ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের উৎপত্তি

ইসলাম শব্দের অর্থ কি: ইসলাম একটি আরবি শব্দ, যার অর্থ আত্মসমর্পণ করা, এবং অবশ্যই আত্মসমর্পণটি আল্লাহর জন্য হতে হবে।

আমরা অনেকেই আছি যারা মনে করে থাকি যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি বা ইসলাম মানেই হচ্ছে শান্তি।

একভাবে বলতে গেলে ইসলামের এই অর্থটি সঠিক তবে শুধুমাত্র ব্যবহারিক অর্থে বা সাধারণ দৃষ্টিপাতে।

সাধারণ দৃষ্টিপাতে ইসলাম যেহেতু শান্তির ধর্ম এবং এখানে কোন প্রকার অশান্তি ও বিশৃঙ্খলার বিধান নেই তাই এটিকে শান্তির ধর্ম বলে মনোনীত করা হয়। তবে শান্তির ধর্ম মাননীয় করা হলে যে এর মানে বা অর্থ শান্তি হবে এমনটি না বরং এর অর্থ অন্য হতে পারে।

আর এ রোগ বিবেচনার ওপর ভিত্তি করে ইসলাম ধর্মের প্রকৃত অর্থ যা বের হয় সেটি হচ্ছে আত্মসমর্পণ করা।

আর অবশ্যই আত্মসমর্পণটি হতে হবে আল্লাহ তায়ালার উদ্দেশ্যে এবং আল্লাহ তায়ালাকে রাজি করার জন্য।

ইসলাম শব্দের অর্থ কি
ইসলাম শব্দের অর্থ কি?

আমাদের সমাজের প্রতিটি মানুষকে অর্থাৎ সুশিক্ষিত মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় ইসলাম শব্দের আবিধানিক অর্থ কি তাহলে অধিকাংশই শান্তি বলা হবে তো করবে। কিন্তু এমনটা মোটেও না এটি শুধুমাত্র ইসলাম ধর্মের একটি অন্যতম বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত।

তবে ইসলাম ধর্মের প্রকৃত অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা অর্থাৎ ইসলাম ধর্মের বা ইসলাম সরদার প্রকৃত অর্থ হচ্ছে আত্মসমর্পণ। আপনি ইসলাম শব্দের অর্থ জানলেন কিন্তু তবুও শান্তি বলে সর্বক্ষেত্রে প্রচলিত করে বেড়ালের এমনটি সঠিক নয় তাই আপনি সঠিক অর্থ প্রয়োগ করুন।

ইসলাম ধর্মটি হচ্ছে একটা শান্তের ধর্ম এটা সত্য এবং ইসলাম শব্দের মানে শান্তি এমনটিও অনেক অংশে ভুল নয়।

তবে অবশ্যই আমাদেরকে সঠিক যে অর্থ ডিকশনারি থেকে পাওয়া যায় তাই আমাদেরকে ব্যবহার করা উচিত এমনটি উত্তম।

আর উত্তম বলে প্রত্যেকটি উত্তম কাজ হবে এমনটি না বরং এটি কথাবার্তাও হতে পারে। তাই অবশ্যই আমাদেরকে কথাবার্তারের উপর বিবেচনা করে উত্তম প্রদর্শনের ক্ষেত্রে ইসলাম শব্দের সঠিক অর্থ ব্যবহার করতে হবে।

তাহলে মনে রাখবেন ইসলাম শব্দের আভিধানিক অর্থ হল আত্মসমর্পণ করা এবং আত্মসমর্পণটি হতে হবে আল্লাহ তা’আলাকে রাজি করা উদ্দেশ্যে।

ইসলাম শব্দের উৎপত্তি

ইসলাম শব্দের উৎপত্তি হচ্ছে সিলমুন নামক একটি মূল ধাতু হতে এবং এই সিলমুন শব্দের অর্থই হচ্ছে শান্তি।

যার দ্বারা ইসলামকে শান্তির ধর্ম হিসেবে বিবেচনা করা যেতে পারে এবং ইসলামকে শান্তির ধর্ম হিসেবে আখ্যায়িত করা যেতে পারে।

এই ইসলাম শব্দটি যে মূলধাতু হতে উৎপত্তি হয়েছে সেই শব্দটিও হচ্ছে একটি আরবি শব্দ এবং শব্দটি দ্বারা শান্তিকে বুঝানো হয়।

ইসলাম যেহেতু একটি শান্তির ধর্ম তাই অবশ্যই এর মূল ধাতু হতে হবে শান্তি থেকে।

পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠায় উল্লেখ আছে যে ইসলাম শব্দটির মূল ধাতু বা মূল উৎপত্তি হচ্ছে সিলমুন এবং এটি সত্য না হলে কখনোই পাঠ্য বইয়ে উপস্থিতি থাকতো না। আশা করি আপনারা ইসলাম শব্দের অর্থ কি এবং ইসলাম শব্দটির উৎপত্তি কিভাবে হয়েছে সে সম্পর্কে ধারণা পেয়েছেন।

ইসলাম অবশ্যই একটি শান্তির ধর্ম এবং এখানে শান্তি সম্পর্কে প্রত্যেকটা নির্দেশনা উল্লেখ রয়েছে যাতে সমাজে শান্তিতে প্রতিষ্ঠিত হয়।

তবে আমাদের সমাজে অনেকেই আছেন যারা এই সকল বিষয় কোন ভুরুক্ষেপ না করে নিজের ইচ্ছেমতো চলাফেরা করে যা নিতান্তইজনক।

অবশ্যই আপনাকে আমাকে যেকোন প্রকার পদক্ষেপ অবলম্বন করতে হলে ইসলামকে অনুসরণ করতে হবে কেননা ইহার মাধ্যমে শান্তি লাভ করা সম্ভব।

আশা করে আমাদের আজকের এই প্রশ্নটি আপনাকে অনেক বেশি উপকৃত বলা মনে হয়েছে এবং জ্ঞানমূলক মূলক বলে মনে হয়েছে।

ইসলাম সম্পর্কে আপনার অন্য কোন প্রশ্ন থাকলে অবশ্যই আপনি জানাতে পারেন আমি সেই বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব অন্য একটি নতুন পোস্টে।

উপসংহার:

ইসলাম শব্দের অর্থ কি এবং ইসলাম শব্দটি কোথা থেকে উৎপন্ন হয়েছে এ বিষয়ের কিছু তথ্য এই পোস্টে আলোচনা করা হয়েছে। আর অবশ্যই আমি মনে করে ইসলাম ধর্ম সম্পর্কে সর্বপ্রথম যে বিষয়টি জানতে হবে আমাদেরকে সেটি হচ্ছে এই ইসলাম শব্দের অর্থ ও উৎপত্তি।

আর এজন্য আমরা ইতিমধ্যে ইসলাম শব্দের অর্থ এবং সেই সাথে এই শব্দটির উৎপত্তি উল্লেখ করেছে উপরের তথ্যগুলোতে।

আপনি যদি উপরের তথ্যগুলো না পড়ে থাকেন তাহলে অবশ্যই আমি বলব সেগুলো পড়ে নিন এবং ইসলাম অর্থ ও উৎপত্তি জানুন।

আমাদেরকে অবশ্যই ইসলাম ধর্মে অনুসারী হতে হলে আল্লাহর নিকট নিজেকে আত্মসমর্পণ করতে হবে এবং সিজদায় যেতে হবে। মহান রব্বুল আলামীন আমাদেরকে কিছু উদ্দেশ্য বা লক্ষ্য পূরণের জন্য প্রেরণ করেছেন এবং সে উদ্দেশ্য হচ্ছে তিনার সন্তুষ্টি অর্জন।

আর ইসলাম এই শব্দটির অর্থই যেহেতু হচ্ছে আত্মসমর্পণ করা সেহেতু অবশ্যই ইসলামে নিজেকে আত্মসমর্পণ করতে হবে।

নিজেকে এমন ভাবে আত্মসমর্পণ করে উপস্থাপন করতে হবে যেন মহান রব্বুল আলামীনের সন্তুষ্টি অর্জন হয় এবং আত্মসমর্পণ সার্থক হয়।

আরও পড়ুন: মাশাআল্লাহ অর্থ কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!