আয়তন কাকে বলে: কোন বস্তু বা পদার্থ তার অবস্থানের জন্য যে পরিমাণ জায়গা দখল করে, তাকে আয়তন বলে। অর্থাৎ আয়তন বলতে মূলত কোন বস্তু যতটুকু জায়গা জুড়ে বিস্তারিত থাকে তার পরিমাণকে বোঝানো হয়।
মূলত আয়তন বলতে আমরা অধিকাংশ মানুষ ভূপৃষ্ঠে থাকা বা ভূপৃষ্ঠে দখল করা জায়গার পরিমাণকে বুঝি।
আসলে আয়তন হচ্ছে শুধুমাত্র ভূপৃষ্ঠে নয় বরং বাতাস যত স্থান বা ভূপৃষ্ঠের উপর ফাঁকা স্থানে দখল করা স্থানকেও বোঝানো হয়।
আবার অনেকে প্রশ্ন করে থাকেন যে আয়তন এবং ক্ষেত্রফল এর মধ্যে পার্থক্য কি বা এদের ধারণা কি রকম? আসলে আয়তন হচ্ছে কোন বস্তুর দখলকৃত স্থান এবং ক্ষেত্রফল হচ্ছে ওই বস্তুটির মোট পরিমাণ অর্থাৎ এটি শুধুমাত্র বস্তুটিকে ইঙ্গিত করে।
আয়তনের পরিমাপ ও একক
আয়তন পরিমাপ করার জন্য মূলত সূত্র ব্যবহার করা হয় এবং আয়তন পরিমাপের একটি সূত্র রয়েছে। যে সূত্রটি জানার মাধ্যমে আমরা আয়তনের পরিমাপ করতে পারবো এবং সেই সাথে আয়তন পরিমাপের সূত্র দিয়ে আসা প্রশ্নের উত্তর দিতে পারব।
আয়তনের পরিমাপ: দৈর্ঘ্য x প্রস্থ x গুনন উচ্চতা।
অর্থাৎ কোন একটি বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা জানার পর এগুলো পরস্পরের সঙ্গে গুণ করার মাধ্যমে আয়তনের পরিমাপ হয়। তাহলে চলুন এবার জেনে নেই যে আয়তন পরিমাপের একক কি বা আয়তনের একক কি এই বিষয় সম্পর্কে।
আয়তনের একক হলো ঘনমিটার অর্থাৎ আয়তনের মানকে ঘনমিটার দ্বারা প্রকাশ করা হয়।
আরও পড়ুন: আবহাওয়া কাকে বলে?