আল্লাহু আকবারের প্রকৃত অর্থ কি: আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ সবকিছু থেকে মহান, এটাই সর্বোচ্চ এবং সর্বোত্তম উপায় আল্লাহ তাআলার মহিমা ঘোষণা করা। কিন্তু আল্লাহু আকবারের একটি গভীর অর্থ আছে, এটি শুধুমাত্র আল্লাহু আকবার নয় বরং এটি আল্লাহু আকবারুন কুল্লি শাইয়িন যার অর্থ আল্লাহর সবকিছু থেকেই মহান।
যখন আমরা আল্লাহু আকবার বলে তখন এর দ্বারা পুরো বাক্যকে বোঝানো হয় অর্থাৎআল্লাহু আকবার কুল্লি শাইয়িনকে বোঝানো হয়।
যখন নামাজ শুরু করি তখন আল্লাহু আকবার বলে শুরু করি এবং ইহা দ্বারা বোঝায় সবকিছু থেকে মহান সেই আল্লাহ তায়ালা।
এবং তিনার নামে আমরা আল্লাহ তাআলার জন্য ইবাদত শুরু করি এবং তিনার মহিমা ও মহান গুণ বর্ণনা করে।
আল্লাহ তাআলা আসলে সকল কিছুরকে মহান কেননা তিনি যা কিছু করেন সবকিছু মঙ্গলের জন্য এবং শুভ হওয়ার জন্য।
আবার তিনি বান্দার মন পরীক্ষা করেন বিভিন্ন প্রকার আপদ বিপদ বালা মুসিবত প্রদান করে এবং সেই সাথে আজব গজব নাজিল করেন ওই সকল বান্দার উপর যারা মুখ ফিরিয়ে নিয়েছে ইসলাম থেকে।
ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এবং এই শান্তির ধর্ম সরাসরি সে মহান আল্লাহ তায়ালার কাছ থেকে নাযিল হয়েছে। আমরাায় প্রায় প্রত্যেকটি কাজে কোথায় আল্লাহ তালাকে মহান বলে দাবি করতে চাই এবং এই দাবী করার জন্যই আমরা আল্লাহু আকবার পাঠ করে থাকি।
আল্লাহু আকবার পাঠ করার মধ্যে দিয়ে রয়েছে অশেষ প্রকার ফজিলত এবং এই ফজিলত গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা আমার জন্য।
আবার বলা হয়েছে যে আল্লাহু আকবার বলে সালাত আদায় করার ফলে বান্দার মন আরো বেশি মনোযোগী হয়ে সালাত নিয়ে।
নামাজ বা সালাত আদায় করার মাধ্যমে মহান আল্লাহ তায়ালার সঙ্গে ভালোভাবে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়।
আল্লাহু আকবার শব্দের ব্যাকরণ ব্যাখ্যা
আল্লাহু আকবার হচ্ছে Comparative sentence এবং এটি কোন প্রকার Superlative sentence নয়। আমরা সকলে জানি যে Comparative sentence বলতে তুলনা করা বোঝানো হয় এবং অপরদিকে Superlative sentence বলতে তুলনা করাকে বোঝানো হয় না।
এদিকে যেহেতু বলা হয়েছে আল্লাহ তা’আলা সবকিছু থেকে মহান অর্থাৎ এর মানে দ্বারা বোঝানো হয়েছে সবকিছুর সাথে তুলনা করা হয়েছে।
আল্লাহ তায়ালাকে যেহেতু সৃষ্টির সকল কিছু সঙ্গে তুলনা করা হয়েছে তাই আল্লাহু আকবার শব্দটিকে Comparative sentence বলা হয়।
Comparative sentence এর আরো একটি বৈশিষ্ট্য এখানে সর্বনিম্ন দুইটি বস্তুর উল্লেখ থাকবে এবং এই দুই বস্তুর মধ্যে তুলনা করা হয়।
আবার একাধিক বস্তু থাকলে সেই একাধিক বস্তুর সাথে তুলনা করলেও Comparative sentence হয়।
আল্লাহ তায়ালাকে যদি শয়তানের সাথে তুলনা করা হয় তাহলে আল্লাহ মহান কথাটি বলা যায় এবং এক্ষেত্রে এটিও একটি Comparative sentence। আর অন্যদিকে আল্লাহু আকবার বলতে সৃষ্টির যাবতীয় মাখলুকাত এবং দ্রব্য কে বোঝানো হয়েছে যার থেকে হচ্ছে আল্লাহ মহান।
সুতরাং বুঝায় গেল যে আল্লাহু আকবার শব্দটি ব্যাকারনের অর্থে Comparative sentence অন্তর্ভুক্ত।
Superlative sentence শব্দ না হওয়ার মূল কারণ কারো সঙ্গে তুলনা করা হয়েছে যেখানে Superlative বলতে তুলনা করার প্রশ্নই আসে না।
আল্লাহু আকবারের জিকির
আল্লাহু আকবারের রয়েছে নানা প্রকাশ জিকির, যেগুলোর মাধ্যমে আমরা আলাদা আলাদা সন্তুষ্ট অর্জন করতে পারি যথা:
- আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
- আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।
- লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানা আল্লাহি ওয়া বিহামদিহি।
আমরা নানাভাবে আল্লাহু আকবারের জিকির করে থাকে এবং এই জিকির গুলো আল্লাহ তাআলার নিকট অনেক বেশি প্রিয় হয়ে থাকে।
বলা হয়েছে কেউ যদি তার জিহ্বা জিকির দ্বারা তরতাজা রাখতে পারে তাহলে আল্লাহ সেই বান্দার উপর অনেক বেশি খুশি হন।
আবার কোন বান্দা যদি সব সময় জিকির করার মাধ্যমে মুখ তরতাজা করতে পারে তাহলে আল্লাহ তা’আলা তাঁর মুখ হতে কোন প্রকার অশ্লীল কথাবার্তা বের করেন না। দুনিয়া এবং আখিরাত উভয় স্থানে পূর্ণ লাভ করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ইসলামের যাবতীয় বিষয়ের উপর লক্ষ্য রেখে আল্লাহকে মহান মানতে হবে।
আল্লাহকে মহান মানার ক্ষেত্রে সর্বাপেক্ষা উত্তম চরিত্র এবং উত্তম দোয়া এবং উত্তম পন্থা হলো আল্লাহু আকবার তেলাওয়াত করা।
সর্বশ্রেষ্ঠ এবং সর্বাপেক্ষা উত্তম হিসেবে আল্লাহ তায়ালাকে বিবেচনা করার ক্ষেত্রে উত্তম দোয়া বা জিকির হলো আল্লাহু আকবার।
আশা করি আল্লাহু আকবার শব্দটি নিয়ে আপনারা অনেক বেশি চিন্তা ভাবনা করবেন এবং জিকিরে ব্যতিব্যস্ত হয়ে পড়বেন সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে।
শেষ কথা:
আল্লাহু আকবারের প্রকৃত অর্থ কি বা আল্লাহু আকবার শব্দের অর্থ কি এ বিষয়টি নিয়ে পরিপূর্ণ আলোকপাত করতে গিয়ে আমরা আল্লাহু আকবার শব্দের প্রকৃত ব্যবহার সম্পর্কে আলোচনা করে ফেলেছি।
ইসলামে আল্লাহু আকবার শব্দের প্রকৃত অর্থ কি এ বিষয়ে জ্ঞান রাখার যেমন আমাদের জরুরী ঠিক একইভাবে আল্লাহু আকবার শব্দটি নিয়ে জিকির করা আমাদের পক্ষে সবচেয়ে বেশি জরুরী। জিকির করার মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায় এবং যখন আল্লাহতালা নিকটবর্তী হবে তখন কোন সমস্যা থাকবে না।
আল্লাহু আকবার শব্দ বলতে মহান আল্লাহকে বোঝানো হয় এবং এখানে সৃষ্টির সকল জীব এবং মাখলুকাত এর সঙ্গে তুলনা করা হয়।
আল্লাহ তাআলা তিনার সকল গুণ দিয়ে পরিপূর্ণ এবং অনেক বেশি পরিচিতি অর্জন করেছে।
যতগুলো ভালো দিক রয়েছে তার পরিপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে আল্লাহ তায়ালার বৈশিষ্ট্য এবং বলা হয়েছে আল্লাহ তাআলা সকল গুণে গুণান্বিত।
যেহেতু আল্লাহ তাআলা সকল গুনে গুণান্বিত তাই আল্লাহ তায়ালা সবচেয়ে মহান কেননা একটি মাখলুকাতের মধ্যে সকল গুণ পরিলক্ষিত হয় না।
আমি আবার বলবো আল্লাহু আকবার জিকিরটি আপনি প্রতিনিয়ত আমল করার চেষ্টা করুন কেননা এর ফজিলত সম্পর্কে যদি আপনি জানেন তাহলে অবশ্যই অনেক বেশি অনুপ্রেরিত হবেন। আপনি যদি আল্লাহু আকবার শব্দের ফজিলত সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আপনি গুগলে গিয়ে তা সার্চ করুন।
আমি আশা করি একবার আল্লাহু আকবারের ফজিলত সম্পর্কে জানার পর আপনি কখনো এই আমলটি করা থেকে পিছপা হতে পারবেন না।
আরও পড়ুন: আলহামদুলিল্লাহ অর্থ কি?