কোষঝিল্লি কাকে বলে? কোষঝিল্লির বৈশিষ্ট্য, কাজ এবং গঠন

কোষঝিল্লি কাকে বলে: প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষঝিল্লি বলে। আবার কোষঝিল্লির মাঝে যে ভাঁজ থাকে তাকে মাইক্রোভিলাই বলে।

অন্যভাবে, প্রতিটি সজীব কোষে প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম, স্থিতিস্থাপক, বৈষম্য ভেদ্য, লিপ-প্রোটিন দ্বারা গঠিত সজীব দ্বিস্তর ঝিল্লি দিয়ে আবৃত থাকে তাকে কোষঝিল্লি বলে।

কোষঝিল্লি কাকে বলে
কোষঝিল্লি কাকে বলে?

কোষঝিল্লি প্রধানত লিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত হয়। কোষঝিল্লি একটি বৈষম্য ভেদ্য পর্দা হওয়ায় অভিস্রবণ এর মাধ্যমে পানীয় চলাচল নিয়ন্ত্রণ করতে পারে। আবার পাশাপাশি অবস্থিত কোষগুলিকে পরস্পর থেকে আলাদা করে রাখতে কাজ করে।

কোষঝিল্লির বৈশিষ্ট্য

আমরা তো ইতিমধ্যে কোষঝিল্লির সংজ্ঞা সম্পর্কে জানলাম তবে এখনো করছিলের বৈশিষ্ট্য জানা আমাদের পক্ষে প্রয়োজন আছে। তাই এখন আমরা চেষ্টা করব কোষঝিল্লির সকল বৈশিষ্ট্য সম্পর্কে জানার যে বৈশিষ্ট্যগুলো কোষঝিল্লির মধ্যে উপস্থিত থাকে।

কোষঝিল্লির কতিপয় উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো:

  • কোষঝিল্লির বলতে সজীব কোষ কে বোঝানো হয়ে যা আবৃত করে রাখে।
  • কোষঝিল্লি উদ্ভিদ ও প্রাণী উভয় প্রকার কোষে বিদ্যমান থাকে।
  • প্রধানত প্রোটিন ও লিপিড নামক পদার্থের সমন্বয়ে গঠিত হয়।
  • জীবন্ত, স্থিতিস্থাপক এবং অর্ধভেদ্য পর্দা যুক্ত কোষ হচ্ছে কোষঝিল্লি।
  • কোষঝিল্লির মধ্যে কোন প্রকার অলংকরণ দেখা যায় না।

এগুলো ছিল কোষঝিল্লির কিছু বৈশিষ্ট্য এবং এর বৈশিষ্ট্য গুলো আমরা প্রত্যেকটি কোষঝিল্লি আবরণের মধ্যে দেখতে পাই।

আমরা তো এখন কোষঝিল্লির বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম তবে এই কোষঝিল্লি দেহের মধ্যে বিভিন্ন ধরনের কাজ করে থাকে।

প্লাজমামেমব্রেন বা কোষঝিল্লির কাজ

আমাদের শরীরে যতগুলো অঙ্গানু রয়েছে তার প্রত্যেকটি বিভিন্ন কাজে সহায়তা করে এবং ঠিক অনুরূপ কোষঝিল্লি কিছু কাজ করে। কোষঝিল্লি কোন অঙ্গাণু নয় বরং এটি হচ্ছে অঙ্গানুর মধ্যে উপস্থিত কিছু উপাদানের মধ্যে একটি এবং এটি গুরুত্বপূর্ণ রূপে কাজ করে শরীরের মধ্যে।

প্লাজমামেমব্রেন বা কোষঝিল্লির কতিপয় উল্লেখযোগ্য কাজের নিচে উল্লেখ করা হলো:

  • এটি অভ্যন্তরীণ যাবতীয় কোষীয় বস্তুকে ঘিরে রাখে বা আবৃত করে রাখে।
  • অভ্যন্তরীণ বস্তুগুলোকে বাহিরের প্রতিকূল অবস্থা হতে সুরক্ষা প্রদান করে।
  • অভ্যন্তরীণ বস্তুর স্থানান্তর, ব্যাপন নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন করতে কোষঝিল্লি কাজ করে।
  • কোষঝিল্লি সাধারণত কাঠামো হিসেবে কাজ করে যাতে বিশেষ এনজাইম বিন্যস্ত থাকতে পারে।
  • বাহির থেকে ভেতরে এবং ভিতর থেকে বাহিরে গুরুত্বপূর্ণ বস্তু স্থানান্তর ও সরবরাহ করে।

এগুলো ছিল কোষঝিল্লির কিছু কাজ এবং অবশ্যই প্রত্যেকটা প্লাজমামেমব্রেন বা কোষঝিল্লি এই সকল কাজ করে থাকে।

তবে এখন আমরা জানার চেষ্টা করব কোষঝিল্লির গঠন সম্পর্কে অর্থাৎ কোষঝিল্লি কিভাবে গঠিত হয়েছে একটি উপাদান হিসেবে।

কোষঝিল্লির গঠন

কোষঝিল্লি হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত ঝিল্লি। কোষঝিল্লির প্রতিটি স্তরে প্রোটিন এবং লিপিড উপস্তর দ্বারা সজ্জিত থাকে। দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লির উপরে ও নিচে প্রোটিন স্তর এবং মাঝখানের লিপিটি স্তর অবস্থিত হয়ে আছে।

কোষঝিল্লি র পরিপূর্ণ গঠন সম্পর্কে মতামত প্রদানের জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মডেল প্রদান করেছেন। আপনি যদি এই মডেলগুলো পড়তে পারেন তাহলে সম্পর্কে কোষঝিল্লি যথাযথ জ্ঞান অর্জন করতে পারবেন।

আমি ইনশাআল্লাহ চেষ্টা করব পরবর্তীতে এই মডেলগুলো নিয়ে আলোচনা করার জন্য এবং আপনাদেরকে জ্ঞান প্রদান করার জন্য।

আশা করি কোষঝিল্লি কাকে বলে এ বিষয়টি নিয়ে আপনারা পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পেরেছেন এপর্যন্ত ধন্যবাদ।

আরও পড়ুন: প্রোটোপ্লাজম কাকে বলে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top