আইসোটোপ কাকে বলে: যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। হাইড্রোজেন এর সাতটি আইসোটোপ রয়েছে যেগুলো হলো: 1H, 2H, 3H, 4H, 5H, 6H এবং 7H।
হাইড্রোজেন এর সাথে আইসোটোপের মধ্যে শুধুমাত্র তিনটি আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায় এবং বাকিগুলো ল্যাবরেটরীতে সহজে প্রস্তুত করা যায়। অর্থাৎ একটি মৌল দ্বারা সৃষ্ট আইসোটোপ গুলো আমরা প্রকৃতির সাথে সাথে নিজে রাসায়নিক ভাবে তৈরি করতে পারি।
কোন মৌল নিয়ে গবেষণা করতে গেলে অবশ্যই এ আইসোপের ধারণাটি আমাদের মাথায় চলে আসবে এবং এ সম্পর্কে জানতে হবে।
আসলে মৌল সম্পর্কে ধারণা লাভ করতে আমাদেরকে প্রোটন, নিউট্রন এবং ভর সংখ্যা সম্পর্কে জানতে হবে এবং মান জানতে হয় এদের।

তবে আমরা যখন এই সকল প্রোটন, নিউট্রন এবং ভর সংখ্যা সম্পর্কে কোন মৌলের ধারণা অর্জন করতে যায়। তখন এমন কিছু মৌল আমাদের সামনে আসে যেগুলোর প্রোটন সংখ্যা সমান থাকে কিন্তু নিউট্রন ও ভর সংখ্যা ভিন্ন থাকে এবং এদেরকে আইসোটোপ বলা হয়।
যদি বলতে চাই তাহলে, কথাটি বলে ভুল হবে না মৌল সম্পর্কে ধারণা লাভ করতে গেলে আইসোটোপ সম্পর্কে জ্ঞান রাখতে হবে।
আর যেখানে আইসোটোপ বলতে একটি মৌলকে বোঝানো হয় কিন্তু উক্ত মৌলের ভিন্ন নিউট্রন ও ভরসংখ্যা উপস্থিত থাকে।
আসলে এখানে নিউট্রন সংখ্যা পরিবর্তন বা ভিন্ন হওয়ার কারণে ভর সংখ্যা নিজে নিজেই ভিন্ন হয়ে যায় প্রত্যেকটি আইসোটোপে।
প্রোটন এবং নিউট্রন সংখ্যা যোগ করে সৃষ্টি হয় ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা পরিবর্তনের জন্য পরিবর্তন হয়েছে আইসোটপের ভর সংখ্যা।
আইসোটোপ বলতে কি বোঝায়?
আইসোটোপ বলতে যে বিষয়টি আমাদেরকে সবচেয়ে বেশি বোঝানোর চেষ্টা করা হয় সে বিষয়টি হচ্ছে নিউট্রন এবং ভর সংখ্যা ভিন্ন।
অর্থাৎ নিউট্রন এবং ভর সংখ্যা ভিন্ন হওয়া সত্ত্বেও যে সকল মৌলের পঠন সংখ্যা সমান থাকে সেই সকল মৌলগুলোকে আইসোটোপ বলে।
প্রত্যেকটি মৌল থেকে আমরা আইসোটোপ পাব এমনটি নয় বরং সু নির্ধারিত কিছু মৌল রয়েছে যেগুলো আইসোটোপ ধর্ম বিদ্যমান। অর্থাৎ এদের প্রোটন সংখ্যা সমান অর্থাৎ মৌল একটি কিন্তু ধর্মের ভিত্তিতে নিউট্রন ও ভর সংখ্যা পার্থক্য থাকায় আইসোটোপের অন্তর্ভুক্ত হয়েছে।
অবশ্যই মনে রাখবেন, আইসোটোপের অন্তর্ভুক্ত প্রত্যেকটি মৌলের পঠন সংখ্যা সমান থাকে শুধুমাত্র পার্থক্য থাকে নিউট্রন সংখ্যায়।
আরে নিউট্রন সংখ্যার মধ্যে পার্থক্য থাকার কারণে উক্ত মৌলের ভর সংখ্যার প্রবর্তন ঘটে এবং এক্ষেত্রে শুধু প্রোটন সংখ্যা ঠিক থাকে।
প্রোটন সংখ্যা যদি এক হয় তাহলে প্রোটন সংখ্যা একই থাকে কিন্তু নিউট্রন সংখ্যার পরিবর্তন ঘটে ফলে ভর সংখ্যা তারতম্য ঘটে।
আইসোটপের উদাহরণ দাও?
নিচের ছকটি ভালো ভাবে লক্ষ্য করুন এখানে আইসোটোপের উদাহরণ সম্পূর্ণরূপে উল্লেখ করা হয়েছে। 1H, 2H, 3H, 4H, 5H, 6H এবং 7H এগুলো হলো সাতটি আইসোটোপ যা হাইড্রোজেন পরমাণু হতে আমরা পেয়ে থাকি।
এগুলো ছিল আইসোটোপের উদাহরণ এবং এ আইসোটোপের উদাহরণ আমরা শুধুমাত্র হাইড্রোজেন দিয়ে দিয়েছি এবং আরো অনেক আইসোটোপ রয়েছে।
তবে একটি আইসোটোপের উদাহরণ দ্বারা আশা করা যায় যে আপনার আইসোটোপের ধারণাটি বুঝতে পেরেছেন যে কিভাবে ভর সংখ্যা ভিন্ন হয়।
আর বর্তমানে আইসোটোপ নিয়ে আপনি যদি উদাহরণ দিতে চান তাহলে অবশ্যই হাইড্রোজেন দিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করুন। কেননা এই হাইড্রোজেন দ্বারা আমরা যে সকল উদাহরণ দিয়ে থাকে তা প্রত্যেকটি বইয়ের মধ্যে উপস্থিত রয়েছে এবং এটি একটি স্বাভাবিক উদাহরণ আইসোটোপের।
আর এ আইসোটোপ গুলো মুখস্ত করা তেমন কোন কঠিন কাজ না কেননা পারমাণবিক সংখ্যা তো সমানই রয়েছে প্রত্যেকটা আইসোটোপের।
কিন্তু শুধু ভর সংখ্যা এক থেকে সাত পর্যন্ত ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে যা মুখস্ত করা কোন বিষয় হবে না হাইড্রোজেন আইসোটোপ।
আইসোটোপ কাকে বলে এই বিষয়ের উপর পোস্টটি ছিল এপর্যন্তই এবং আপনাকে ধন্যবাদ দিয়ে পোস্টটি থেকে বিদায় নিচ্ছি।
আরও পড়ুন: ভরসংখ্যা কাকে বলে?