আকাইদ কাকে বলে: ইসলামের মৌলিক বিষয়গুলোর উপর অর্থাৎ আল্লাহ তা’আলা, ফেরেশতা, তাঁর রাসূল ও আখিরাত ইত্যাদির উপর বিশ্বাস স্থাপন করাকে আকাইদ বলা হয়।
এককথায় আকাইদের সংজ্ঞা, ইসলামের বিশ্বাসগত যে দিক রয়েছে সেই বিশ্বাসগত দিকে আকাইদ বলা হয়।
বিশ্বাসগত দিক দিয়ে আল্লাহ তায়ালা, ফেরেশতা, আসমানী কিতাব, পরকাল, জান্নাত-জাহান্নামের উপর বিশ্বাস স্থাপন করাকে আকাইদ বলা হয়।

প্রয়োগিক দিক অর্থে নামাজ, রোজা, হজ্জ, যাকাত ইত্যাদি ইবাদত দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপনের মাধ্যমে পালন করাকে আকাইদ বলে।
ইসলামের মূল বিষয় হচ্ছে আকাইদ, কেননা ইসলাম সম্পূর্ণ বিশ্বাস এর উপর নির্ভরশীল। ইসলামের যাবতীয় বিষয়ের উপর বিশ্বাস স্থাপন না করলে কখনো ইসলাম ধর্মের দীক্ষিত হওয়া যাবেনা এবং সেই সঙ্গে ইসলামের বিধি-বিধান মেনে চলা সম্ভব হবে না।
ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান এবং তথ্য লাভের উদ্দেশ্যে আমাদেরকে অবশ্যই আকাইদ সম্পর্কে প্রথমে জানতে হয়।
কেননা ইসলামের যে মূল বিষয় রয়েছে সেই মূল বিষয়গুলোর মধ্যে আকাইদ হচ্ছে অন্যতম।
আকাইদ কয় প্রকার ও কি কি?
আকাইদ কাকে বলে এ বিষয়ে পরিপূর্ণভাবে বিশ্লেষণ করতে গেলে আমাদের মাঝে আকাইদ কয় প্রকার ও কি কি এ বিষয়টি পরিলক্ষিত হয়। নিচে আকাইদ কয় প্রকার ও কি কি এ বিষয়ে আপনাদের মাঝে তথ্য উপস্থাপন করা হলো:
দিকের উপর ভিত্তি করে আকাইদকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, এগুলো হলো:
- বিশ্বাসগত দিক
- এবং প্রয়োগিক বা আচরণগত দিক
১.) বিশ্বাসগত দিক: ইসলামের যে বিশ্বাসগত দিক রয়েছে তাকে মূলত আকাইদ বলা হয় এবং আকাইদের মূল যে বিষয়টি সেটি হচ্ছে বিশ্বাসগত দিক।
বিশ্বাসগত দিক বলতে, আল্লাহ তাআলা, নবী-রাসূল, ফেরেশতা, আসমানী কিতাব, পরকাল, জান্নাত জাহান্নাম এগুলোর উপর বিশ্বাস স্থাপন বা অর্জন করাকে বোঝায়।
২.) প্রয়োগিক বা আচরণগত দিক: ইসলামকে পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য যে সকল আচরণগত দিক রয়েছে সেগুলোকে মূলত প্রয়োগিক দিক বলা হয় আকাইদের।
আকাইদ এর প্রয়োগিক দিকগুলো হলো: সালাত কায়েম করা, সাওম মাসে সাওম পালন করা, সামর্থ মত হজ ও যাকাত আদায় করা ইত্যাদি এগুলো হলো প্রয়োগিক দিক।
আকাইদ এর পরিচয়
আকাইদের কিছু পরিচয় রয়েছে এবং এ পরিচয় গুলো দ্বারা আকাইদের স্পষ্ট ধারণা সম্পর্কে অবগত থাকা যায়। আর তাই আমাদেরকে আকাইদের এই সকল বিষয়গুলো সম্পর্কে জানতে হবে যেগুলো আকাইদের স্পষ্ট ব্যাখ্যা ফুটে তুলেছে।
কোন একটি বিষয়ের পরিচয় সম্পর্কে যখন আমরা জানতে পারি তখন সে বিষয়টি আমাদের মাঝে সুস্পষ্ট ভাবে ফুটে ওঠে।
আর ঠিক অনুরূপভাবে আমরা এখন আকাইদের পরিচয় জানতে চলেছি সুস্পষ্টভাবে আকাইদ ফুটে তোলার জন্য।
এই আকাইদ এর পরিচয় অনেক রয়েছে, আপনাদের জ্ঞান বৃদ্ধির জন্য নিচে আকাইদের পরিচয় সমূহ উল্লেখ করা হলো:
- আকাইদ শব্দের একবচন হলো আকিদা এবং আকাইদ হলো এর বহুবচন।
- আকাইদ শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসমালা।
- আকাইদের একবচন অর্থাৎ আকিদা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস।
- আকাইদ হচ্ছে বিশ্বাসগত দিক এবং এই বিশ্বাসগত দিকটি হলো ইসলামের।
- আকাইদ এর বিশ্বাসগত দিকের মধ্যে ইসলামের সকল কিছুই উল্লেখ রয়েছে।
- স্পষ্টভাবে বলতে গেলে ইসলামের প্রবেশ পথ হলো আকাইদ।
আকাইদ বলতে যেহেতু বিশ্বাস কে বোঝানো হয় সুতরাং বলা যায় যে এটি ইসলামের মূল বিষয় হিসেবে বিবেচনা করা যেতে পারে।
কেননা আমরা জানি যে ইসলাম সম্পূর্ণরূপে বিশ্বাসের দিক এবং ইহাতে কোন সম্মুখ দর্শন না হয় বিশ্বাস করতে হয়।
অর্থাৎ দুনিয়াতে বেঁচে থাকাকালীন আমরা কখনোই আল্লাহ তাআলার সম্মুখ দর্শন বা চেহারা কিরূপ সে সম্পর্কে অবগত হতে পারব না।
তবে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে এবং তার উপর ভয় রেখে ইবাদত করে জীবন পরিচালনা করতে হবে।
আর এক্ষেত্রে অবশ্যই বলা যায় যে আকাইদ ছাড়া কখনো বিশ্বাস তৈরি হবে না কেননা ইহাতে বিশ্বাসের কথা উল্লেখ রয়েছে এবং ঈমানেও বিশ্বাসের কথা উল্লেখ রয়েছে তবে ঈমান নিয়ে আমরা অবশ্যই পরবর্তী কোন একটি পোস্টে আলোচনা করব এবং আপনার জ্ঞান বৃদ্ধি করার সম্পূর্ণ চেষ্টা করব।
আরও পড়ুন: সঠিক নিউজ হোমপেজ।