উপযোগ কাকে বলে: কোন বস্তুর অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। উপযোগ বলতে কোন জিনিসের উপকারিতা বা অভাব পূরণের বিশেষ গুণকে বোঝানো হয়। উপযোগ মূলত ইংরেজি শব্দ utility থেকে এসেছে যার অর্থ হলো উপকার।
এই উপযোগ একটি মনগত ধারণা যা বস্তুর গুণের সাথে সম্পর্কিত এবং প্রত্যেকটি বস্তুর মধ্যে কোন না কোন গুণ থাকে (ভালো অথবা মন্দ)। বস্তুর মধ্যে থাকে এই গুণ দ্বারাই মানুষের অভাব ও পূরণ হয় এবং এই গুণ উক্ত বস্তুর উপযোগ হিসেবে বিবেচিত।
খাবার খাওয়ার ফলে আমাদের ক্ষুধা নিবারণ হয়, পোশাক পরিধানের ফলে আমাদের লজ্জাস্থানের অভাব পূরণ হয়। আবার সেই সাথে চিকিৎসা গ্রহণের মাধ্যমে আমরা সুস্থ হয়ে এবং বিভিন্ন সময় আমরা লেনদেন দ্বারা আমাদের অভাব পূরণ করে।
আর এইভাবে অভাব পূরণ করার ধারণাকে মূলত উপযোগ বলা হয়, যার দ্বারা অভাব পূরণ হয়ে থাকে।
অর্থাৎ অভাব পূরণের সঠিক ধারণা এবং অভাব পূরণের মাধ্যমকে উপযোগ বলা হয় যার দ্বারা আমাদের পার্থিক অভাব পূরণ হয়।
উপযোগ কত প্রকার ও কি কি?
উপযোগের কিছু প্রকারভেদ রয়েছে এবং আমাদেরকে উপযোগের এই প্রকারভেদ গুলো সম্পর্কে জানতে হবে বা নাম জানতে হবে। আপনি আজকের এখানে উপযোগের এই প্রকারভেদ গুলো সম্পর্কে স্পষ্ট নাম গুলো জানতে পারবেন।
উপযোগ প্রধানত পাঁচ প্রকার যেমন:
- রূপগত উপযোগ
- স্থানগত উপযোগ
- কালগত উপযোগ
- স্বত্বগত উপযোগ
- সেবাগত উপযোগ
এগুলো হলো উপযোগের প্রকারভেদ এবং এই প্রকারভেদ গুলো দ্বারা মূলত উপযোগ বিভক্ত করা হয়েছে।
আরও পড়ুন: অর্থনৈতিক ইতিহাস কাকে বলে?