কাঁঠালের বৈজ্ঞানিক নাম কি? কাঁঠালের শ্রেণীবিন্যাস?

কাঁঠালের বৈজ্ঞানিক নাম কি: কাঁঠালের বৈজ্ঞানিক নাম হচ্ছে Artocarpus heterophyllus (আর্টোকার্পাস হেটেরোফিলাস)। কাঁঠালের ইংরেজি নাম এর উচ্চারণ: Jackfruit (জ্যাক ফ্রুট)। কাঁঠালের হিন্দি নাম এর উচ্চারণ: कटहल।

আপনাকে কাঁঠালের বৈজ্ঞানিক নামের সাথে সাথে এর ইংরেজি ও হিন্দি নাম সহ মাথায় রাখা প্রয়োজন বলে আমি মনে করি। আর আপনি যেন কাঁঠালের ইংরেজি ও হিন্দি নাম জানতে পারেন বা বলতে পারেন সেজন্য এখানে কাঁঠালের হিন্দি ও ইংরেজি উচ্চারণ উল্লেখ করেছি।

কাঁঠালের বৈজ্ঞানিক নাম কি
কাঁঠালের বৈজ্ঞানিক নাম কি?

বিজ্ঞানসম্মত নাম এর মাধ্যমে আমরা খুব সহজে কাঁঠালের গণ ও প্রজাতির নাম জানতে পারে কেননা এই দুইটি দিয়ে কাঁঠালের বৈজ্ঞানিক নাম লেখা হয়। অবশ্যই কাঁঠালের বৈজ্ঞানিক নামটি সঠিক করার জন্য আমাদেরকে এর গণ ও প্রজাতির নাম সঠিকভাবে উল্লেখ করে নিচে আন্ডারলাইন দিতে হবে।

বিভিন্ন শ্রেণীতে আমরা কাঁঠালকে বিভক্ত করতে পারি এবং এই সকল শ্রেণীবিন্যাস সম্পর্কে কাঁঠালের গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানা দরকার।

কাঁঠালের শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা কাঁঠালের সম্পূর্ণ শ্রেণীগত তথ্য পেতে পারি যেখানে কাঁঠালের সকলের উৎপত্তি উল্লেখ থাকবে।

কাঁঠালের শ্রেণীবিন্যাস

কাঁঠালকে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারে এবং এই সকল শ্রেণীকে একত্রিত করার মাধ্যমে আমরা কাঁঠালের শ্রেণীবিন্যাস পাই। কাঁঠালের উৎপত্তি ও শ্রেণীর সম্পর্কে ধারণা লাভ করতে হলে আমাদেরকে কাঁঠালের শ্রেণীবিন্যাসটি দেখে নিতে হবে।

কাঁঠালের শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা কাঁঠাল কোন কোন স্থান থেকে উৎপত্তি হয়েছে এবং কোন কোন স্থানে বিদ্যমান রয়েছে তা জানতে পারব।

অর্থাৎ কোন পরিবার এবং কোন প্রজাতি সহজ বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো কাঁঠালের বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসের ধারণার মাধ্যমে।

কাঁঠালের শ্রেণীবিন্যাস আপনাদের মাঝে নিচে জ্ঞানমূলক হিসেবে উপস্থাপন করা হলো:

  • কাঁঠালের জগৎ: উদ্ভিদ (Plant)।
  • কাঁঠালের শ্রেণী: ম্যাগ্নোলোপ্সিড (Magnolopsid)।
  • এই কাঁঠালের বর্গ: রোজালেস (Rosales)।
  • কাঁঠালের পরিবার: মোরাসিয়া (Morasia)।
  • কাঁঠালের গণ: আর্টোকার্পাস (Artocarpus)।
  • এই কাঁঠালের প্রজাতি: আ. হেটেরোফাইলাস (A. heterophyllous)।

এটি হচ্ছে কাঁঠালের শ্রেণীবিন্যাস এবং এই কাঁঠালের শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা কাঁঠালের বিভিন্ন শ্রেণী বা শাখা সম্পর্কে জানতে পারি। আবার অবশ্যই কাঁঠাল কোন কোন বর্গ বা পরিবার থেকে এসেছে বা অন্তর্ভুক্ত তা বিশেষভাবে আমরা এ শ্রেণীবিন্যাস থেকে জানতে পারি।

কাঁঠালের বৈজ্ঞানিক নাম কি এর সম্পূর্ণ জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে শ্রেণীবিন্যাস সম্পর্কে এ ধারণা মাথায় রাখতে হবে।

যেহেতু বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী কাঁঠালের শ্রেণীবিন্যাস সম্মুখে চলে আসে আমাদের মাঝে তাই এই সম্মুখে আসা প্রশ্নের উত্তর জানতে হবে।

শেষ কথা:

কাঁঠালের বৈজ্ঞানিক নাম কি এবং কাঁঠালের বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস এর ওপর ভিত্তি করে এই পোস্টটিতে বিস্তারিত জ্ঞান দেওয়া হয়েছে। আর অবশ্যই আপনাকে কাঁঠালের বিজ্ঞানসম্মত নামের সাথে সাথে এর শ্রেণীবিন্যাসের ধারণা ও কাঁঠাল সম্পর্কে বিশেষ নাম সম্পর্কে জানতে হবে।

কাঁঠালের বিশেষ নাম বলতে ইংরেজি এবং হিন্দি কে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে কেননা আপনি কলকাতার হলে হিন্দি নাম জানা দরকার।

কেননা কলকাতায় ইন্ডিয়া অবস্থিত এবং সেখানকার মানুষ যদিওবা বাংলায় কথা বলে তবে মৌখিক পরীক্ষায় হিন্দি দরকার হতে পারে।

বাংলাদেশের জাতীয় ফল হিসেবে কাঁঠালের নাম রয়েছে এবং অবশ্যই আমাদেরকে এই কাঁঠালের বৈজ্ঞানিক, ইংরেজি ও হিন্দি নাম নিজের মাথায় রাখতে হবে। আর আপনি যেন কাঁঠালের বৈজ্ঞানিক, ইংরেজি এবং হিন্দি নাম জানতে পারেন সেজন্য উপরে নাম গুলো উল্লেখ করেছি।

ধন্যবাদ, আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার মাধ্যমে কাঁঠালের বৈজ্ঞানিক নাম ও ইংরেজি নাম সম্পর্কে জ্ঞান ধারণ করার জন্য।

আপনাকে এতটুকু সময় লাগিয়ে নিজের জ্ঞান বৃদ্ধি করতে হবে এবং কাঁঠাল অর্থাৎ বাংলাদেশের জাতীয় ফল সম্পর্কে বৈজ্ঞানিক ধারণা লাভের জন্য।

আরও পড়ুন: প্রেমের বৈজ্ঞানিক নাম কি?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top