ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম সম্পর্কে জানার পূর্বে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে ইউরোপে কয়টি দেশ রয়েছে। মহাদেশের আওতাভুক্ত কয়টি দেশ পড়ে এবং তারপর আমরা এই দেশগুলোর নাম সম্পর্কে জানব, এতে আমাদের জানতে সুবিধা হবে।

মূলত ইউরোপ মহাদেশের মধ্যে মোট ৫০ টি দেশ রয়েছে, এবং এই ৫০ টি দেশের আবার নিজস্ব রাজধানী রয়েছে। কিন্তু আজকে আমরা এই পোস্টটিতে শুধুমাত্র এই দেশগুলোর নাম গুলো সম্পর্কে আলোচনা করব এবং আপনাদেরকে জানাবো।
নিচে ৫০টি ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম উল্লেখ করা হলো:
- জার্মানি,
- যুক্তরাজ্য,
- ইতালি,
- ফ্রান্স,
- রাশিয়া,
- পোল্যান্ড,
- ইউক্রেন,
- স্পেন,
- বেলজিয়াম,
- নেদারল্যান্ড,
- রোমানিয়া,
- চেক প্রজাতন্ত্র,
- পর্তুগাল,
- গ্রিস,
- সুইডেন,
- অস্ট্রেলিয়া,
- হাঙ্গেরি,
- বেলারুশ,
- অস্ট্রিয়া,
- সার্বিয়া,
- সুইজারল্যান্ড,
- বুলগেরিয়া,
- ডেনমার্ক,
- ফিনল্যান্ড,
- নরওয়ে,
- স্লোবাসিয়া,
- আয়ারল্যান্ড,
- ক্রোয়েশিয়া,
- মোলদোভা,
- বসনিয়া,
- আলবেনিয়া,
- লিথুয়ানিয়া,
- উত্তর মেসিডোনিয়া,
- স্লোভেনিয়া,
- লাটভিয়া,
- এস্তোনিয়া,
- মন্টিনিগ্রো,
- লুক্সেমবার্গ,
- মাল্টা,
- আইসল্যান্ড,
- অ্যান্ডোরা,
- মোনাকো,
- লিচেনস্টাইন,
- সান মারিনো,
- ভ্যাটিকান সিটি,
- কসোভো,
- ইংল্যান্ড,
- এনডোরা,
- সাইপ্রাস,
- আর্মেনিয়া,
- জর্জিয়া।
এগুলো হলো ইউরোপ মহাদেশে উপস্থিত মোট ৫০টি দেশ এবং এই ৫০টি দেশের নামসমূহ ও এই নামসমূহের তালিকা। তবে যাই হোক আমাদের মধ্যে অনেকে হয়তোবা মনে করে থাকেন যে ইউরোপ মহাদেশের মোট ২৬ টি দেশ রয়েছে।
আসলে আপনি বুঝতে ভুল করেছেন কেননা ইউরোপে অন্তর্ভুক্ত রয়েছে ২০টি দেশ কিন্তু ইউরোপ মহাদেশে উপস্থিত আছে ৫০টি দেশ। অর্থাৎ মহাদেশ এবং ইউরোপ এই দুইটির মধ্যে বুঝবেন পার্থক্য আছে এবং এই দুইটির উপর ভিত্তি করে দেড় সংখ্যা হিসেবে হয়েছে।
ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি?
আমরা ইতিমধ্যে ইউরোপে মহাদেশের প্রত্যেকটি দেশের নাম সম্পর্কে জানলাম কিন্তু এখনো কিছু জানা বাকি রয়ে গেছে। আর যে বিষয়টি জানা বাকি রয়ে গেছে সে বিষয়টি হলো ইউরোপ ও মহাদেশে উপস্থিত সবচেয়ে বড় দেশ কোনটি।
মূলত ইউরোপ মহাদেশের মধ্যে মোট ৫০টি দেশ রয়েছে এবং আয়তনের দিক দিয়ে ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় একটি দেশ রয়েছে। আর ইউরোপ মহাদেশে উপস্থিতি সবচেয়ে বড় এই দেশটির নাম হলো রাশিয়া, যেটি আয়তনের দিক দিয়ে অনেক বড়।
আপনি এই দেশটির আয়তন এই বিষয়টি দিয়ে চিন্তা করতে পারেন যে এর একদিকে দিন হলে অন্যদিকে রাত থাকে। অর্থাৎ এর আয়তন এতটাই বিশাল যে এর এক অংশ দিনের মধ্যে পড়ে যায় এবং আরেক অংশ রাত্রিরের মধ্যে পড়ে যায়, তাহলে বুঝুন দৈর্ঘ্য কতটা।
শেষ কথা:
বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পোষ্টের মধ্যে শেষ পর্যন্ত থাকার জন্য এবং ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম সম্পর্কে জানার জন্য। আর অবশ্যই সাধারণ জ্ঞান বিষয় আপনার জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করতে এই পোস্টটি কার্যকর।
আর অবশ্যই এই পোস্টে কার্যকর হবে কেননা এই পোস্টটিতে আমি আপনার ভুল ধারণা দূর করেছে এবং দেশগুলোর নাম বলেছি। যে দেশগুলো ইউরোপ মহাদেশের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং সেই সাথে এই দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় দেশটির নাম বলেছি।
আরও পড়ুন: বাংলাদেশের ৮ টি বিভাগের নাম।