এশার নামাজ কয় রাকাত: এশার নামাজ মোট ১৫ রাকাত, প্রথমে ৪ রাকাত সুন্নত তারপর ৪ রাকাত ফরয, ২ রাকাত সুন্নত, ২ রাকাত নফল, সর্বশেষ ৩ রাকাত বিতর। আর অবশ্যই এশার নামাজ আমাদের মুসলিমকে আদায় করতে হবে এবং এশার নামাজ আদায় করার বিশেষ কিছু ফজিলত বান্দার রয়েছে।
এশার নামাজ হচ্ছে রাতের নামাজ এবং এই নামাজে মোট ১৫ রাকাত বান্দাকে নামাজ আদায় করতে হয় এবং সিজদায় যেতে হয়। নামাজের বিষয়ে যেহেতু পাঁচ ওয়াক্ত নামাজ মানুষের উপর ফরজ করেছেন সেহেতু অবশ্যই এzশারের নামাজ উক্ত পাঁচ ওয়াক্তের মধ্যে শামিল।
আর ফজিলতের বিষয় বিবেচনা না করে যেহেতু, এশার নামাজ ফরজ নামাজের অন্তর্ভুক্ত তাই এটিকে প্রাধান্য দিতে হবে আদায়।
আর সালাত আদায় করার জন্য এবং পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার জন্য অবশ্যই এশারের নামাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনার ঈমানের।
এখন আমরা জানতে যাব যে কিভাবে এশারের এই ১৫ রাকাত আপনি আদায় করবেন এবং নিয়ত কিভাবে করবেন। তবে অবশ্যই আমি এখানে এশার নামাজের এই নিয়ত গুলো বাংলায় বলে দেওয়ার চেষ্টা করব কেননা অধিকাংশ মানুষ আরবি জানে না।
আর বাংলা নিয়ত করলে কোন ভুল হয় না যদিওবা আরবি নিয়ত মুখস্ত করার পর সঠিকমত উচ্চারণ না হওয়ার কারণে ভুল হয়। কিন্তু বাংলা উচ্চারণ আমাদের দ্বারা স্পষ্ট হয়ে আমি অবশ্যই বলব ভুল না করে সঠিকভাবে বাংলায় নিয়ত করে নিন নামাজের।
এশারের চার রাকাত সুন্নত নামাজ
এশার নামাজে উপস্থিত হওয়ার পর এশারের ফরজ নামাজের পূর্বে চার রাকাত সুন্নত নামাজ রয়েছে এবং ফজিলত রয়েছে। এশারের এই চার রাকাত সুন্নত নামাজ অবশ্যই আমাদেরকে আমল করা প্রয়োজন হবে কিন্তু বর্তমানে অধিকাংশ মানুষ এটি আদায় করে না।
তাই আপনাকে আমি বলব, ইবাদত করতে পিছপা হবেন না বরং যথাযথভাবে এশার ফরজ নামাজের পূর্বে চার রাকাত সুন্নত আদায় করা। আর সুন্নত আদায়ের জন্য আপনাকে স্বাভাবিকভাবে নামাজ আদায় করতে হবে এবং এর জন্য অন্য কোন ধরনের নিয়ত নেই।
- প্রথমে নিয়ত: হে আল্লাহ আমি সন্তুষ্টি আদায়ের জন্য পশ্চিম দিকে কিবলা হয়ে এশারের চার রাকাত সুন্নত আদায় করতেছি।
- এরপর যথারীতি আল্লাহু আকবার বলে দুই হাত যথা মত স্থানে একত্রিত করে প্রথমে ছানা পড়া।
- পরবর্তীতে সূরা ফাতিহার সঙ্গে একটি সূরা মিলিয়ে পড়া এবং অতঃপর রুকুতে গিয়ে তাসবিহ করা।
- অতঃপর রুকু থেকে দাঁড়িয়ে কিছু সময় অপেক্ষা করা এবং তারপর সিজদায় লুটিয়ে পড়া।
- সিজদা দেওয়ার পর অবশ্যই এর পরবর্তী রাকাতে পুনরায় দাঁড়িয়ে পূর্বের নিয়মে সঠিক নামাজ আদায় করা।
- তবে মনে রাখবেন আপনার নামাজের সিরিয়াল যেন ঠিক থাকে অর্থাৎ যে সূরা পাঠ করবেন সেগুলো যেন সিরিয়ালে থাকে।
- এবং দুই রাকাতের পর আপনি বৈঠকে বসবেন এবং আত্তাহিয়াতু পরে পুনরায় আবার দুই রাকাত পড়ে নিবেন নামাজ।
- আর এই দুই রাকাত শেষ করার মাধ্যমে আপনার মোট চার রাকাত সুন্নত শেষ হবে বৈঠক শেষ করার মাধ্যমে।
আপনি এইভাবে নামাজ আদায় করবেন এবং অবশ্যই আপনাকে সঠিক নিয়মে সূরা তেলাওয়াত করতে হবে নামাজে। এশার নামাজের ফজিলত অনেক বেশি এবং আল্লাহ তাআলা হতে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে এশার নামাজ অনেক বেশি দরকার।
এশারের চার রাকাত ফরজ নামাজ
এশারের চার রাকাত সুন্নত নামাজের পর জামাতের সহিত পুরুষ হলে আদায় করতে হবে চার রাকাত ফরজ এশার নামাজ। তবে জামাতের সহিত যারা বা যে সকল পুরুষ এশারের ফরজ নামাজ আদায় করে তাদের বেশি নিয়ম না জানলেও হয় জামাতের সহিত নামাজ আদায়।
তবে আমরা যারা মহিলা আছে তাদেরকে অবশ্যই সঠিকমতো নিয়ম অবলম্বন করে এশারের ফরজ আদায় করতে হবে:
- প্রথমে নিয়ত: হে আল্লাহ সন্তুষ্টি আদায়ের জন্য পশ্চিম দিকে কিবলা হয়ে চার রাকাত এশারের ফরজ আদায় করতেছি।
- এরপর আল্লাহু আকবার বলে দুই হাত একত্রিত করে ছানা, সূরা ফাতিহা ও নতুন একটি সূরা মিলিয়ে ভালোভাবে পড়তে হবে।
- এইভাবে পড়ার পর আপনাকে পড়ে রুকুতে যেতে হবে এবং রুকুর তাসবিহ তেলাওয়াত করতে হবে বেজোড়া সর্বনিম্ন ৩বার।
- এরপর রুকু থেকে দাঁড়াতে হবে এবং এক তাজবি পরিমাণ সময় নূন্যতম দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে।
- সিজদা দেওয়ায় এক রাকাতে শেষ হবে এবং পুনরায় দাঁড়িয়ে অনুরূপ নিয়মে আরেক রাকাত নামাজ পড়তে হবে।
- এইভাবে আপনার দুই রাকাতের শেষ হবে এবং এরপর আপনি বৈঠকে বসবেন এবং শুধু আত্তাহিয়াতু পাঠ করবেন তারপর পুনরায় দাঁড়াবেন।
- এরপর আপনাকে এশারের পরবর্তী দুই রাকাত আরো নামাজ আদায় করতে হবে যার পর এশার নামাজ চার রাকাত শেষ হবে।
- আর এশারের পরবর্তী এই দুই রাকাত নামাজ আপনাকে শুধুমাত্র সূরা ফাতিহা দিয়ে রুকুতে চলে যেতে হবে।
- আর এইভাবে এশারের ফরজ নামাজ আদায়ের মাধ্যমে আপনি শেষ বৈঠক শেষ করে এশারের ফরজ আদায় করবেন।
তাহলে অবশ্যই আপনি এইভাবে নিয়ম অবলম্বন করে যথারীতি এশারের ফরজ চার রাকাত নামাজ আদায় করে নিবেন। আর অবশ্যই আপনাকে নামাজ আদায় করার সময় লক্ষ্য রাখতে হবে যেন কোন সময় নিজের মন এদিক ওদিক শয়তানের ধোকায় না চলে যায়।
এশার নামাজ কয় রাকাত এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে ফরজ নামাজ এশারের এবং এই নিয়মে তা পালন করুন।
এশারের দুই রাকাত সুন্নত ও দুই রাকাত নফল নামাজ
এশার নামাজের পর অর্থাৎ এশারের ফরজ নামাজের পর প্রত্যেকটি বান্দাকে প্রথমে দুই রাকাত সুন্নত ও পরে দুই রাকাত নফল পড়তে হবে। এবং এক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিক নিয়মে নামাজ আদায় করতে হবে এশারের এই দুই রাকাত সুন্নত ও দুই রাকাত নফল নামাজ।
- প্রথমে নিয়ত: হে আল্লাহ আমি সন্তুষ্টি আদায়ের জন্য পশ্চিম দিকে কিবলা হয়ে এশারের ২ রাকাত সুন্নত আদায় করতেছি।
- এরপর আপনাকে দুইটি হাত আল্লাহু আকবার বলে বেঁধে নিতে হবে এবং সঠিক স্থানে বাধে ছানা পড়তে হবে।
- ছানা শেষ হওয়ার পর সূরা ফাতেহা পড়তে হবে এবং সূরা ফাতিহার পর আরেকটি সূরা মিলিয়ে রুকুতে যেতে হবে।
- রুকুর তাসবীহ পাঠ পর রুকু থেকে দাঁড়াতে হবে কিছু সময় এবং পরে সিজদায় যেতে হবে আপনাকে।
- সিজদা দেওয়ার মাধ্যমে দুইবার আপনার এক রাকাতে শেষ হবে এবং পুনরায় আর ১ রাকাতের জন্য দাঁড়াতে হবে।
- তবে অবশ্যই পরবর্তী রাকাতে আপনাকে এমন ভাবে সূরা পড়তে হবে সূরা ফাতিহার সাথে সূরাটি মিল থাকে সিরিয়াল।
- এইভাবে এশারের দুই রাকাত সুন্নত নামাজ আপনার শেষ বৈঠকের দ্বারা শেষ হবে এবং আল্লাহর গ্রহণযোগ্যতা পেতে পারেন।
আর এটি ছিল এশারের দুই রাকাত সুন্নত নামাজ আদায়ের নিয়ম এবং এই নিয়মে আপনাকে এশার নামাজ দুই রাকাত সুন্নত পড়তে হবে। আর ঠিক অনুরোধ নিয়মে আপনি এসারের দুই রাকাত নফল নামাজ পড়ে নিবেন তবে অবশ্যই নিয়ত শুধু পরিবর্তন হবে।
নিয়তে বলবেন: হে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য পশ্চিমে কিবলা হয় দুই রাকাত এশারের নফল আদায় করতেছি।
এশারের তিন রাকাত বেতের নামাজ
এশার নামাজের তিন রাকাত সর্বশেষ যে বেতের নামাজ রয়েছে এটি হচ্ছে মূলত এশারের ওয়াজিব নামাজ। আরো ওয়াজিব যেহেতু ফরজের সমতুল্য তাই অবশ্যই আমাদেরকে এশারের নামাজ আদায়ের যথাযথভাবে করার জন্য তিন রাকাত বেতের নামাজ পড়তে হবে।
যেভাবে আপনি এশারের তিন রাকাত বেতের নামাজ আদায় করবেন তা হলো:
- প্রথমে নিয়ত: হে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য পশ্চিমে কিবলা হয়ে তিন রাকাত বেতের নামাজ আদায় করতেছি।
- এরপর আল্লাহু আকবার তাকবির দিয়ে ছানা, সুরা ফাতেহা এবং একটি সূরা মিলিয়ে রুকু করতে হবে।
- রুকুতে যাওয়ার পর আপনাকে অবশ্যই রুকুর তাজবীদ পড়ার পর রুকু থেকে দাঁড়িয়ে সেজদায় যেতে হবে।
- সেজদায় যাওয়ার পর পুনরায় আপনাকে দাঁড়াতে হবে এবং অনুরূপভাবে আরও এক রাকাত নামাজ পড়ে বৈঠকে বসতে হবে।
- আত্তাহিয়াতু আয়াত করে পুনরায় দাঁড়াতে হবে এবং সূরা ফাতিহার সঙ্গে একটি ছোট সূরা মিলিয়ে পড়তে হবে।
- ছোট সূরা হিসেবে আপনি সূরা ইখলাস পড়তে পারেন এবং পুনরায় তাকবির দিবেন আল্লাহু আকবার এবং না দিলেও চলবে।
- পুনরায় তাকবীর দেওয়ার পর দোয়া কুনুত একবার পাঠ করার পর রুকুতে যেতে হবে এবং রুকু থেকে উঠে সিজদায় যেতে হবে।
- আর এইভাবে সিজদার থেকে উঠে আপনাকে শেষ বৈঠকে অবস্থান করে সঠিক মত সকল কিছু তেলাওয়াত করে ওয়াজিব শেষ করতে হবে।
আর এইভাবে আপনি নামাজ আদায় করবেন এশার এর ১৫ রাকাত এবং এভাবেই আপনার এশার নামাজ সমাপ্ত হবে। এশার নামাজের যে সকল ফজিলত রয়েছে তা হলো কোন বান্দা যদি এশারের নামাজ ও ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে।
আল্লাহ তাআলা উক্ত বান্দার আমলে সারারাত দাঁড়িয়ে নফল এবাদত করার সমান সওয়াব প্রদান করে। যা অবশ্যই আমাদের আমলনামা অনেক বেশি ভারি করে তুলতে পারবে এবং জান্নাতে প্রবেশ করাতে পারবে প্রত্যেকটি মুসলমান মানুষকে।
এশার নামাজ কয় রাকাত এই বিষয়টি এখান থেকে শেষ হলো এবং অবশ্যই এটি আপানর এশার নামজ পরতে দরকার হবে।
আরও পড়ুন: মুনাফিক কাকে বলে?