ইসলাম কাকে বলে? ইসলামের সংজ্ঞা, পরিচয় ও মূল স্তম্ভ

ইসলাম কাকে বলে: আল্লাহ তাআলার প্রতি আন্তরিকভাবে দৃঢ় বিশ্বাস স্থাপন করে তার নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা, বিনা দ্বিধায় তার যাবতীয় আদেশ নিষেধের প্রতি অনুগত হওয়া এবং তার দেওয়া সকল বিধান ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) এর দেখানো সরল পথ অনুসরণ করে জীবন পরিচালনা করাকে ইসলাম বলে।

এই ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। যেখানে বিশ্বজগতের সৃষ্টি, ধ্বংস, ইহকালের সব প্রয়োজনীয় বিষয়, মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন সবকিছুই সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। মানবজাতির জন্য জীবন পরিচালনার ক্ষেত্রে এমন কোন দিক নিয়ে যা ইসলামে উল্লেখ করা হয়নি। 

ইসলাম কাকে বলে
ইসলাম কাকে বলে?

সহজভাবে, ইসলামের সংজ্ঞা: মহান আল্লাহ তা’আলা ও তাঁর রাসূলের প্রতি অনুগত্য হওয়ার মাধ্যমে শান্তির পথে জীবন গড়ার প্রক্রিয়াকে ইসলাম বলে।

ব্যবহারিক অর্থের দিক দিয়ে ইসলাম বলতে বুঝায়,  আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি অনুগত্য হওয়া এবং জীবন পরিচালনা করা।

ইসলাম কি?

ইসলাম কি: ইসলাম হচ্ছে একটি আরবি শব্দ যেটি “আল ইসলাম” শব্দটি হতে এসেছে। ইসলাম শব্দটির আভিধানিক অর্থ হলো আনুগত্য করা, আত্মসমর্পণ করা এবং শান্তির পথে জীবন পরিচালনা করা ইত্যাদি। ইসলাম শব্দটি সিলমন মূল ধাতু হতে নির্গত বা আগত,  এখানে সিলমন শব্দের অর্থ হচ্ছে শান্তি। 

সহজ ভাবে বলতে গেলে, শান্তির পথে জীবন পরিচালনা করা এবং দুনিয়া ও আখিরাতে শান্তিময় জীবন লাভ করতে পারাই হচ্ছে ইসলাম।

ইসলাম হচ্ছে সর্বজনীন ধর্ম অর্থাৎ সর্বজনীনভাবে স্বীকৃত একটি ধর্ম। এই  শান্তির ধর্মটি কোন কাল, অঞ্চল বা জাতির জন্য সীমাবদ্ধ নয়।

অন্যান্য ধর্মের নামকরণ সেসব ধর্মের প্রবর্তক, প্রচারক, অনুসারী কিংবা জাতির নাম হিসেবে রাখা হয়েছিল।

কিন্তু ইসলাম হচ্ছে সর্বজনীনভাবে স্বীকৃত একটি ধর্ম এবং একারণে এর নামকরণ কারণ আমের সাথে করা হয়নি। বরং এটি তো আল্লাহ তাআলা এর মাধ্যমে নাযিলকৃত একটি নাম। ইসলাম হচ্ছে মানবজাতির জন্য একটি বিশেষ নিয়ামত। ইসলাম হলো আল্লাহ তায়ালার প্রবর্তিত ধর্ম বা জীবন বিধান শান্তিময় জীবন পরিচালনার বিধান।

ইসলামকে শান্তির ধর্ম বলা হয় কেন? 

ইসলাম শব্দটি আরবি শব্দ, যেটি সিলমুন মূলধাতু হতে এসেছে, সিলমন শব্দের অর্থ শান্তি এবং এখানে বোঝা যায় ইসলামের উদ্দেশ্য শান্তি।

ইসলাম মানুষকে শান্তির পথে চলতে সাহায্য করে এবং জীবন পরিচালনার ক্ষেত্রে শান্তি কে বেশি প্রাধান্য দেয়।

ইসলামে বিধি বিধান মেনে চললে দুনিয়া ও আখিরাতে পরিপূর্ণভাবে শান্তিময় জীবন লাভ করতে পারে এবং সর্বক্ষেত্রে কল্যাণ লাভ করতে পারে।

আর যেহেতু ইসলাম সর্বক্ষেত্রে শান্তি পরিচালনা করে এজন্য ইসলামকে শান্তির ধর্ম বলা হয়।

মানুষের জন্ম হতে মৃত্যু পর্যন্ত যত সকল কাজকর্ম রয়েছে তার যথাযথ দিগনির্দেশনা ইসলামের মধ্যে বিদ্যমান। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক রাজনৈতিক এবং আন্তর্জাতিক সকল বিষয় ইসলামের যথাযথভাবে বর্ণনা করা হয়েছে, এমনকি মানুষের মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কেও এখানে বর্ণনা রয়েছে।

অর্থাৎ ইহার দ্বারা স্পষ্ট ইসলাম এমন একটি ধর্ম যেখানে সকল বিষয়ে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় তার উল্লেখ রয়েছে।

আর ইসলামের দ্বারা যেহেতু সর্বক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠিত হয় তাই ইসলামকে মূলত শান্তির ধর্ম বলে আখ্যায়িত করা হয়েছে।

ইসলামের পরিচয়

ইসলাম কাকে বলে এ বিষয়ে পরিপূর্ণভাবে আলোকপাত করতে গেলে আমাদেরকে অবশ্যই ইসলামের পরিচয় সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন। ইসলামের পরিচয় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আলেমগণ বিভিন্ন ধরনের পরিচয় প্রদান করেছেন। নিচে কিছু বিখ্যাত এবং সুস্পষ্ট ইসলামের পরিচয়গুলো আপনাদের মাঝে উল্লেখ করা হলো:

১.) হাদিস হতে মহানবী (স.) ইসলাম সম্পর্কে সুন্দরভাবে যে মূল পরিচয়টি তুলে ধরেছিলেন সেটি হলো:

ইসলাম হলো: তুমি একথায় সাক্ষ্য দেবে যে, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ/ইলাহ নেই ও মুহাম্মদ (স.) হলো আল্লাহ তাআলার রসূল।

সেই সাথে সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে, রমজান মাসে রোজা পালন করবে এবং সামর্থ্য হলে বায়তুল্লায় হজ আদায় করবে। (বুখারী ও মুসলিম হাদিস)

২.) আল্লাহ তাআলা নিজে ইসলাম সম্পর্কে যে পরিচয়টি তুলে ধরেছেন সেটি হলো:

নিশ্চয়ই আমার নিকট ( অর্থাৎ আল্লাহর নিকট) ইসলামের হলো একমাত্র মনোনীত ধর্ম ও জীবন ব্যবস্থা। (সূরা আল ইমরান-১৯ হতে বর্ণিত)

ইসলামের মূল স্তম্ভ

আল্লাহ তাআলার একমাত্র মনোনীত শান্তির ধর্ম হচ্ছে ইসলাম। আর এই ইসলামের অবশ্যই বা এই ইসলাম ধর্মের অবশ্যই মূল স্থম্ভ রয়েছে।

ইসলাম ধর্মের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি, যথা:

  • কালেমা বা স্বীকার করা।
  • সালাত বা নামাজ।
  • সিয়াম বা রোজা।
  • যাকাত বা দান করা।
  • হজ বা মক্কা ভ্রমণ করা।

এগুলো হলো ইসলামের মূল স্থম্ব এবং এগুলোর উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম সম্পর্কে যাবতীয় তথ্য অর্জন করার জন্য অবশ্যই আপনাকে একজন খাঁটি মুসলমান হতে হবে এবং দ্বীনের কাজে লেগে থাকতে হবে।

ইসলাম সম্পর্কে পোস্টে তুচ্ছ জ্ঞান প্রদান করা হয়েছে কেননা একটি পোস্টের মাধ্যমে ইসলাম সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান প্রদান করা সম্ভব নয়।

শুধুমাত্র আমাদের ওয়েবসাইট নয় বরং প্রত্যেকটি ওয়েবসাইটের পক্ষে এটি অসম্ভব যে একটি পোষ্টের মাধ্যমে ইসলাম সম্পর্কে সমস্ত জ্ঞান প্রদান করা।

তবে আমরা অবশ্যই চেষ্টা করব একাধিক পোস্টের মাধ্যমে ধীরে ধীরে ইসলাম সম্পর্কে যাবতীয় জ্ঞান প্রদান করার। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এবং এই শান্তির ধর্মে জীবন পরিচালনা করার জন্য অবশ্যই ইসলামের আদেশ, নিষেধ ও বিশ্বাস স্থাপন করে চলতে হবে।

আরও পড়ুন: আকাইদ কাকে বলে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top