কবিতা কাকে বলে: কবিতা, কাব্য বা পদ্য হচ্ছে শব্দ প্রয়োগের ছন্দসিক কিংবা অনিবার্য ভাবার্থের বাক্য বিন্যাস যা একজন কবির আবেগ, অনুভূতি, উপলব্ধি ও চিন্তা করার সংক্ষিপ্ত রূপ এবং তা অত্যাবশ্যকীয় ভাবে উপমা উৎপ্রেক্ষাাপ চিত্রকল্পের সাহায্যে আন্দলিত সৃষ্টির উদাহরণ।
তাহলে আপনারা কি বুঝতে পেরেছেন যে কবিতা কাকে বলে, মূলত কবিতা কাকে বলে বা কবিতা কি? এই প্রশ্নগুলোর উত্তর ইতিমধ্যে উপরে প্রদান করা হয়েছে এবং আপনি এর উত্তর গুলো সহজভাবেই নিজের মাথা ধারণ করে রাখতে পারেন।

মূলত একটি কবিতা লেখার জন্য একজন কবি বিভিন্ন বিষয়গুলোর উপর পরীক্ষা-নিরীক্ষা করে এবং সত্য নির্বাচন করে। যথাযথ সদ্য নির্বাচন হওয়ার পর তার ছন্দ আকারে সাজানোর মাধ্যমে নিজের উপলব্ধি বিষয়বস্তু কবিতার মাধ্যমে বর্ণনা করে।
মূলত কবিতা হচ্ছে এমন একটি শাখা যেখানে শব্দের বেশ কয়েকটি সমাহার দেখা যায় এবং এইসব পাহাড় ছন্দ আকারে থাকে।
যার ফলে দেখা যায় যে ছন্দ আকারে যে কোন জিনিস পড়ার মাধ্যমে জ্ঞান অর্জনের পাশাপাশি ছন্দ বোঝা যায়, যেটা কবিতা।
কবিতা বলতে কী বোঝানো হয়?
কবিতা বলতে মূলত শব্দের ছন্দ বিশেষ এর সমাহার কে বোঝানো হয়, যেখানে একজন কবির সকল অনুভূতি থাকে। উদাহরণ হিসেবে বলা যায় যে একজন কবি পরিবেশ সম্পর্কে অনেক কিছু উপলব্ধি করতে পেরেছে এবং এ বিষয়ে লিখতে চায়।
কিন্তু লিখার সময় যখন সে কবি শব্দের সমাহার ছন্দ আকারে ব্যবহার করে তখন এটি কবিতার অন্তর্ভুক্ত হয়।
কবিতা লিখার মাধ্যমে কবির শব্দ জ্ঞানের আন্দাজ পাওয়া যায় এবং সেই সাথে সৌন্দর্য যথাযথ ব্যবহার ছন্দ আকারে উপলব্ধি করা যায়।
আরও পড়ুন: জীববৈচিত্র্য কাকে বলে?