ঋণ কাকে বলে? ঋণ কত প্রকার ও কি কি?

ঋণ কাকে বলে: কোন প্রতিষ্ঠান বা ব্যাংক থেকে শর্ত সাপেক্ষে টাকা ধার নেওয়াকে ঋণ বলে। মূলত শর্ত সাপেক্ষে বলতে ঋণের বৈশিষ্ট্যকে বোঝানো হয় যেখানে, ঋণ পরিশোধ করার বিভিন্ন নিয়ম ও সময় উল্লেখ করা থাকে এবং তা মানতে হয়।

অর্থাৎ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে দেখা যায় যে মাসিক অথবা সাপ্তাহিক অনুযায়ী খন্ড বিশেষ টাকা পরিশোধ করা হয়।

আর এটি একটি শর্ত যে শর্ত অবলম্বন করে ব্যাংক থেকে ঋণ পাওয়া যায় এবং ব্যক্তিগত হলে যথাসময়ে পুরো টাকা দিতে হয়।

ঋণ কাকে বলে
ঋণ কাকে বলে?

অর্থাৎ ব্যক্তিগত যতগুলো ঋণ রয়েছে বা ব্যক্তিগতভাবে কারো কাছ থেকে টাকা ধার নেওয়া হলে। দেখা যায় যে শর্ত সাপেক্ষে অতিরিক্ত টাকা অথবা শর্ত সাপেক্ষে কোন নির্দিষ্ট একটি দিনে মোট টাকা একসঙ্গে পরিশোধ করতে হয় এবং এটাই ঋণ।

তাহলে বোঝা গেল যে ঋণ বলতে মূলত টাকা ধার নেওয়াকে বোঝানো হয় এবং এর মাঝে কোন না কোন শর্ত থাকে।

কেননা বিনা শর্তে টাকা প্রদান করলে বা ধার প্রদান করলে ওই টাকা বাধার পা মুশকিল এবং এর জন্য শর্ত আবশ্যক।

ঋণ কত প্রকার ও কি কি?

বর্তমান সময় পর্যন্ত ঋণ কত প্রকার ও কি কি এর কোন স্পষ্ট ধারণা বা উত্তর পাওয়া যায়নি এবং এটা কাল্পনিক। কেননা বিভিন্ন ধরনের ঋণ রয়েছে এবং এই ঋণ গুলোর উৎপত্তি বা শাখা সম্পর্কে না ধারণা থাকার কারণে ঋণের প্রকারভেদ বলা যায় না।

নিচে বেশ কয়েকটি ঋণের প্রকারভেদ সমূহ উল্লেখ করা হলো:

  • সুরক্ষিত ঋণ: এই ঋণের মধ্যে জামিনদার দিতে হয় অর্থাৎ সম্পদ জমা দিয়ে ঋণ নিতে হয়।
  • ব্যক্তিগত ঋণ: এই ঋণের মধ্যে পরিচিত কারো কাছ থেকে কয়েক দিনের জন্য অর্থ সম্পদের ঋণ নিতে হয়।
  • প্রাতিষ্ঠানিক ঋণ: প্রতিষ্ঠানিক ঋণ মূলত প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় এবং এটি ব্যবসার কাজে ব্যবহার করা যায়।
  • ব্যাংক ঋণ: মূলত বর্তমান সময় ব্যাংক ঋণ অনেক বেশি পরিচিত এবং এই দিনের মধ্যে খন্ড আকারে টাকা দিতে হয়।

এগুলো ছিল ঋণের কিছু প্রকারভেদ এবং এই প্রকারভেদ গুলো এখন পর্যন্ত পৃথক করা হয়নি এবং আরো প্রকারভেদ রয়েছে।

আরও পড়ুন: ঋতু কাকে বলে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top