আদি কোষ কাকে বলে: যে কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না তাকে আদি কোষ বলে। সুগঠিত নিউক্লিয়াস বলতে ওই নিউক্লিয়াস কে বোঝানো হয় যেটি কোন প্রকার নিউক্লিয় পর্দা দিয়ে আবৃত থাকে না অর্থাৎ নিউক্লিয়াস সম্পূর্ণরূপে উন্মুক্ত থাকে।
আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষে নিউক্লিয়াস কোন পর্দা দিয়ে আবৃত থাকে না এবং এ কারণে এদের নিউক্লিয়-বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। আদি কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এর প্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না তবে রাইবোজোম বিদ্যমান থাকে।
এই আদি কোষ যুক্ত প্রাণী গুলোর সুগঠিত নিউক্লিয়াস উপস্থিত না থাকার সাথে সাথে আরো একটি বৈশিষ্ট্য রয়েছে।
আদি কোষযুক্ত প্রাণীর বৈশিষ্ট্য এদের ক্রোমোজোমে শুধুমাত্র ডিএনএ থাকে অর্থাৎ ডিএনএ ছাড়া রাইবোজোমে আর অন্য কোন উপাদান পাওয়া যায় না।
নীলাভ সবুজ শৈবাল কিংবা ব্যাকটেরিয়া এবং বিভিন্ন প্রকার অণুজীবের আদি কোষ পাওয়া যায়। আদি কোষ কে যেহেতু প্রাককেন্দ্রিক কোষ বলা হয় এর জন্য কিছু কারণ রয়েছে। আদিকোষী জীবের শরীরে পূর্বে থেকেই নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে এবং এ কারণে একে প্রাককেন্দ্রিক কোষ বলা হয়ে থাকে।
পূর্বে থেকে এর মধ্যে কোষ থাকে এবং এই কারণে মূলত নিউক্লিয়াসের কোন প্রকার পর্দা দিয়ে আবৃত থাকতে হয়না আদিকোষে।
এমন চিন্তা অনেকে ব্যক্ত করে থাকলেও আসলে এমন নয় বরং সুগঠিত পর্দা দিয়ে আবৃত না থাকায় এটিকে শুধুমাত্র আদিকোষ বলে।
আর এমন চিন্তা ভাবনায় কখনোই থাকবেন না যে এই কোষ হয়তো নিজেই প্রথম থেকে সুগঠিত হওয়ার কারণে এটিকে আদিকোষ বলে।
বরং এটির মধ্যে কোন প্রকার পর্দা না থাকার কারণে বা আবরণী পর্দা না থাকার কারণে মূলত এটিকে আদিকোষ বলা হয়।
আদি কোষ বলতে কি বুঝায়?
আদি কোষ বলতে ঐ কোষকে বোঝানো হয় যে সকল প্রকার সুগঠিত নিউক্লিয়াস থাকে না অর্থাৎ নিউক্লিয়াসের গঠন সুগঠিত হয় না।
সুগঠিত নিউক্লিয়াস বলতে কী বোঝানো হয় এ বিষয়টি নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি তাই আপনি সে আলোচনা দেখে নিন।
এমন অনেক প্রকার অণুজীব বা অনু ব্যাকটেরিয়াল প্রাণী খুঁজে পাওয়া যায় যাদের কোষ আদি কোষ দ্বারা গঠিত হয়েছে। আদিকোষী প্রাণীর শুধুমাত্র দুইটি বৈশিষ্ট্য প্রাধান্য পায় একটি হলো সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান নেই এবং আরেকটি হলো ক্রোমোজোমের কেবলমাত্র ডিএনএ থাকে।
আদি কোষ কাকে বলে, আদি কোষ বলতে কি বুঝায় এর সহজ উত্তর হলো সুগঠিত নিউক্লিয়াস বিহীন কোষ হলো আদি কোষ।
অর্থাৎ যে সকল জীবের সুগঠিত কোনো নিউক্লিয়াস বিদ্যমান থাকে না তারাই হচ্ছে আদিকোষী প্রাণীর অন্তর্ভুক্ত জীব।
তাহলে আদি কোষ বলতে যে বিষয়টি বোঝানো হয় সেটি হচ্ছে সুগঠিত নিউক্লিয়াসবিহীন প্রত্যেকটি কোষ হচ্ছে আদিকোষ।
মূলত আমরা এই আদিকোষী জীবগুলোকে আমরা ব্যাকটেরিয়া বা অনুজীব হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করতে পারি।
যেমন পূর্বে বলেছিলাম যে আদিকোষে কোন প্রকার সুগঠিত নিউক্লিয়াস না থাকলেও এখানে রাইবোজোম থাকে বিদ্যমান।
তবে রাইবোজোম বিদ্যমান থাকলেও এই রাইবোজোমের শুধুমাত্র ডিএনএ উপস্থিত থাকতে পারে এবং অন্য কোন উপাদান থাকতে পারে না।
উপসংহার:
আদিকোষ কাকে বলে এবং আদি কোষ বলতে কী বোঝায় এ বিষয়ের উপর জীববিজ্ঞান বই থেকে কিছু তথ্য উল্লেখ হয়েছে। আর অবশ্যই আমরা যেহেতু এখানে বই থেকে তথ্য উল্লেখ করেছি এবং সেই সাথে অনুসন্ধান করে বের করেছি তথ্য তাই এগুলো অবশ্যই সঠিক ও নির্ভুল আদিকোষ সম্পর্কে।
যেমনটা আমি বললাম যে আদিকোষ হচ্ছে ওই কোষ যে কোষে কোন প্রকার সুগঠিত নিউক্লিয়াস থাকে না বিদ্যমান।
তবে আদিকোষের ধারণা এতোটুকুতে সীমাবদ্ধ নয় বরং এর মধ্যে রাইবোজোম এর কিছু তথ্য আমি উল্লেখ করেছি যা হয়তোবা স্মরণ আছে।
রাইবোজোম সম্পর্কে যে তথ্যটি দিয়েছিলাম সেটি হচ্ছে আদি কোষের রাইবোজোম বিদ্যমান থাকে তবে সকল উপাদান থাকে না। অর্থাৎ রাইবোজোম এর মধ্যে যে সকল উপাদান থাকে তার মধ্যে শুধুমাত্র ডিএনএ আদিকোষের রাইবোজোমে বিদ্যমান থাকতে পারে।
রাইবোজোম সম্পর্কে আজকের আমাদের এই পোস্টটিতে যে সকল তথ্য দেওয়া হয়েছে তা যথাযথভাবে উপর থেকে গ্রহণ করুন।
আর আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যদি আপনি আমাদের পোস্টটি সম্পূর্ণ পড়ে থাকেন এবং আদিকোষ সম্পর্কে জানার পর অনুপ্রেরিত হন।
আরও পড়ুন: কোষ কি?