কম্পিউটারের জনক কেঃ কম্পিউটারের জনক হলেন যন্ত্রবিদ চার্লস ব্যাবেজ, তিনি ছিলেন একজন ব্রিটিশ বহুমুখী প্রতিভার অধিকারী, তিনি একাধারে গাণিতিকবিদ, দার্শনিক, আবিষ্কারক ও যন্ত্রবিদ ছিলেন।
কম্পিউটারের জনক বলতে, চার্লস ব্যাবেজ প্রথম কম্পিউটারের ধারণা দিয়েছিলেন এজন্যই তাকে কম্পিউটারের জনক বলা হয়। তবে তিনি ধারণা দিয়ে থাকলেও তিনি এই যন্ত্রটি আবিষ্কার করার পূর্বে মারা যান।

পরবর্তীতে বিজ্ঞানী হাওয়ার্ড এইকিন প্রথম কম্পিউটার আবিষ্কার করেন এজন্য হাওয়ার্ড এইকিনকে কম্পিউটারের আবিষ্কারক বলা হয়। তবে কম্পিউটারের ধারণা প্রথম যেহেতু চার্লস ব্যাবেজ দিয়েছিল তাই তিনাকে কম্পিউটারের জনক বলে আখ্যায়িত করা হয়েছে।
কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ কোন দেশে নাগরিক ছিলেনঃ কম্পিউটারের জনক অর্থাৎ চার্লস ব্যাবেজ ছিলেন ব্রিটেনের নাগরিক।
আধুনিক কম্পিউটারের জনক কে এবং তিনি কোন দেশের নাগরিক ছিলেন
আধুনিক কম্পিউটারের জনক কেঃ আমাদের এই আধুনিক কম্পিউটারের জনক হলেন নিউমেন বা জন ভন নিউম্যান। জন ভন নিউম্যান প্রথম আধুনিক কম্পিউটারের ধারণা দেন এবং তিনি প্রথম কম্পিউটারের উন্নতি সাধন করতে সক্ষম হন।
আধুনিক কম্পিউটারের জনক জন ভন নিউম্যান কোন দেশের নাগরিক ছিলেনঃ জন ভন নিউম্যান হাঙ্গেরির বুদাপেস্টে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই সময় এই স্থানটি অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অংশ ছিল।
আরও পড়ুনঃ কম্পিউটার কি?