররমাণুটি আর স্থিতিশীলতা লাভ করতে পারবে।

অর্থাৎ প্রতিটি পরমাণুর চাহিদা হলো স্থিতিশীল অবস্থায়  বিরাজ করা। আর এর জন্য ইলেকট্রন গ্রহণ করতে হোক কিংবা ইলেকট্রন বর্জন করতে হোক পরমাণু চায় স্থিতিশীল অবস্থা অর্জন করতে। আর এই স্থিতিশীল অবস্থা অর্জন করার জন্য পরমাণু যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে ঐ পরমাণুকে ক্যাটায়ন বলা হয় অর্থাৎ ইলেকট্রন ত্যাগের মাধ্যমে সে এই অবস্থা লাভ করছে।

আমরা জানি যে, কোন পরমাণু যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে তাকে ক্যাটায়ন বলে এবং সেই সাথে ধনাত্মক আয়নে লক্ষ্য হয়।

আমি আশা রাখি যে আপনি আমার এই পোস্টে পড়ার মাধ্যমে ক্যাটায়ন কাকে বলে? ক্যাটায়ন বলতে কি বুঝ এই সম্পর্কে সম্পূর্ণ ধারণা অর্জন করতে পেরেছেন।

উপসংহার:

ক্যাটায়ন কাকে বলে এবং ক্যাটায়ন বলতে কি বুঝায় এই বিষয়ের উপর স্পষ্টভাবে ব্যাখ্যা প্রদান করা হয়েছে আজকে। আর অবশ্যই আপনি যদি ক্যাটায়ন সম্পর্কে ইতিমধ্যে না জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের পোস্টটি দ্বারা ক্যাটায়ন সম্পর্কে জানুন।

আপনি যেহেতু আমাদের এই ক্যাটায়নের পোস্টটিতে প্রবেশ করেছেন তাই এটি স্পষ্ট যে আপনি বিজ্ঞান বিভাগের একজন ছাত্র বা ছাত্রী।

তাহলে আপনি যদি বিজ্ঞান বিভাগের হন তাহলে ক্যাটায়ন সম্পর্কে ধারণা রাখতে হবে এবং পরবর্তীতে অ্যানায়ন সম্পর্কে জানতে হবে।

তবে অ্যানায়ন সম্পর্কে জানার পূর্বে প্রথমে আপনি আমাদের এই পোস্টটি সম্পূর্ন পড়ুন এবং ক্যাটায়ন কাকে বলে বলতে শিখুন।

কেননা যখন ক্যাটায়নের সংজ্ঞা জানবেন তখন সহজে ক্যাটায়ন বের করতে পারবেন যেকোন বিক্রিয়া থেকে এবং অ্যানায়ন শনাক্ত করতে পারবেন।

তাই আমি আবার বলে নিচ্ছি যে, ধনাত্মক আধান বিশিষ্ট যে আয়ন সৃষ্টি হয় সেই আয়নকে বলা হয়ে থাকে ক্যাটায়ন।

এরা ইলেকট্রন ত্যাগ করে আয়নের পরিণত হয় এবং ইলেকট্রন চেক করে বিধায় এরা ধনাত্মক চার্জ বিশিষ্ট হয় এবং ক্যাটায়ন হয়।

আরও পড়ুন: দুই এর নিয়ম কাকে বলে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top