আউফবাউ নীতি কি? আউফবাউ নীতি ব্যাখ্যা কর?

আউফবাউ নীতি কি: পরমাণুতে বিদ্যমান ইলেকট্রন গুলো প্রথমে সর্বনিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল পূর্ণ করবে এবং পরে ক্রমান্বয়ে উচ্চতর শক্তি সম্পন্ন অরবিটাল পূর্ণ করতে থাকবে। আর এই আউফবাউ নীতি হচ্ছে ইলেকট্রন বিন্যাসের একটি সঠিক ও প্রমাণিত নীতি।

আউফবাউ নীতি কি
আউফবাউ নীতি কি?

কেননা প্রমাণিত বিদ্যমান ইলেকট্রন গুলো অযথা যে কোনো অরবিটালে প্রবেশ করে না বা অযথা নিয়ম ছাড়া সাজানো থাকে না। আর এই বিষয়টি স্পষ্ট করার জন্য মূলত আউফবাউ নীতি ব্যবহার করা হয়েছে যে কিভাবে ইলেকট্রন গুলো সাজানো থাকে।

আউফবাউ নীতি ব্যাখ্যা কর?

আমরা জানি যে পরমাণুতে ইলেকট্রন গুলো অরবিটালে সাজানো থাকে এবং এই অরবিটাল গুলোর আবার কিছু শক্তি রয়েছে। আর এ শক্তিগুলোর উপর ভিত্তি করে অরবিটাল গুলোকে আবার s,p,d,f ইত্যাদি আলাদা আলাদা ভাবে ভাগ করা হয়েছে।

আর এই ভাগের দ্বারা মূলত প্রত্যেকটি অরবিটালের নির্দিষ্ট শক্তি সম্পর্কে অবগত হওয়া যায় এবং বের করা যায়। আর নিম্নমানের শক্তির স্তরগুলো পূর্ণ করার সহজ হওয়ার কারণে মূলত আবহাওয়া নীতি অনুযায়ী ইলেকট্রন প্রথমে কম শক্তিসম্পন্ন অরবিটালে প্রবেশ করে।

আরও পড়ুন: পলির বর্জন নীতি কি?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top