কৃষি ঋণ কি? কৃষি ঋণ কত প্রকার? কৃষি ঋণ পাওয়ার উপায়

কৃষি ঋণ কি: কৃষি ক্ষেত্রে আর্থিক সকল চাহিদা পূরণ করার জন্য যে সকল লোন পাওয়া যায় তাই হচ্ছে কৃষি ঋণ। খামার কিংবা অন্যান্য কোন বড় কৃষি প্রতিষ্ঠান খোলার জন্য ব্যায়বহুল অর্থের প্রয়োজন হয়। আর এই বেবহুল অর্থের চাহিদা পূরণ করার ক্ষেত্রে বিভিন্ন ব্যাংক আমাদেরকে লোন দিয়ে থাকে।

কৃষির বিভিন্ন ক্ষেত্রে ব্যয়বহুল খরচ এর জন্য লোন প্রদানকারী ব্যাংক বা বীমা হতে লোন গ্রহণ করাই হচ্ছে কৃষি ঋণ। সবচেয়ে বেশি কৃষি ঋণ আমাদের দেশে প্রচলিত আছে খামার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কেননা এক খামারে অনেক বেশি ইনভেস্টমেন্ট করার প্রয়োজন হয়।।

কৃষির ক্ষেত্রে ঋণ গ্রহণ করা একটি অনেক বেশি সাহায্যপূর্ণ লোন। কেননা ইহার মাধ্যমে নিজেকে আর্থিকভাবে কোন ব্যয় করতে হয় না। বরং ঋণ এর টাকা গ্রহণ করে তা ব্যবসা কাজে লাগিয়ে উপযুক্ত মুনাফা অর্জন করা যায় এবং মুনাফা নিজে গ্রহণ করে মূল টাকা লোন পরিশোধ করা যায়।

কৃষি ঋণ কি
কৃষি ঋণ কি?

এই কৃষি ক্ষেত্রে মুনাফা অর্জন করার জন্য কৃষি ঋণ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে কেননা এর মাধ্যমে মূল টাকা খরচ করতে হয়। ইহার মাধ্যমে আমাদেরকে আর্থিকভাবে কোন ব্যবস্থা গ্রহণ করতে হয় না এবং শুধুমাত্র লোনের থেকে পাওয়া টাকা দিয়ে সম্পূর্ণ ব্যবসা তৈরি হয়।

কৃষির ঋণ বলতে যে শুধুমাত্র আপনি কি সে ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এমন নয় বরং কৃষির সঙ্গে মিল থাকলে হবে। অর্থাৎ এ কৃষি ক্ষেত্রে সেচ দেওয়ার জন্য মেশিনের প্রয়োজন হয় এবং এই মেশিন ক্রয় করার জন্য এবং ইহার দ্বারা ব্যবসা করার জন্য কৃষি ঋণ পাবেন।

তাহলে বুঝা গেল, কৃষি লোন শুধুমাত্র কৃষি ক্ষেত্রে কাজ করার জন্য নয় বরং ইহাতে ব্যবহৃত প্রযুক্তির জন্য নেওয়া যেতে পারে।

কৃষি ঋণ কত প্রকার?

আমরা তো কৃষির ঋণ সম্পর্কে অনেক কিছু জানলাম তবে এই কৃষি ঋণের আবার কিছু প্রকারভেদ রয়েছে যেগুলো ঋণের অন্তর্ভুক্ত। আর এ সকল ঋণ সম্পূর্ণরূপে বিবেচনা করা হয় লোন বা ঋণের পরিস্থিতির উপর যে কিভাবে আপনি পরিশোধ করবেন এবং কিসের জন্য ঋণ দেওয়া হয়েছে।

তাহলে এখন আমরা জানার চেষ্টা করি যে কত প্রকার কৃষি ঋণ রয়েছে যেগুলো থেকে আমরা ঋণ পেতে পারি।

কৃষি ঋণ পাওয়ার জন্য অবশ্যই আপনার উপযুক্ত কারণ অনুযায়ী ঋণ নিতে হবে যার মাধ্যমে আপনি আপনার কৃষি ক্ষেত্রে সহযোগিতা পান।

এই কৃষি ঋণ বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন:

  • শস্যক্ষেত্রে কৃষি ঋণ।
  • মৎস্য উৎপাদনে কৃষি ঋণ।
  • হাঁস-মুরগের খামার তৈরিতে কৃষি ঋণ।
  • বনায়ন ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে কৃষি ঋণ।
  • গরু ছাগলের খামার তৈরিতে কৃষি ঋণ।
  • স্বল্প সময়ের জন্য কৃষি ঋণ।
  • দীর্ঘ সময়ের জন্য কৃষি ঋণ।
  • মধ্যম সময়ের জন্য কৃষি ঋণ।

এগুলো হলো কৃষি ঋণ আর কিছু প্রকারভেদ এবং আপনি কৃষি ক্ষেত্রে উপরোক্ত যে কোন একটি ঋণ নিতে পারবেন। তবে অবশ্যই কৃষির জন্য যে ঋণে নিবেন সেটি অবশ্যই আপনার ব্যবসার সঙ্গে মিল থাকতে হবে যেন ব্যবসা অনুযায়ী ঋণ পরিশোধ করা যায়।

কৃষি ঋণ পাওয়ার উপায়

আপনি যে শুধু চাইলেন আর কৃষি ঋণ ব্যাংক থেকে পেয়ে যাবেন এমনটি কিন্তু নয় বরং আপনাকে কিছু কন্ডিশন থাকতে হবে।

আর উপযুক্ত কন্ডিশন মানার মাধ্যমে আপনি কৃষি ঋণ পেতে পারেন এবং পরবর্তীতে সেদিন পাওয়ার পর আপনার মুনাফা বৃদ্ধি করতে পারেন।

আর অবশ্যই আপনাকে এজন্য জানতে হবে যে কোন কোন উপায় অবলম্বন করে কৃষি ঋণ পাওয়া সম্ভব হবে আমাদের। আর আপনিও যদি কৃষি ঋণ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে আমাদের নিচে দেওয়া উপায় গুলো অবলম্বন করে কৃষি ঋণ নিতে হবে।

নিচে কৃষি ঋণ পাওয়ার উপায় সমূহ উল্লেখ করা হলো:

  • ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আপনার উপযুক্ত বয়স হতে হবে।
  • নির্দিষ্ট একটি ক্ষেত্র প্রতিষ্ঠা করতে হবে লোন নেওয়ার জন্য।
  • এগ্রিমেন্ট হিসেবে কত টাকা এবং কতদিন পর প্রদান করবেন তা নির্ধারণ করতে হবে।
  • আপনার ভোটের আইডি কার্ড এবং আপনার স্ত্রীর ভোটের আইডি কার্ড থাকতে হবে।
  • প্রয়োজন অনুযায়ী ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড এর ফটোকপি প্রয়োজন হবে।
  • আপনার ব্যবসা অনুযায়ী পরিকল্পনা কি তা বাস্তবায়ন এর লেখচিত্র উল্লেখ করতে হবে।
  • আপনার ঋণ পরিশোধ এর তারিখ যথাযথভাবে উল্লেখ করতে হবে।
  • সর্বশেষ আপনার ও আপনার স্ত্রীর একসঙ্গে ছবির প্রয়োজন হয়।

কৃষি ঋণ পাওয়ার ক্ষেত্রে সাধারণত এক একটি উপায় অবলম্বন করলে আপনি খুব সহজেই কৃষি ঋণ পাবেন আপনার নিকটতম ব্যাংক থেকে। তবে এক্ষেত্রে কোনো প্রকার জটিলতা সৃষ্টি হয় না সাধারণ কিছু কাজ করলেই পাওয়া যায় কৃষির জন্য ঋণ।

আরও পড়ুন: কৃষি কি?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top