এশিয়া মহাদেশের দেশ কয়টি? এশিয়া মহাদেশের ৪৯টি সার্বভৌম দেশ

আজকে আমরা এশিয়া মহাদেশের দেশ কয়টি এবং দেশগুলোর নাম সম্পর্কে আপনাদেরকে জানাতে এসেছি। আশা করি আপনারা আমাদের চেষ্টা বিফলে করবেন না এবং আমাদের পোষ্টের সম্পূর্ণ পড়ে এশিয়া মহাদেশের দেশগুলোর নাম জানবেন।

এশিয়া মহাদেশের দেশ কয়টি
এশিয়া মহাদেশের দেশ কয়টি?

এশিয়া মহাদেশের দেশ কয়টি: এশিয়া মহাদেশে ৪৯টি দেশ আছে এবং এই ৪৯টি দেশের নিজস্ব রাজধানী এবং নিজস্ব মুদ্রা আছে। কিন্তু আজকের এই পোস্টটিতে আমি শুধুমাত্র এই ৪৯ টি দেশের নাম শুধুমাত্র উল্লেখ করব এবং আপনাদেরকে জানাবো।

নিচে এশিয়া মহাদেশে থাকা ৪৯ টি দেশের নাম উল্লেখ করা হলো:

  • বাংলাদেশ,
  • নেপাল,  
  • পাকিস্তান,
  • আজারবাইজান,
  • আফগানিস্তান,    
  • আর্মেনিয়া,
  • ইন্দোনেশিয়া,
  • ইয়েমেন,
  • ইরাক,
  • ইরান,
  • ইসরাইল,
  • উজবেকিস্তান,
  • উত্তর কোরিয়া,
  • ওমান মাসকট,
  • কম্বোডিয়া,
  • কাজাকিস্তান,
  • কাতার,
  • কিরগিজিস্তান,
  • কুয়েত,
  • চীন,
  • জর্ডান,
  • জাপান,
  • জর্জিয়া,
  • তাইওয়ান,
  • তাজিকিস্তান,
  • তুরস্ক,
  • তুর্কমেনিস্তান,
  • থাইল্যান্ড,
  • দক্ষিণ কোরিয়া,
  • পূর্ব তিমুর,
  • ফিলিপাইন,
  • ফিলিস্তিন,
  • বাহরাইন,
  • ব্রুনাই,
  • ভারত,
  • ভিয়েতনাম,
  • ভুটান,
  • রাশিয়া,
  • মঙ্গোলিয়া,
  • মায়ানমার,
  • মালদ্বীপ,
  • মালেশিয়া,
  • মিশর,
  • লাওস,
  • লেবানন,
  • শ্রীলংকা,
  • সংযুক্ত আরব আমিরাত,
  • সিঙ্গাপুর,
  • সিরিয়া,
  • সৌদি আরব।

এগুলো হলো এশিয়া মহাদেশের ৪৯টি দেশের নাম এবং আশা করি এই ৪৯ টি নাম আপনাদের জ্ঞান বৃদ্ধি করবে। আমরা বাংলাদেশিরাও কিন্তু এই এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত তাই এই মহাদেশের সম্পর্কে বিশেষ জ্ঞান ধারণ করে রাখা আবশ্যক ।.

এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি?

আমরা হয়তোবা অনেকে অনেককে সবচেয়ে বড় দেশ সম্পর্কে নাম জিজ্ঞাসা করতে দেখেছি কিন্তু আজকে ছোটদের সম্পর্কে। কেননা এখানে উল্লেখিত সবচেয়ে বড় দেশ রাশিয়া হবে কেননা এশিয়া মহাদেশের রাশিয়া আছে বড় দেশ আর নেই।

এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশটির নাম হল মালদ্বীপ এবং এশিয়া মহাদেশের মধ্যে উপস্থিত এটি সবচেয়ে ছোট দেশ। কেননা এশিয়া মহাদেশে উপস্থিত সবচেয়ে ছোট দেশ মালদ্বীপের আয়তন হচ্ছে মাত্র ২৯৮ বর্গ কিলোমিটার।

শেষ কথা:

তাহলে বন্ধুরা আজকের আমাদের এই পোস্টটি ছিল এ পর্যন্তই এবং পোস্টে আশা করে আপনাদেরকে জ্ঞানমূলক হিসেবে লেগেছে। কেননা আজকের এই পোস্টটিতে আমরা এশিয়া মহাদেশের দেশ কয়টি এবং সেই দেশগুলোর নাম সম্পর্কে বলেছি।

আর অবশ্যই এরকম নতুন নতুন জ্ঞান সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। কেননা এখানে আমরা বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞান বিষয়ক প্রশ্ন এবং তাদের উত্তর মাঝে মাঝে পাবলিশ করে থাকি।

আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top