ঊষা কাকে বলে: সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে যে ক্ষীণ আলো দেখা যায় তাকে ঊষা বলে। ঊষা হচ্ছে সূর্যোদয়ের বা প্রভাতের কিছু সময়ের আগের অবস্থা যখন পূর্ব আকাশে ক্ষীণ আলো দেখা যায় এবং এ আলো অতি সামান্য পরিমাণে হয়ে থাকে।
এই সময় সূর্য পূর্ব দিগন্ত রেখা থেকে মাত্র 18 ডিগ্রী নিচে থাকে এবং তখন থেকে ঊষামেরু শুরু হয়ে যায়।
আর এই ঊষা মূলত সূর্যোদয়ের আগে দেখা যায় এবং সূর্যোদয় হওয়ার আগেই প্রতিফলিত ক্ষীন আলোটি হচ্ছে এটি।
তাহলে আশা করে যে আপনারা উসা কাকে বলে এই বিষয়টির সংজ্ঞা পেয়ে গেছেন এবং ঊষা সম্পর্কে ধারণা পেয়েছেন। মূলত আমাদের আশেপাশে বেশ কয়েকটি বিষয় পরিলক্ষিত হলেও যারা সকালে ঘুম থেকে ওঠেনা তাদের মাঝে ঊষা বিষয়টি অস্পষ্ট।
ঊষার দিক ও উজ্জ্বলতা
ঊষার দিক হচ্ছে পূর্ব আকাশে অর্থাৎ উষা মূলত পূর্ব আকাশে দেখা যায় এবং পূর্ব আকাশে উদিত হয়।
পৃথিবীতে দিবারাতের ঘটনার সময় সূর্য যখন উদিত হয় তখন পূর্ব দিক থেকে উদিত হয় এবং ঊষা পূর্ব দিক থেকে আসে।
কেননা ঊষা হচ্ছে সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে ক্ষীণ আলো এবং এই ক্ষীণ আলো মূলত সূর্য থেকে আসে। এবং ঊষার উজ্জ্বলতা সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলা যায় যে এটি একটি ক্ষীণ আলো কিন্তু এর বেশি আরো কিছু তথ্য রয়েছে।
ঊষার উজ্জ্বলতা হচ্ছে যে যত সময় অতিবাহিত হয় ঊষার উজ্জ্বলতা তত বেশি বৃদ্ধি পায় এবং ক্ষীণ থেকে বড় হয়।
আর এইভাবে মূলত প্রভাতের মূল সূর্য উঠতে থাকে এবং ঊষার উজ্জ্বলতার ধীরে ধীরে বাড়তে থাকে এবং উজ্জ্বল হতে থাকে।
আরও পড়ুন: পিরামিড কাকে বলে?