কোমরের ব্যথা কমানোর ট্যাবলেট [দাম এবং ছবিসহ]

৫টি কার্যকর কোমরের ব্যথা কমানোর ট্যাবলেট এর নাম নিচে উল্লেখ করা হলো:

  • Zerodol th 4 Tablet
  • Pan 40 Tablet
  • Gabapax NT 100 Tablet
  • Hi-Cobal Tablet
  • Voveran Injection
  • Rantac 50 mg Injection

ডাক্তার বাবুরা প্রধানত রোগীর কোমরের ব্যথা বা পিঠে ব্যথা দেখা দিলে এই সকল ঔষধ প্রদান করে যা অবশ্যই অনেক বেশি কার্যকরী। তবে সতর্কবার্তা হিসেবে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যেন এই ঔষধ গুলো দেখে অযথা খেতে না শুরু করে দেন।

কোমরের ব্যথা কমানোর ট্যাবলেট
কোমরের ব্যথা কমানোর ট্যাবলেট

বরং এই ঔষধ গুলো শুধু মেডিকেল স্টুডেন্টের জন্য যারা পড়াশোনা করতেছেন ট্যাবলেট বা ঔষধ বিষয় নিয়ে। কেননা ডাক্তার পরামর্শ ছাড়া আপনি যেকোনো একটি ট্যাবলেট গ্রহণ করলে আপনার ব্যাথা নাও কমতে পারে অথবা সাইড ইফেক্ট দেখা দিতে পারে।

তাই অবশ্যই আপনাকে আপনার কোমরের ব্যথা দূর করার জন্য উপযুক্ত ঔষধ গ্রহণ করতে হবে এবং উপযুক্ত ঔষধ কোনটি হবে তা ডাক্তারের কাছ থেকে জানতে হবে। এখানে মোট চারটি ট্যাবলেট এবং দুইটি ইনজেকশনের কথা উল্লেখ রয়েছে।

কোন ট্যাবলেটটি আপনার জন্য উপযোগী হবে এবং কোন ট্যাবলেট খাওয়ার ফলে আপনাকে কোন ইনজেকশন গ্রহণ করতে হবে না তা একমাত্র ডাক্তার পরামর্শ ছাড়া গ্রহণ করা উচিত নয়। তবে আপনি যে কোন ঔষধ খেতে পারেন যদি আপনার মনে হয় কিন্তু আমার পরামর্শ থাকবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া।

ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোন প্রকার ঔষধ গ্রহণ করা বা সেবন করা আমাদের স্বাস্থ্যহানির কারণ হতে পারে। তাই টাকার দিকে চিন্তা করে অযথা যেকোনো একটি ঔষধ গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখুন কেননা ইহার মাধ্যমে ন্যূনতম সময় সাপেক্ষ সমস্যা দেখা দিতে পারে।

দাম এবং ছবিসহ কোমরের ব্যথা কমানোর ট্যাবলেট সংক্রান্ত তথ্য

Zerodol th 4 Tablet

1) Zerodol th 4 Tablet এই Tablet  বাজারে দুইটি দামে পাওয়া যায় যেখানে দামি ট্যাবলেটের দাম ১২ টাকা এবং সস্তা ট্যাবলেট এর দাম ১০ টাকা। নিচে ট্যাবলেট এর ছবি উল্লেখ করা হলো:

Zerodol th 4 Tablet
Zerodol th 4 Tablet

Pan 40 Tablet

2) Pan 40 Tablet এই ট্যাবলেটের বাজারজাত মূল্য অর্থাৎ খুচরা মূল্য হচ্ছে ২৬ টাকা এবং ব্যথা কমানোর ক্ষেত্রে এই ট্যাবলেটটি অধিক কার্যকরী। নিচে এই ট্যাবলেটের ছবি উল্লেখ করা হলো:

Pan 40 Tablet
Pan 40 Tablet

Gabapax NT 100 Tablet

3) Gabapax NT 100 Tablet এই বাজার ট্যাবলেট তে বাজারে সর্বোচ্চ 7 টাকা দরে আপনার কাছে নিতে পারে এবং সর্বনিম্ন চার টাকা দরে আপনি কিনতে পারেন। নিচে এই ট্যাবলেটের ছবি উল্লেখ করা হলো:

Gabapax NT 100 Tablet
Gabapax NT 100 Tablet

Hi-Cobal Tablet

4) Hi-Cobal Tablet এই ট্যাবলেট টি বাজারে সর্বোচ্চ চার টাকা ধরে এবং আপনার কাছে সর্বনিম্ন তিন টাকা দরে বিক্রি করতে পারে। অর্থাৎ আপনি সর্বনিম্ন তিন টাকা দিয়ে ক্রয় করতে পারবেন যেকোনো ফার্মেসি দোকান থেকে। নিচে এই ট্যাবলেটের ছবি উল্লেখ করা হলো:

Hi-Cobal Tablet
Hi-Cobal Tablet

এগুলো হলো কোমরে ব্যথা বা পিঠে ব্যথা দূর করার কিছু ঔষধের বা ট্যাবলেটের নাম এবং দাম সহ ছবি। আশা করি আপনারা এই ট্যাবলেট গুলোর সম্পর্কে ধারণা অর্জন করতে পেরেছেন তবে বাকি যে দুটো ঔষধের নাম উল্লেখ করেছে সেগুলো হচ্ছে ইনজেকশন।

আর ইনজেকশন গ্রহণের ক্ষেত্রে অবশ্যই ডাক্তার আপনাকে ইনজেকশন দিবেন এবং উপযুক্ত দাম নিবেন এক্ষেত্রে আমাদের বলার কিছু নেই।

কেননা একেক জন ডাক্তার বিভিন্ন দামে আপনাকে এই ইনজেকশনটি দিতে পারে এবং আশা করা যায় কোন ডাক্তার আপনাকে ঠকাবে না।

কোমর বা পিঠে ব্যথা হয় কেন?

কোমর বা পিঠে ব্যথা দেখার প্রতি প্রায় কারণ রয়েছে এবং এ কারণগুলোর নিচে উল্লেখ করা হলো:

  • গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের সমস্যা দেখা দিতে পারে (তবে এক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন নেই)।
  • হঠাৎধধারের বস্তু উত্তোলন করার ফলে কোমর বা পিঠে ব্যথা দেখা দিতে পারে।
  • যেকোনো পেশি টান পড়লে বা টানটান ভাব হলে কোমর বা পিঠে ব্যথা দেখা দিতে পারে।
  • ঘুমানোর সময় কোন প্রকার অনিয়মিত নাড়াচাড়া হওয়ার ফলে ব্যথা দেখা দিতে পারে।
  • দৌড়াদৌড়ি লাফালাফি কিংবা উপর থেকে লাফ দেওয়ার ফলে কোমরে ব্যথা হয়।
  • উচু স্থান থেকে মাটিতে পড়ে গেলে অথবা আঘাত পাওয়ার ফলে কোমরে ব্যথা হয়।

এগুলো হলো কিছু সুনির্দিষ্ট কারণ যেগুলোর জন্য আপনার কোমরে ব্যথা দেখাতে এবং পিঠেও ব্যথা দেখা দেয়। তবে চিন্তা করার কোনো কারণে আপনাকে অবশ্যই ডাক্তার-প্রমোশন নিতে হবে এবং উচিত চিকিৎসা গ্রহণ করতে হবে।

তবে কোমরে ব্যথা দূর করাতে কিছু ঘরোয়া উপায় রয়েছে যেগুলো অবলম্বন করে আপনাকে কোন প্রকার ঔষধ গ্রহণ করতে হবে না।

কোমরে ব্যথা দূর করার ঘরোয়া উপায়:

কোমরে ব্যথা দূরের ঘরোয়া উপায় হচ্ছে একটি এবং সেটি হচ্ছে নিয়ম অনুযায়ী ঘুমিয়ে এক দেড় ঘন্টার জন্য উপুড় হয়ে ঘুমানো।

অর্থাৎ আপনার মুখমণ্ডল বাংলাদেশের সাথে লেখা থাকবে এবং পিঠ উপরে চলে আসবে পেটের নিচে যাবে এইভাবে শুয়ে থাকা।

এইভাবে শুয়ার পর আপনার পেট মালিশ করে দিতে বলতে হবে তবে সরিষার তেল ব্যবহার করতে বলবেন কেননা এতে উপকার রয়েছে।

আরও পড়ুন: ঘুমের ঔষধের নাম কি?

1 thought on “কোমরের ব্যথা কমানোর ট্যাবলেট [দাম এবং ছবিসহ]”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top