কম্পিউটার শব্দের অর্থ কি: কম্পিউটার (Computer) শব্দটি এসেছে গ্রিক শব্দ কম্পিউট (Compute) থেকে। গ্রিক শব্দ “Compute” অর্থ হলো গণনা করা বা হিসাব নিকাশ করা। আর কম্পিউটার শব্দের অর্থ হলো গণনাকারী যন্ত্র বা হিসাব-নিকাশকারী যন্ত্র।
কিন্তু বর্তমানে কম্পিউটার কে শুধুমাত্র গণনাকরী যন্ত্র হিসেবে বলা আমাদের পক্ষে কখনোই সম্ভব হবে না বা উচিত হবে না। কেননা কম্পিউটার দিয়ে বর্তমানে আমরা শুধুমাত্র গণনার কাজ সম্পন্ন করি না বরং যাবতীয় কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছি।

কম্পিউটার এমন একটি যন্ত্র যা তথ্য সংগ্রহ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেই তথ্য কে বিশ্লেষণ করে এবং উপাত্তে পরিণত করে। কম্পিউটার শব্দের অর্থ কি এ বিষয়ে অবগত হওয়ার পর চলো না আমরা জেনে নেই কম্পিউটার শব্দের ফুল ফর্ম কি বা Computer full form।
আমরা যেহেতু কম্পিউটার শব্দের অর্থ জেনেছি সেহেতু এর ফুল ফর্মও আমাদেরকে জানতে হবে কেননা সেখানে এর তথ্য রয়েছে।
অর্থাৎ কম্পিউটারের ফুল ফর্ম রয়েছে তার সংক্ষিপ্ত রূপকে কম্পিউটার বলে ডাকি এবং এই ফুল ফর্মে অনেক তথ্য লুকিয়ে আছে কম্পিউটারের।
Computer full form
যেমন আমরা পূর্বে উল্লেখ করলাম যে কম্পিউটারের ফুল ফর্ম কি এ বিষয়টি আমরা এখানে উল্লেখ করব কি বোঝানো হয়। অর্থাৎ ফুল ফর্ম দ্বারা কয়েকটি শব্দ আমাদের মাথা চলে আসে এবং এই শব্দগুলো দ্বারা মূলত কম্পিউটারের সকল অপারেটিং সিস্টেম প্রথম থেকে কাজ করে আসছে।
আর কম্পিউটার যেভাবে কাজ করে সহায়কভাবে তার পরিপূর্ণ তথ্য আমরা উক্ত কম্পিউটারের ফুল ফর্ম থেকে জানব।
কেননা কম্পিউটার ফুল ফর্ম এ কম্পিউটারের প্রথম থেকে যত সকল ফাংশন কাজ করেছে তার সংক্ষিপ্ত বিবরণ রয়েছে।
কম্পিউটারের ফুল ফর্ম বা Computer full form হলো:
- C – Commonly
- O – Operating
- M – Machine
- P – Particularly
- U – Used for
- T – Technical
- E – Education
- R – Research
কম্পিউটার সরদার ফুল ফর্ম হল এবং আশা করে আপনারা কম্পিউটার সম্পর্কে পরিপূর্ণ অর্জন করেছেন জ্ঞান এবং তথ্য।
কম্পিউটার শব্দের পুরোপুরি অর্থ বিশ্লেষণ করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটি হচ্ছে শিক্ষা ক্ষেত্রে এবং যেকোনো ক্ষেত্রে বিশ্লেষণকারী যন্ত্র।
বর্তমানে কম্পিউটার শুধু গণনাকারী যন্ত্র হিসেবে তৈরি হয়নি বরং বর্তমানে যে সকল কম্পিউটার রয়েছে সে সকল যন্ত্র বিশ্লেষণ করতে সক্ষম। আর এই সকল কম্পিউটার বিশ্লেষণ করতে সক্ষম হওয়ায় কম্পিউটারের নাম শুধুমাত্র গণনা করে যন্ত্র বলা যাবে না।
উপসংহার:
কম্পিউটার শব্দের অর্থ কি এবং কম্পিউটার এর ফুল ফর্ম নিয়ে পরিপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছিলাম এই পোস্টে।
আর অবশ্যই কম্পিউটার শব্দের অর্থ এবং ফুল ফর্ম সম্পর্কে বিশেষ ধারণা পাওয়ার মাধ্যমে আমরা কম্পিউটারের বিশেষ তথ্য নিতে পেরেছি।
কম্পিউটার যেহেতু একটি গণনাকারী যন্ত্র বলে আমরা ডেকে থাকে, তাই বলে এটি যে গণনা করে যন্ত্র শুধু এটি না। যদিও বা প্রথমদিকে কম্পিউটার গণনার কাজে ব্যবহার হতো কিন্তু বর্তমানে এটি সকল ক্ষেত্রে মানুষকে সহযোগিতা করে কাজ করতে ও সময় অপচয় রোধ করতে।
আমাদের অধিকাংশ ভাষা বাড়িতে বর্তমানে কম্পিউটার ব্যবহারকারী লোক ও কম্পিউটার খুঁজে পাওয়া মুশকিল হবে না।
তবে কম্পিউটার শব্দের অর্থ এবং সেই সাথে কম্পিউটারের ফুল ফর্ম জানে এমন মানুষ খুঁজে পাওয়া অবশ্যই আমাদের মুশকিল হয়ে দাঁড়াবে।
কেননা কম্পিউটার ব্যবহার করলে এর প্রকৃত অর্থ না বুঝতে পারার কারণে আমরা যতটুকু জানি ততটুকু উপর কাজ করে কম্পিউটারে। আর এজন্য আমাদেরকে কম্পিউটারে ফুল ফর্ম জানতে হবে যার মাধ্যমে আমরা কম্পিউটারের আরো ভিতরে প্রবেশ করতে পারবো নিজের অভিজ্ঞতায়।
বর্তমানে বিনোদন, গণনা, নিয়ন্ত্রণ এবং প্রতিষ্ঠানের যাবতীয় কাজ করতে এই কম্পিউটার ব্যবহার করা হয় গুরুত্বপূর্ণ অংশ হিসেবে।
আর এই অংশটি সম্পূর্ণরূপে সফল হয়েছে কম্পিউটারের অক্লান্ত আপডেট ও নতুন কর্মদক্ষতা সম্পন্ন বৈশিষ্ট্য হওয়ার কারণে।
আরও পড়ুন: কম্পিউটার হার্ডওয়্যার কি?