আকিকার জন্য ছাগলের বয়স

আকিকার জন্য ছাগলের বয়স: আপনার শিশুর আকিকা দেওয়ার জন্য একটি ছাগলের বয়স অবশ্যই কমপক্ষে এক বছর বা তার বেশী হতে হয়। 

তবে যদি আপনার কাছে এক বছর বয়সী কোন ছাগল না থাকে, কিন্তু এমন একটি ছাগলটি থাকে যা দেখতে নাদুস-গুদুস হওয়ার কারণে এক বছর কিংবা তার চেয়েও বেশি বয়স মনে হয় তাহলে, এক্ষেত্রে আপনি সেই ছাগলটি দিয়ে আকিকা দিতে পারেন।

আকিকার জন্য ছাগলের বয়স
আকিকার জন্য ছাগলের বয়স

একান্তই খোঁজাখুঁজির পর কাঙ্খিত বয়সী উপযুক্ত ছাগল না পাওয়া যায়, তাহলে কম বয়সী একটি ছাগল দ্বারা আকিকা সম্পাদন করতে পারবেন।

আর অবশ্যই এদিকে খেয়াল রাখবেন যে, যেন আকিকার জন্য নির্বাচন করা পশু কোরবানি দেওয়ার যোগ্য হয়।

কেননা আকিকা দেওয়ার যে নিয়ম রয়েছে সেখানে উল্লেখ রয়েছে, আকিকার জন্তু অবশ্যই কোরবানি দেওয়ার জন্তুর গুণসম্পন্ন হতে হবে।

ছাগল দিয়ে আকিকা দেওয়ার নিয়ম

ছাগল দিয়ে আকিকা দেওয়া যায় এবং এর জন্য নির্ধারিত বয়স লাগে তবে কিছু নিয়মের প্রয়োজন হয় আমাদের আকিকায়।

অর্থাৎ আমরা যদি আকিকা দিতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সঠিক নিয়ম অবলম্বন করে ছাগল দিয়ে আকিকা দিতে হবে।

কেননা ইসলামে প্রত্যেকটি ইবাদত কিভাবে করতে হয় তা উল্লেখ করা হয়েছে এবং আকিকার বিষয়টি অস্পষ্ট নয়। অর্থাৎ আকিকা কিভাবে দিতে হবে ছাগল দিয়ে এ বিষয়ের উপর নিয়ম রয়েছে যে নিয়ম অবলম্বন করে ছাগল দিয়ে আকিকা দিতে হবে।

ছাগল দিয়ে আকিকা করতে গেলে আমাদেরকে কিছু নিয়ম অবলম্বন করতে হয়। নিচে সেই নিয়মগুলো উল্লেখ করা হলো:

  • যদি পুত্র সন্তান হয় তবে দুইটি ছাগল জবাই করার মাধ্যমে আকিকা সম্পন্ন করতে হবে।
  • যদি কন্যাসন্তান হয় তাহলে একটি ছাগল জবাই করার মাধ্যমে আকিকার সম্পন্ন করা যেতে পারে।
  • শিশু থাকা অবস্থায় সন্তানের আকিকা সম্পন্ন না হলে, সন্তান নিজে সামর্থ্য প্রতিষ্ঠা করার পর এই নিয়ম অনুযায়ী আকিকা দিতে পারবে।
  • ছাগল দিয়ে আকিকার দিতে চাইলে অবশ্যই ছাগলের বয়স এক বছর হওয়া উচিত।
  • ছাগল বা যে জন্তু দ্বারা আকিকা দিবে সে জন্তুর কোন খুঁত বা সমস্যা থাকা যাবে না।

আপনি যদি ছাগল দিয়ে আকিকা দিতে চান তাহলে আপনাদেরকে এই কয়েকটি নিয়ম অবলম্বন করতে হবে ছাগল দিয়ে আকিকা দেওয়ার জন্য।

আকিকা দেওয়ার জন্য ছাগলের বয়স যেমন দরকার হয় ঠিক তেমনি আকিকার কিছু নিয়ম অবলম্বন করতে হয় আপনার আকিকার সঠিক করাতে।

আপনি যদি সুন্দর এবং ভালোভাবে আপনার সন্তান বা নিজের আকিকা দিতে চান তাহলে অবশ্যই আপনাকে এই নিয়মগুলো অবলম্বন করতে হবে। শুধুমাত্র আকিকা দিতে হবে না বরং এর সঠিক নিয়ম অবলম্বন করে আকিকার পরিপূর্ণ হক আদায় করে নিতে হবে।

আশা করে আপনাকে আকিকা দেওয়ার নিয়ম এবং ছাগলের বয়স কতটুকু হতে হবে সে সম্পর্কে পরিপূর্ণ ধারণা দিতে পেরেছি।

শেষ কথা:

সন্তান হলে আকিকা দিতে হবে এ কথাটি সর্বপ্রথম আমাদের মাথায় ঘুরপাক খায় ও আমরা চিন্তিত হই। তবে এই চিন্তার পিছনে সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায় যে আকিকা দিতে যদি ছাগল ব্যবহার করা হয় তাহলে কি কি করতে হবে।

কি কি পদক্ষেপ অবলম্বন করতে হবে এর পূর্বে আরো একটি প্রশ্ন আসে সেটি হচ্ছে ছাগলের বয়স কতটুকু হতে হবে।

এবং এই সকল বিষয়ের উপর ভিত্তি করে আপনার দুশ্চিন্তা মুক্ত করার জন্য আমরা এই পোষ্টের মাধ্যমে আকিকার জন্য ছাগলের বয়স কত হবে বা কত লাগবে সে সম্পর্কে ধারণা প্রদান করেছি। আবার কিভাবে আপনি আকিকার দিবেন এবং আকিকা দেওয়ার নিয়ম সম্পর্কে পরিপূর্ণ লাইন বাই লাইন আলোচনা করেছি।

আপনার কোন অন্যান্য ধরনের প্রশ্ন যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি জানাতে পারবেন আমরা ইনশাআল্লাহ সে সম্পর্কে জ্ঞান প্রদান করব।

তবে বলে নেওয়া ভালো যে ছাগল দিয়ে আকিকর জন্য বা অন্য কোন পশু দিয়ে আকীকার জন্য পশুর গঠনের প্রয়োজন নয়।

আরও পড়ুন: সঠিক নিউজ হোমপেজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top