কারিকুলাম কি: শিখন এবং শিক্ষণের প্রধান হাতিয়ার হচ্ছে কারিকুলাম বা শিক্ষাক্ৰম। শিশুর ব্যক্তিত্ব বোধের বিকাশ এবং আচরণের পরিবর্তনের জন্য বিদ্যালয়ের মধ্যে যে কার্যক্রম গ্রহণ করা হয় তাই হচ্ছে কারিকুলাম বা শিক্ষাক্ৰম।
কারিকুলাম অথবা শিক্ষাক্ৰম এ বিষয়টি সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় বিষয়।
এই বিষয় সম্পর্কে না জানলে শেখা অথবা শেখানো প্রক্রিয়াটি অত্যন্ত বিরক্তি কর আনন্দহীন এবং ভয়ংকর হতে পারে।
এই বিষয়ে ভালোভাবে না জানলে একজন অভিভাবক অথবা শিক্ষক হিসেবে যে ভূমিকা হওয়া উচিত তা আপনি পালন করতে পারবেন না। অথবা আপনি তা থেকে সম্পূর্ণ বিচ্যুত হতে পারেন বা তা থেকে ভুল পথে পরিচালিত হতে পারেন।
আপনি যদি একজন একজন শিক্ষক হয়ে থাকেন তাহলে আপনাকে কারিকুলাম কি এ বিষয়টি সম্পর্কে জানতে হবে।
এর কারণ হলো এই কারিকুলামই হচ্ছে শিখন বা শিক্ষণের প্রধান হাতিয়ার।
কারিকুলাম কাকে বলে?
কোন বিশেষ স্তরের শিক্ষা সম্পর্কিত কার্যক্রম এবং অভিজ্ঞতার পূর্ণাঙ্গ দলিল যেটি কোন দায়িত্বশীল সংগঠন দ্বারা গৃহীত এবং পরিচালিত হয়ে থাকে তাকে কারিকুলাম বা শিক্ষাক্ৰম বলে।
সংজ্ঞা থেকে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন যে এই শিক্ষাক্ৰম বা কারিকুলাম হচ্ছে একটি পথ নির্দেশিকা। আর এটিকে আমরা এক প্রকার গাইডলাইন বলতে পারি যা আমাদের শিক্ষা ক্ষেত্রে নির্দেশ প্রদান করে।
আপনি একজন শিক্ষক হলে এর মাধ্যমে জানবেন আপনার শিক্ষার্থীর জন্য কোন সময় কি করা উচিত।
অর্থাৎ কোন সময় শিক্ষার্থীর শ্রেণী ও বয়স অনুযায়ী তার শারীরিক বৃদ্ধি, মানসিক বিকাশ, ভাষাগত দক্ষতা অর্জন ইত্যাদি।
এই সকল বিষয়কে আপনি কিভাবে পরিচালনা করবেন আর কিভাবে পরিচালনা করলে শিক্ষার্থী সুনাগরিক হবে।
এই সকল বিষয় সম্পর্কে কারিকুলাম আপনাকে ভালোভাবে বুঝায় এবং ভালোভাবে শিক্ষা প্রদান করে।
যোগ্যতাভিত্তিক কারিকুলাম কি
যে শিক্ষাক্ৰমের মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষা শেষে প্রত্যেক বিষয়ে এবং শ্রেণীর নির্ধারিত অর্জনের উপযোগী যোগ্যতাগুলো ক্রমঅনুযায়ী অর্জন করার লক্ষ্যে বিন্যস্ত করা হয়েছে তাকে যোগ্যতা ভিত্তিক কারিকুলাম বলে।
আপনি যদি যেকোনো প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগদান করেন মনে করি যে আপনি প্রাথমিক শিক্ষা স্তরে যোগদান করেছেন।
তাহলে আপনাকে প্রাথমিক স্তরে নির্ধারিত বিষয়ের উপর জ্ঞান অর্জন করতে হবে এবং শিক্ষাক্রম জানতে হবে।
আপনি যদি এগুলো সুন্দর ভাবে জানতে পারেন তাহলে আপনি আপনার শ্রেণীতে থাকা শিক্ষার্থীদের ভালোভাবে বুঝাতে পারবেন।
তাদেরকে তাদের লক্ষ্য অনুযায়ী শিখাতে পারবেন এবং তাদের লক্ষ্য পূরণের জন্য যথাযথ চেষ্টা করতে পারেন।
আর ভবিষ্যতে তারা যখন প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তরে যাবে তখন তারা সেটি ভালোভাবে বুঝতে পারবে। আপনাকে অবশ্যই অবশ্যই প্রথমে প্রাথমিক স্তরকে ভালোভাবে শক্ত করে নিতে হবে।
কারিকুলাম অর্থ কি?
এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে কারিকুলাম কি এবং কারিকুলাম এর সাথে সম্পর্কযুক্ত আরও অন্যান্য বিষয়।
এখন আমরা জানব যে এই কারিকুলাম শব্দটির অর্থ আসলে কি এবং কোথা থেকে এসেছে।
এই কারিকুলাম শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে শিক্ষাক্রম অথবা কেউ বলে থাকেন বাংলা অর্থ শিক্ষাক্ৰম। এখন আমরা জেনে নিব যে কারিকুলাম শব্দটি কোথা থেকে এসেছে এবং কিভাবে এসেছে?
এই কারিকুলাম শব্দটির লেটিন শব্দ currere থেকে এসেছে যার অর্থ হচ্ছে দৌড়ানো বা ঘোড়া দৌড় করার নির্দিষ্ট পথ।
আর শিক্ষাক্রম বলতে বোঝায় নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হওয়ার কোর্স।
আরও পড়ুন: সিদ্ধান্ত গ্রহণ কি?