আখলাকে হামিদা অর্থ কি: আখলাকে হামিদা অর্থ প্রশংসনীয় চরিত্র, সচ্চরিত্র, নৈতিক চরিত্র, সুন্দর চরিত্র, উত্তম চরিত্র ইত্যাদি।
চরিত্র বা আচরণ কে আখলাক বলা হয় এবং আখলাকের দুইটি প্রকারভেদ রয়েছে যার মধ্যে আখলাকে হামিদা হচ্ছে একটি। আখলাকে দুটি প্রকারভেদের মধ্যে এই একটি প্রকারভেদ অর্থাৎ আখলাকে হামিদা দ্বারা উত্তম চরিত্র কে বোঝানো হয়।
আর অবশ্যই আমাদের জীবনে উত্তম চরিত্র বা আখলাকে হামিদা পরিপূর্ণরূপে থাকতে হবে এবং এটি প্রশংসনীয়।
প্রশংসনীয় যাবতীয় ব্যবহারের সম্মিলিত রূপ হচ্ছে আখলাকে হামিদা যার দ্বারা সকল নৈতিক আচরণকে একভাবে উল্লেখ করা যায়।

আমরা সকলে ভালো এবং মন্দ বিষয়টি বোঝে এবং যে ভালো বিষয়টি রয়েছে চরিত্রের মধ্যে সে চরিত্র হচ্ছে আখলাকে হামিদা। মূলত আখলাকে হামিদা দ্বারা চরিত্র কে ইঙ্গিত করা হয় এবং ওই চরিত্রকে ইঙ্গিত করা হয়েছে চরিত্র দ্বারা প্রশংসা করা সম্ভব।
এছাড়াও আখলাকে হামিদার কিছু পরিচয় রয়েছে যে পরিচয় গুলো দ্বারা আমরা আখলাকে হামিদাকে বুঝতে পারি।
আমরা নৈতিক আচরন বা প্রশংসনে আচরণকে ভালো আচরণ বলে থাকে এবং এটি আরবি ভাষায় আখলাকে হামিদা বলে ডাকা হয়।
আর অবশ্যই আমাদেরকে আখলাকে হামিদা অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে কেননা এটি জীবন প্রযোজনা করতে এবং প্রশংসা পেতে সাহায্য করে।
আখলাকে হামিদার পরিচয়
ইসলামে আখলাক বলতে চরিত্র, আচার-আচরণ, স্বভাবকে বোঝানো হয়। আর হামিদা অর্থ প্রশংসনীয়, ভালো, উত্তম।
আখলাকে হামিদা অর্থ প্রশংসনীয় চরিত্র, সচ্চরিত্র, উত্তম চরিত্র, নৈতিক চরিত্র ইত্যাদি। আখলাকে হামিদার অপর নাম আখলাকে হাসানা বা হুসনুল খুলক।
ইসলামী শরীয়তের পরিভাষায়, যে সকল স্বভাব বা চরিত্র সমাজে প্রশংসনীয় ও সমাদৃত এবং আল্লাহ ও তাঁর রাসূল (স.) এর নিকট প্রিয় সেসব স্বভাব বা চরিত্রকে আখলাকে হামিদা বলে। মানুষের সার্বিক আচার-আচরণ যখন শরীয়ত অনুসারে সুন্দর, কল্যাণকর ও সুস্থ পরিচালনায় অতিবাহিত হয় তখন সে সভা আব্বাস চরিত্র কে আখলাকে হামিদাহ বলে।
আখলাকে হামিদার বেশি পরিচয় নিয়ে বরং এই কয়েকটি পরিচয় দাঁড়ায় আমরা আখলাকে হামিদাকে বুঝতে পারি।
আর আখলাকে হামিদা সবচেয়ে বড় পরিচয় হলো যে ইহার দ্বারা আমাদের নৈতিক চরিত্র কে বেশি করে ইঙ্গিত করা হয়ে থাকে।
এটি দ্বারা আমাদের নৈতিক চরিত্র কে বেশি করে ইঙ্গিত করা হয়ে থাকে এমনটি না বরং এটি হচ্ছে নৈতিক চরিত্র আমাদের। আর অবশ্যই আমাদের নৈতিক চরিত্র গঠনের জন্য এই আখলাকে হামিদা সম্পর্কে জানা প্রয়োজন যার দ্বারা প্রশংসা পাওয়া সম্ভব।
আর অবশ্যই প্রশংসা দিয়ে জীবন প্ররোচনা করার মধ্যে আমরা অনেক বেশি অনুপ্রেরিত হয় নিজেকে ভালো পথে রাখার।
ভালো পথে থাকার ফলে আমরা কল্যাণ পাব এবং সাথে আখলাকে হামিদা হচ্ছে ইসলামের একটি বিশেষ বৈশিষ্ট্য যা মানুষের থাকতে হয়।
শেষ কথা:
আখলাকে হামিদা অর্থ কি এবং আখলাকে হামিদার পরিচয় নিয়ে আজকের এই পোস্টটিতে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। আর আপনাকে আমাদের এই আলোচনার উপস্থিতি দেখে আমি আখলাকে হামিদার এই পোস্টটি দেওয়া সার্থক বলে মনে করেছি।
অবশ্যই আমাদেরকে আখলাকে হামিদা অনুযায়ী জীবের পরিচালনা করতে হবে কেননা এটি হচ্ছে উত্তম পদ্ধতি জীবনের।
জীবনের উত্তম পদ্ধতি বলতে উত্তম চরিত্র দ্বারা সংঘটিত জীবনকে বোঝানো হয়ে যা আখলাকে হামিদা দ্বারা ইঙ্গিত করা হয়ে থাকে ইসলামে।
আর ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করতে হলে অবশ্যই আপনার আমার চরিত্রে আখলাকে হামিদা থাকতে হবে। আখলাকে হামিদা হচ্ছে প্রয়োজনীয় একটি চরিত্র যে চরিত্র সর্বক্ষেত্রে আপনাকে পরবর্তীতে কল্যাণ ডেকে আনতে সাহায্য করতে পারে।
অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আল্লাহ তা’আলা যদি আপনাকে করুণা দিতে চান তাহলে এই আখলাকে হামিদা দ্বারা দিতে পারেন।
আর আপনি আল্লাহ তায়ালার এই করুনার দ্বারা খুব সহজে জান্নাত হাসিল করতে পারবেন তাই আখলাকে হামিদা দ্বারা জীবন পরিচালনা করুন।
তাহলে, আখলাকে হামিদা অর্থ হচ্ছে উত্তম চরিত্র, প্রশংসনীয় চরিত্র, ভালো চরিত্র, শ্রেষ্ঠ চরিত্র এবং পছন্দনীয় চরিত্র ইত্যাদি।
আরও পড়ুন: আখলাক অর্থ কি?