আল আকসা মসজিদ কোথায় অবস্থিত: আল আকসা মসজিদ জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত। মুসলমানদের নিকট সবচেয়ে পবিত্র স্থানের মধ্যে আল আসকা মসজিদ হচ্ছে তৃতীয় নম্বর পবিত্র স্থান যেটি অনেক প্রাচীন মসজিদ।
পবিত্র আল আসকা মসজিদ হতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) ৬৩২ খ্রিস্টাব্দে বেরাকে চড়ে মিরাজ গমন করেছিলেন। আবার সেই সাথে তিনি এই মসজিদে সকল নবী-রাসূলদের সঙ্গে একত্রে মিলে নামাজ সহ আদায় করেছিলেন।
ধর্মীয়ভাবে আল আজকা হচ্ছে খুবই ঐতিহ্যবাহী এবং গুরুত্ববাহী একটি মসজিদ মুসলমানদের জন্য এবং এটি প্রথম কেবলা ছিল।

সেই সাথে ইসলামের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ স্থান হিসেবে পরিচিতি অর্জন করেছে জেরুজালেম কেননা এই জেরুজালেমে আল আকসা মসজিদ রয়েছে।
ইসলামের অন্যতম একটি ঐতিহ্যবাহী এবং রুদ্ধ বাহি স্থাপনা হচ্ছে আল আসকা মসজিদ, যা অবশ্যই একটি পবিত্র স্থান। মসজিদুল আকসা অর্থ হচ্ছে দূরের মসজিদ। আল আসকা মসজিদ ইসলামে সর্বপ্রথম কিবলা হিসেবে ব্যবহৃত হয়েছে সালাত আদায়ের জন্য।
বর্তমানে এই মসজিদটি মুসলমানদের অধিকার থাকলেও ভৌগোলিকভাবে এ অঞ্চলটি দখল করে রেখেছে ইসরাইল।
আর আল আকসা মসজিদ হচ্ছে আমাদের মুসলমানদের জন্য অবশ্যই একটি বিশেষ স্থান আমল করার জন্য আল্লাহর।
আল আকসা মসজিদ নির্মাণের ঘটনা
বর্ণিত আছে যে পবিত্র কাবা শরীফ নির্মাণে ৪০ বছর পর হযরত ইয়াকুব (আ.) জেরুজালেমে মসজিদুল আকসা নির্মাণ করেন। পরবর্তীতে হযরত দাউদ (আ.) এর নেতৃত্বে হযরত সুলাইমান (আ.) মসজিদটি পুনরায় নির্মাণ করেন এবং এটি ছিল মেরামতের মতো।
পূর্বে এই মসজিদের নাম ছিল বায়তুল মাকদিস, এবং পরবর্তীতে কুরআনে এর নামকরণ করা হয় আল মসজিদুল আকসা।
পবিত্রতার দিক দিয়ে মক্কা এবং মদিনার পর তৃতীয় নম্বরে আল আকসা মসজিদের অবস্থান রয়েছে এবং এটি অবশ্যই পবিত্র স্থান।
কাবা শরীফের পূর্বে এই মসজিদটি ছিল মুসলমানদের জন্য সর্বপ্রথম কেবলা, যার দিকে কেবলা করে মুসলমান গণে নামাজ আদায় করত। আল কুরআনে উল্লেখিত বিভিন্ন পবিত্র স্থানগুলোর মধ্যে এই স্থানটি হচ্ছে অন্যতম। আমাদের প্রিয় নবী মসজিদুল আকসা ভ্রমণের উপর অনেক বেশি উৎসাহিত করেছেন।
আর এটি ছিল আল-আকসা মসজিদে নির্মাণের ঘটনা এবং ইহাদার স্পষ্ট যে আল আকসা মসজিদ দুইবারের মতো নির্মাণ করা হয়েছে।
আর দুইবারের মতো নির্মাণ করা হয়েছে বলতে এখানে পরবর্তীতে নির্মাণ উন্নত করে তৈরি করা হয়েছে আল আকসা মসজিদ।
শেষ কথা:
আল আকসা মসজিদ কোথায় অবস্থিত এবং আল আজকা মসজিদ নির্মাণের ঘটনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি আপনি পুরো পোস্টটি ভালভাবে উপভোগ করেছেন এবং জ্ঞান অর্জন করেছেন আল আকসা মসজিদের অবস্থান ও নির্মাণের ঘটনা সম্পর্কে।
যেহেতু আল আকসা মসজিদ মুসলমানদের জন্য একটি পবিত্র স্থান তাই আপনারা নিশ্চয়ই এই মসজিদে ভ্রমণ করতে পারেন।
যেহেতু ইসলাম এবং প্রিয় নবী আমাদেরকে এখানে গমন করতে আমাদেরকে উৎসাহিত করেছেন তাই গমন করে আমাদের প্রয়োজন।
আপনি যদি সামান্য সময়ের জন্য শান্তি পেতে চান এবং ইসলামকে কিছুটা হলে উপলব্ধি করতে চান তাহলে এখানে ভ্রমন করুন।
ইসলামের ঐতিহাসিক স্থাপনের দিক দিয়ে এটি অনেক বেশি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে আল আকসা মসজিদ এবং মসজিদের অবস্থান।
এগুলা ছিল আল-আকসা মসজিদের অবস্থান এবং নির্মাণের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পবিত্র স্থানের।
আর অবশ্যই আমাদেরকে পবিত্র স্থানের তথ্য সম্পর্কে জানতে হলে আল আকসা নামক পবিত্র মসজিদের অবস্থান জানা রাখা দরকার।
আরও পড়ুন: ইসলামিক পিক।